চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুটি লিফট দুদিন ধরে নষ্ট থাকায় ভোগান্তি পোহাতে হয়েছিল রোগী, স্বজন ও সংশ্লিষ্টদের। ভবনের সপ্তমতলা নির্মাণাধীন থাকায় বৃষ্টির পানি লিফটে ঢোকে এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গতকাল বুধবার দুপুরের আগেই লিফট দুটি মেরামত করে চালু করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় ১০ শয্যার সিসিইউ, ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট ও ২০ শয্যার আইসিইউ কাজ চলমান। গত রোববার থেকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সৃষ্টি নিম্নচাপে চুয়াডাঙ্গায় দিন–রাতব্যাপী হালকা বৃষ্টি হওয়ায় হাসপাতালের দুটি লিফটের মধ্যে পানি ঢোকে। এতে সোমবার রাত থেকেই দুটি লিফট অকার্যকর হয়ে পড়ে। বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় রোগীদের। এতে চরম ভোগান্তি পড়েন রোগী ও স্বজনেরা।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, দুটি লিফটই বন্ধ রয়েছে। রোগীদের স্বজনেরা ঘাড়ে, কোলে কেউ আবার ট্রলিতে নিয়ে সিঁড়ি বেয়ে ওঠা-নামা করছেন। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় করোনা ইউনিটে বয়স্ক নারী-পুরুষ ভর্তি রয়েছেন। এতে রোগীদের বয়োবৃদ্ধ স্বজনেরা সিঁড়ি বেয়ে উঠতে খুবই ভোগান্তিতে পড়েন। তবে গতকাল দুপুরের দিকে লিফট দুটি চালু হলে স্বস্তি ফেরে রোগী ও স্বজনদের মধ্যে।
এক রোগীর স্বজন নাছরিন আক্তার বলেন, ‘হাসপাতালের লিফট বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে আমাদের। ৬ তলায় রোগী ভর্তি। ওপরে তুলতে খুব কষ্ট হয়েছে।’
আরেকজন রোগীর স্বজন স্বপন কুমার বলেন, ‘পঞ্চমতলায় আমার নানি ভর্তি আছেন। নানিকে আমিই দেখাশোনা করছি। দিনে খাবার ও ওষুধসহ ১০–১২ বার নামতে হয়। সোমবার দিবাগত রাত থেকে লিফট বন্ধ ছিল। খুব কষ্ট হয়েছে। তবে লিফট আবার ঠিক করা হয়েছে। এখন কষ্ট কিছুটা কমেছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, ঘটনাটি দুঃখজনক। রোগী, স্বজন, চিকিৎসকসহ স্টাফদের চরম ভোগান্তি হয়েছে। ভবনের সপ্তম তলায় কাজ চলমানের কারণে বৃষ্টির পানি প্রবেশ করে লিফট অকার্যকর হয়ে পড়েছিল। বন্ধ হওয়ার পর থেকেই আমরা চেষ্টা করছি চালু করার জন্য। বুধবার দুপুরের আগেই লিফটটি চালু করা হয়েছে। আর শ্রমিকদেরও বলা হয়েছে সাবধানে কাজ করতে। যাতে করে এ রকম ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুটি লিফট দুদিন ধরে নষ্ট থাকায় ভোগান্তি পোহাতে হয়েছিল রোগী, স্বজন ও সংশ্লিষ্টদের। ভবনের সপ্তমতলা নির্মাণাধীন থাকায় বৃষ্টির পানি লিফটে ঢোকে এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গতকাল বুধবার দুপুরের আগেই লিফট দুটি মেরামত করে চালু করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় ১০ শয্যার সিসিইউ, ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট ও ২০ শয্যার আইসিইউ কাজ চলমান। গত রোববার থেকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সৃষ্টি নিম্নচাপে চুয়াডাঙ্গায় দিন–রাতব্যাপী হালকা বৃষ্টি হওয়ায় হাসপাতালের দুটি লিফটের মধ্যে পানি ঢোকে। এতে সোমবার রাত থেকেই দুটি লিফট অকার্যকর হয়ে পড়ে। বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় রোগীদের। এতে চরম ভোগান্তি পড়েন রোগী ও স্বজনেরা।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, দুটি লিফটই বন্ধ রয়েছে। রোগীদের স্বজনেরা ঘাড়ে, কোলে কেউ আবার ট্রলিতে নিয়ে সিঁড়ি বেয়ে ওঠা-নামা করছেন। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় করোনা ইউনিটে বয়স্ক নারী-পুরুষ ভর্তি রয়েছেন। এতে রোগীদের বয়োবৃদ্ধ স্বজনেরা সিঁড়ি বেয়ে উঠতে খুবই ভোগান্তিতে পড়েন। তবে গতকাল দুপুরের দিকে লিফট দুটি চালু হলে স্বস্তি ফেরে রোগী ও স্বজনদের মধ্যে।
এক রোগীর স্বজন নাছরিন আক্তার বলেন, ‘হাসপাতালের লিফট বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে আমাদের। ৬ তলায় রোগী ভর্তি। ওপরে তুলতে খুব কষ্ট হয়েছে।’
আরেকজন রোগীর স্বজন স্বপন কুমার বলেন, ‘পঞ্চমতলায় আমার নানি ভর্তি আছেন। নানিকে আমিই দেখাশোনা করছি। দিনে খাবার ও ওষুধসহ ১০–১২ বার নামতে হয়। সোমবার দিবাগত রাত থেকে লিফট বন্ধ ছিল। খুব কষ্ট হয়েছে। তবে লিফট আবার ঠিক করা হয়েছে। এখন কষ্ট কিছুটা কমেছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম বলেন, ঘটনাটি দুঃখজনক। রোগী, স্বজন, চিকিৎসকসহ স্টাফদের চরম ভোগান্তি হয়েছে। ভবনের সপ্তম তলায় কাজ চলমানের কারণে বৃষ্টির পানি প্রবেশ করে লিফট অকার্যকর হয়ে পড়েছিল। বন্ধ হওয়ার পর থেকেই আমরা চেষ্টা করছি চালু করার জন্য। বুধবার দুপুরের আগেই লিফটটি চালু করা হয়েছে। আর শ্রমিকদেরও বলা হয়েছে সাবধানে কাজ করতে। যাতে করে এ রকম ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৯ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে