মো. হুমায়ূন কবীর, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনপ্রত্যাশী ১২টি নতুন রাজনৈতিক দল প্রাথমিক বাছাইয়ে টিকেছে। এগুলোর মধ্যে নতুন চারটি দলের প্রতি বিশেষ নজর দিচ্ছে ইসি। সেগুলো হলো আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
ইসির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিয়ে নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর খোঁজ নিয়েছে ইসি। মাঠ কর্মকর্তাদের প্রতিবেদন পাঠানোর পর কমিটি করে চারটি দল সম্পর্কে আরও খোঁজ নেয় কমিশন। ঈদুল আজহার আগে-পরে এই চার দলের জন্য করা কমিটি দলগুলোর কেন্দ্রীয়, জেলা, উপজেলা অফিসের খোঁজ নেয়। আজ (রোববার) মাঠপর্যায়সহ চার দলের জন্য করা কমিটির প্রতিবেদন কমিশন সভায় উপস্থাপন করা হবে। সভায় সিদ্ধান্ত হবে কোনো দল নিবন্ধন পাবে কি না।
নতুন দলের নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গুছিয়ে আনা হয়েছে। অধিকতর তদন্তের জন্য কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এবার নির্ধারিত সময়ের মধ্যে ইসির নিবন্ধন পেতে ৯৩টি দল আবেদন করে। সেগুলোর মধ্যে ৭৭টি দলের আবেদন প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের তালিকায় রাখা হয়। পরবর্তী সময়ে বাছাইয়ের প্রাথমিক পর্যায়ে কাগজপত্র পুরোপুরি না থাকায় দলগুলোকে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে সেসব জমা দিতে বলা হয়। ইসির দেওয়া ওই সময়ের মধ্যে ১৯টি দল কাগজপত্র দিতে পারেনি। আর দুটি দলের ঠিকানা ঠিক না থাকায় ইসির কাছে চিঠি ফেরত আসে। আর ১০টি দল আরও সময় চাইলেও তা দেয়নি ইসি। এই পর্যায়ে সব মিলিয়ে ৩১টি আবেদন বাতিল হয়। বাকি ৪৬টি দলের আবেদন যাচাই-বাছাই করে আরও ৩৪টি দলের আবেদন বাতিল করা হয়। ফলে ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে টিকে রয়েছে ১২টি দল।
ইসির প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ১২টি দল হলো এবি পার্টি, নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনপ্রত্যাশী ১২টি নতুন রাজনৈতিক দল প্রাথমিক বাছাইয়ে টিকেছে। এগুলোর মধ্যে নতুন চারটি দলের প্রতি বিশেষ নজর দিচ্ছে ইসি। সেগুলো হলো আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
ইসির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিয়ে নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর খোঁজ নিয়েছে ইসি। মাঠ কর্মকর্তাদের প্রতিবেদন পাঠানোর পর কমিটি করে চারটি দল সম্পর্কে আরও খোঁজ নেয় কমিশন। ঈদুল আজহার আগে-পরে এই চার দলের জন্য করা কমিটি দলগুলোর কেন্দ্রীয়, জেলা, উপজেলা অফিসের খোঁজ নেয়। আজ (রোববার) মাঠপর্যায়সহ চার দলের জন্য করা কমিটির প্রতিবেদন কমিশন সভায় উপস্থাপন করা হবে। সভায় সিদ্ধান্ত হবে কোনো দল নিবন্ধন পাবে কি না।
নতুন দলের নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গুছিয়ে আনা হয়েছে। অধিকতর তদন্তের জন্য কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এবার নির্ধারিত সময়ের মধ্যে ইসির নিবন্ধন পেতে ৯৩টি দল আবেদন করে। সেগুলোর মধ্যে ৭৭টি দলের আবেদন প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের তালিকায় রাখা হয়। পরবর্তী সময়ে বাছাইয়ের প্রাথমিক পর্যায়ে কাগজপত্র পুরোপুরি না থাকায় দলগুলোকে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে সেসব জমা দিতে বলা হয়। ইসির দেওয়া ওই সময়ের মধ্যে ১৯টি দল কাগজপত্র দিতে পারেনি। আর দুটি দলের ঠিকানা ঠিক না থাকায় ইসির কাছে চিঠি ফেরত আসে। আর ১০টি দল আরও সময় চাইলেও তা দেয়নি ইসি। এই পর্যায়ে সব মিলিয়ে ৩১টি আবেদন বাতিল হয়। বাকি ৪৬টি দলের আবেদন যাচাই-বাছাই করে আরও ৩৪টি দলের আবেদন বাতিল করা হয়। ফলে ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে টিকে রয়েছে ১২টি দল।
ইসির প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ১২টি দল হলো এবি পার্টি, নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে