জাহাঙ্গীর আলম, জামালপুর
জামালপুর শহরের গুরুত্বপূর্ণ ভোকেশনাল মোড়ে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের কারণে বাড়ছে যানজট। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও সাধারণ মানুষ। তাঁরা অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তবে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, শহরের যানজট নিরসনে মোড়ে মোড়ে থাকা অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শহরের পাঁচ রাস্তার মোড় এবং বশাকপাড়া মোড়ের সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, জামালপুর শহর থেকে রাজধানীতে যাওয়ার গুরুত্বপূর্ণ একমাত্র এই ভোকেশনাল মোড়টি সিএনজির দখলে রয়েছে বছরের পর বছর ধরে। জামালপুর রেলওয়ে স্টেশনে যাওয়া-আসারও কেন্দ্রস্থল এই ভোকেশনাল মোড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই মোড়ে শত শত সিএনজিচালিত অটোরিকশা রাখা হয়। ফলে রাস্তাটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা থাকে এই যানজট। শহর থেকে বেরিয়ে সব ধরনের যানবাহনকে যানজটে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ছাড়া ভোকেশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের যাওয়া-আসায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
শুধু সিএনজি স্ট্যান্ডই নয়, ভোকেশনাল মোড়ের ১০০ গজের মধ্যে করা হয়েছে বাস টার্মিনাল। এখান থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল করছে।
নান্দিনার সরকারি চাকরিজীবী খলিলুর রহমান বলেন, ‘দীর্ঘ পথ এসে যানজটে আটকে আছি। আধঘণ্টা হলো যেতে পারছি না। শহরের প্রবেশের মূল মোড়ে এমন যানজট মেনে নেওয়াই যায় না। ট্রেন ধরব, আধঘণ্টা এখানেই পড়ে আছি।’
শহরের ব্রজরাপুর এলাকার আব্দুল মমিন বলেন, ‘ভোকেশনাল মোড়টি শহরের ব্যস্ততম একটি গুরুত্বপূর্ণ মোড়। শহর থেকে বেরিয়ে ময়মনসিংহ রোড, ব্রজরাপুর রোড হয়ে স্টেশন রোড, শহরে যাওয়ার একমাত্র এই মোড়টি সিএনজি অটোরিকশার স্ট্যান্ড করা হয়েছে। যার ফলে শহর থেকে বেরিয়ে তীব্র যানজটে পড়তে হয়। তিন রাস্তার মোড় হওয়ায় দীর্ঘ সময় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। এটা কেউ দেখে না। এটা তো পৌরসভার মেয়রের দায়িত্বের মধ্যেই পড়ে। মানুষের ভোগান্তির শেষ নেই, মোড় পেরিয়ে ছাত্র-ছাত্রীরা ভোকেশনাল স্কুলে যেতে পারছে না।’
অটোরিকশাচালক আনিছ বলেন, ‘এই মোড়ে এত যানজট, একবার এলে আর আসতে ইচ্ছে করে না। যাত্রী নিয়ে একবার এলে আরেকবার আসতে ঘণ্টা লেগে যায়। এখান থেকে কোনোমতে বেরিয়ে একটু সামনে রাজিব বাস সার্ভিস। সেখানেও দাঁড়িয়ে থাকতে হয় আরও আধঘণ্টা। শহরের যানজট নিরসনে পৌরসভা জামালপুর ফেরিঘাট এলাকায় পৌর বাস টার্মিনাল নির্মাণ করে। কিন্তু রহস্যজনক কারণে পৌর বাস টার্মিনালটি ব্যবহার না করে জায়গা ভাড়া করে ভোকেশনাল এলাকায় রাজিব বাস সার্ভিস দেওয়া হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারদলীয় শ্রমিক সংগঠন আওয়ামী শ্রমিক লীগের সঙ্গে জড়িতরাই এই অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করছেন। এই স্ট্যান্ডের সভাপতি আব্দুল করিম ফতু ও সাধারণ সম্পাদক আনিছ। তাঁদের সঙ্গে জড়িত রয়েছেন সরকারদলীয় শ্রমিক সংগঠনের আরও কিছু নেতা-কর্মী। প্রতিদিন এই স্ট্যান্ড থেকে প্রায় দুই-তিন শ সিএনজি অটোরিকশা ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে ছেড়ে যায়।
স্ট্যান্ডটির সাধারণ সম্পাদক আনিছ বলেন, ‘এই মোড় ব্যবহার করতে জেলার নেতারা অনুমতি দিয়েছেন। প্রতিদিন এখান থেকে ২০০ থেকে ২৫০টি সিএনজি অটোরিকশা ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে ছেড়ে যায়।’ এই মোড়ে তীব্র যানজটের কথা তিনি নিজেও স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের অন্য কোথাও স্ট্যান্ড করে দিলে সিএনজি অটোরিকশার স্ট্যান্ডটি এখান থেকে সরিয়ে নেওয়া হবে।’
জেলা আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী ভোকেশনাল মোড়ের দীর্ঘ যানজটের কথা স্বীকার করে বলেন, ‘আমি নিজেও এই ভোগান্তির শিকার। তবে এ বিষয়ে তাঁর কোনো কিছু করার নেই।’
জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘শহরের যানজট নিরসনে মোড়ে মোড়ে থাকা সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ডগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শহরের পাঁচ রাস্তার মোড় এবং বশাকপাড়া মোড়ের সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে দেওয়া হয়েছে। ভোকেশনাল মোড়ে যানজটের কথা স্বীকার করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর শহরের গুরুত্বপূর্ণ ভোকেশনাল মোড়ে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের কারণে বাড়ছে যানজট। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও সাধারণ মানুষ। তাঁরা অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তবে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, শহরের যানজট নিরসনে মোড়ে মোড়ে থাকা অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শহরের পাঁচ রাস্তার মোড় এবং বশাকপাড়া মোড়ের সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, জামালপুর শহর থেকে রাজধানীতে যাওয়ার গুরুত্বপূর্ণ একমাত্র এই ভোকেশনাল মোড়টি সিএনজির দখলে রয়েছে বছরের পর বছর ধরে। জামালপুর রেলওয়ে স্টেশনে যাওয়া-আসারও কেন্দ্রস্থল এই ভোকেশনাল মোড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই মোড়ে শত শত সিএনজিচালিত অটোরিকশা রাখা হয়। ফলে রাস্তাটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা থাকে এই যানজট। শহর থেকে বেরিয়ে সব ধরনের যানবাহনকে যানজটে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ছাড়া ভোকেশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের যাওয়া-আসায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
শুধু সিএনজি স্ট্যান্ডই নয়, ভোকেশনাল মোড়ের ১০০ গজের মধ্যে করা হয়েছে বাস টার্মিনাল। এখান থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল করছে।
নান্দিনার সরকারি চাকরিজীবী খলিলুর রহমান বলেন, ‘দীর্ঘ পথ এসে যানজটে আটকে আছি। আধঘণ্টা হলো যেতে পারছি না। শহরের প্রবেশের মূল মোড়ে এমন যানজট মেনে নেওয়াই যায় না। ট্রেন ধরব, আধঘণ্টা এখানেই পড়ে আছি।’
শহরের ব্রজরাপুর এলাকার আব্দুল মমিন বলেন, ‘ভোকেশনাল মোড়টি শহরের ব্যস্ততম একটি গুরুত্বপূর্ণ মোড়। শহর থেকে বেরিয়ে ময়মনসিংহ রোড, ব্রজরাপুর রোড হয়ে স্টেশন রোড, শহরে যাওয়ার একমাত্র এই মোড়টি সিএনজি অটোরিকশার স্ট্যান্ড করা হয়েছে। যার ফলে শহর থেকে বেরিয়ে তীব্র যানজটে পড়তে হয়। তিন রাস্তার মোড় হওয়ায় দীর্ঘ সময় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। এটা কেউ দেখে না। এটা তো পৌরসভার মেয়রের দায়িত্বের মধ্যেই পড়ে। মানুষের ভোগান্তির শেষ নেই, মোড় পেরিয়ে ছাত্র-ছাত্রীরা ভোকেশনাল স্কুলে যেতে পারছে না।’
অটোরিকশাচালক আনিছ বলেন, ‘এই মোড়ে এত যানজট, একবার এলে আর আসতে ইচ্ছে করে না। যাত্রী নিয়ে একবার এলে আরেকবার আসতে ঘণ্টা লেগে যায়। এখান থেকে কোনোমতে বেরিয়ে একটু সামনে রাজিব বাস সার্ভিস। সেখানেও দাঁড়িয়ে থাকতে হয় আরও আধঘণ্টা। শহরের যানজট নিরসনে পৌরসভা জামালপুর ফেরিঘাট এলাকায় পৌর বাস টার্মিনাল নির্মাণ করে। কিন্তু রহস্যজনক কারণে পৌর বাস টার্মিনালটি ব্যবহার না করে জায়গা ভাড়া করে ভোকেশনাল এলাকায় রাজিব বাস সার্ভিস দেওয়া হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারদলীয় শ্রমিক সংগঠন আওয়ামী শ্রমিক লীগের সঙ্গে জড়িতরাই এই অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করছেন। এই স্ট্যান্ডের সভাপতি আব্দুল করিম ফতু ও সাধারণ সম্পাদক আনিছ। তাঁদের সঙ্গে জড়িত রয়েছেন সরকারদলীয় শ্রমিক সংগঠনের আরও কিছু নেতা-কর্মী। প্রতিদিন এই স্ট্যান্ড থেকে প্রায় দুই-তিন শ সিএনজি অটোরিকশা ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে ছেড়ে যায়।
স্ট্যান্ডটির সাধারণ সম্পাদক আনিছ বলেন, ‘এই মোড় ব্যবহার করতে জেলার নেতারা অনুমতি দিয়েছেন। প্রতিদিন এখান থেকে ২০০ থেকে ২৫০টি সিএনজি অটোরিকশা ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে ছেড়ে যায়।’ এই মোড়ে তীব্র যানজটের কথা তিনি নিজেও স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের অন্য কোথাও স্ট্যান্ড করে দিলে সিএনজি অটোরিকশার স্ট্যান্ডটি এখান থেকে সরিয়ে নেওয়া হবে।’
জেলা আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী ভোকেশনাল মোড়ের দীর্ঘ যানজটের কথা স্বীকার করে বলেন, ‘আমি নিজেও এই ভোগান্তির শিকার। তবে এ বিষয়ে তাঁর কোনো কিছু করার নেই।’
জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, ‘শহরের যানজট নিরসনে মোড়ে মোড়ে থাকা সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ডগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শহরের পাঁচ রাস্তার মোড় এবং বশাকপাড়া মোড়ের সিএনজি স্ট্যান্ডটি সরিয়ে দেওয়া হয়েছে। ভোকেশনাল মোড়ে যানজটের কথা স্বীকার করে বলেন, দ্রুত সময়ের মধ্যে এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে