মুলাদী প্রতিনিধি
স্বামীর মাত্র ৬ শতাংশ জমি ছিল জয়ন্তী নদীর পাড়ে। সেই জমির সাড়ে ৫ শতাংশ ইতিমধ্যে নদীভাঙনে বিলীন হয়ে গেছে। বাকি আধা শতাংশও নদীগর্ভে যাওয়ার পথে। সেখানেই বাস করছেন স্বামীহারা মাহমুদা বেগম। যেকোনো সময় হারিয়ে যেতে পারে বসতভিটা। তাই নতুন করে থাকার জন্য মাথা গোঁজার ঠাঁই চান তিনি।
মাহমুদা বেগম মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের মৃত ফেরদৌস মোল্লার স্ত্রী। স্বামী থাকতে কষ্টে দিন কাটিয়ে ছিলেন, এখনো অর্ধাহারে দিন কাটছে। তিন মেয়ে নিজ নিজ সংসার নিয়ে ঢাকায় থাকেন।
জানা গেছে, দীর্ঘ দিন জয়ন্তী নদীর ভাঙনে বাটামারা, চরবাটামারা এলাকার অনেক এলাকা বিলীন হয়ে গেছে। যাঁদের সামর্থ্য আছে তাঁরা আগেভাগেই অন্য জায়গা জমি রেখে বাড়িঘর করেছেন। কিন্তু অসহায় মাহমুদা বেগম এখনো নদীর পাড়ে বাস করছেন।
মাহমুদা বেগম বলেন, ‘২০১৮ সালে স্বামী ফেরদৌস মোল্লা মারা যান। তিনি বেঁচে থাকতেই নদীভাঙনে চাষযোগ্য জমি শেষ হয়ে গিয়েছিল। পরে তিন মেয়ে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে চলেছি। পরে তিন মেয়ে ঢাকায় গিয়ে কাজ শুরু করে। প্রথম দিকে খোঁজ নিলেও বিয়ে হয়ে যাওয়ার পর আর খোঁজ নিচ্ছে না। এখন কোনো মতে চললেও ভিটেমাটি নদীতে বিলীন হলে কোথায় থাকব সেই চিন্তায় রাতে ঘুম আসে না।’
মাহমুদা বেগমের প্রতিবেশী ভাঙনে ক্ষতিগ্রস্ত চরবাটামারা গ্রামের আবদুল জব্বার বলেন, ‘জয়ন্তী নদীর ভাঙনে অনেকেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। আমরা জমি কিনে নতুন বাড়ি করেছি। কেউ কেউ ঢাকায় চলে গেছেন। মাহমুদা বেগম এখনো নদীর কিনারে বাস করছেন। কিন্তু প্রতি বছর নদী ভাঙছে। বর্ষার শুরু ও শেষে ভাঙন বেড়ে যায়। তাই আগামী বর্ষা মৌসুমে তাঁর ঘর নদীতে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে।’
বাটামারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন অশ্রু বলেন, ‘অসহায় এই নারীকে চাল, ডাল, চিনিসহ ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। মাহমুদা বেগমের ঘর ও ভিটে নদীভাঙনের মুখে রয়েছে। কিন্তু বাটামারা ইউনিয়নে খাসজমি না পাওয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মিত হয়নি। তবে তাঁকে জমিসহ একটি ঘর বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী বলেন, ইউপি চেয়ারম্যানের আবেদন পেলে ওই নারীকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে।
স্বামীর মাত্র ৬ শতাংশ জমি ছিল জয়ন্তী নদীর পাড়ে। সেই জমির সাড়ে ৫ শতাংশ ইতিমধ্যে নদীভাঙনে বিলীন হয়ে গেছে। বাকি আধা শতাংশও নদীগর্ভে যাওয়ার পথে। সেখানেই বাস করছেন স্বামীহারা মাহমুদা বেগম। যেকোনো সময় হারিয়ে যেতে পারে বসতভিটা। তাই নতুন করে থাকার জন্য মাথা গোঁজার ঠাঁই চান তিনি।
মাহমুদা বেগম মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের মৃত ফেরদৌস মোল্লার স্ত্রী। স্বামী থাকতে কষ্টে দিন কাটিয়ে ছিলেন, এখনো অর্ধাহারে দিন কাটছে। তিন মেয়ে নিজ নিজ সংসার নিয়ে ঢাকায় থাকেন।
জানা গেছে, দীর্ঘ দিন জয়ন্তী নদীর ভাঙনে বাটামারা, চরবাটামারা এলাকার অনেক এলাকা বিলীন হয়ে গেছে। যাঁদের সামর্থ্য আছে তাঁরা আগেভাগেই অন্য জায়গা জমি রেখে বাড়িঘর করেছেন। কিন্তু অসহায় মাহমুদা বেগম এখনো নদীর পাড়ে বাস করছেন।
মাহমুদা বেগম বলেন, ‘২০১৮ সালে স্বামী ফেরদৌস মোল্লা মারা যান। তিনি বেঁচে থাকতেই নদীভাঙনে চাষযোগ্য জমি শেষ হয়ে গিয়েছিল। পরে তিন মেয়ে নিয়ে অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে চলেছি। পরে তিন মেয়ে ঢাকায় গিয়ে কাজ শুরু করে। প্রথম দিকে খোঁজ নিলেও বিয়ে হয়ে যাওয়ার পর আর খোঁজ নিচ্ছে না। এখন কোনো মতে চললেও ভিটেমাটি নদীতে বিলীন হলে কোথায় থাকব সেই চিন্তায় রাতে ঘুম আসে না।’
মাহমুদা বেগমের প্রতিবেশী ভাঙনে ক্ষতিগ্রস্ত চরবাটামারা গ্রামের আবদুল জব্বার বলেন, ‘জয়ন্তী নদীর ভাঙনে অনেকেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। আমরা জমি কিনে নতুন বাড়ি করেছি। কেউ কেউ ঢাকায় চলে গেছেন। মাহমুদা বেগম এখনো নদীর কিনারে বাস করছেন। কিন্তু প্রতি বছর নদী ভাঙছে। বর্ষার শুরু ও শেষে ভাঙন বেড়ে যায়। তাই আগামী বর্ষা মৌসুমে তাঁর ঘর নদীতে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে।’
বাটামারা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সালাহ উদ্দীন অশ্রু বলেন, ‘অসহায় এই নারীকে চাল, ডাল, চিনিসহ ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। মাহমুদা বেগমের ঘর ও ভিটে নদীভাঙনের মুখে রয়েছে। কিন্তু বাটামারা ইউনিয়নে খাসজমি না পাওয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মিত হয়নি। তবে তাঁকে জমিসহ একটি ঘর বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী বলেন, ইউপি চেয়ারম্যানের আবেদন পেলে ওই নারীকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে