মোহাম্মদ আলী, বাবুগঞ্জ
অবসর নেওয়ার পর বসে না থেকে ফলের বাগান ও মাছের ঘের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাবুগঞ্জ উপজেলার মো. ফখরুল আলম। এবার তিনি সফল হয়েছেন ‘বল সুন্দরী কুল’ চাষ করে। তাঁর বাগান দেখে এ ধরনের কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন বাবুগঞ্জের আরও কৃষক ও যুবকেরা।
২০০০ সালে তিনি ১৩ একর জমিতে মাছের ঘের ও ফলের বাগান তৈরি করেন। পরে রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামে ৮০ শতাংশ জমিতে গত বৈশাখ মাসে উন্নত জাতের বল সুন্দরী কুল রোপণ করেন তিনি। এখন তাঁর বাগানে ভালো ফলন হয়েছে। ইতিমধ্যেই তিনি বিক্রি শুরু করেছেন।
জানা গেছে, ফখরুল আলম খান বাবুগঞ্জ উপজেলা হর্টি কালচার সেন্টার থেকে ৩০০ বল সুন্দরীর চারা এনে রোপণ করেন। অক্লান্ত পরিশ্রম ও পরিচর্যায় ছয় মাসেই ফলন আসতে শুরু করে। সব কটি গাছেই থোকায় থোকায় কুল ধরেছে।
ফখরুল আলম খান বলেন, ‘আমার সফলতা দেখে এলাকার অনেক কৃষকই বরই চাষে আগ্রহী হচ্ছেন। এ ছাড়া আমার বাগানে ৫০০ পেয়ারা ও ২০০ লেবু গাছ আছে।’
ফখরুল আলম খান আরও বলেন, ‘আমি অবসর নেওয়ার পর থেকে শখের বসে কৃষি কাজে সময় দিচ্ছি। এতে আমার শরীর ও মন ভালো থাকে। এর মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। আমার আমের বাগানেও ভালো ফলন হয়েছিল।’
উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘দক্ষিণাঞ্চলে এই বরই চাষে মানুষের আগ্রহ বেড়েছে। তরুণেরা চাকরির জন্য বসে না থেকে বরই চাষে অনুপ্রাণিত হলে স্বাবলম্বী হতে পারবেন। বরই চাষে আগ্রহীদের সহযোগিতা করা হবে।’
অবসর নেওয়ার পর বসে না থেকে ফলের বাগান ও মাছের ঘের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাবুগঞ্জ উপজেলার মো. ফখরুল আলম। এবার তিনি সফল হয়েছেন ‘বল সুন্দরী কুল’ চাষ করে। তাঁর বাগান দেখে এ ধরনের কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন বাবুগঞ্জের আরও কৃষক ও যুবকেরা।
২০০০ সালে তিনি ১৩ একর জমিতে মাছের ঘের ও ফলের বাগান তৈরি করেন। পরে রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামে ৮০ শতাংশ জমিতে গত বৈশাখ মাসে উন্নত জাতের বল সুন্দরী কুল রোপণ করেন তিনি। এখন তাঁর বাগানে ভালো ফলন হয়েছে। ইতিমধ্যেই তিনি বিক্রি শুরু করেছেন।
জানা গেছে, ফখরুল আলম খান বাবুগঞ্জ উপজেলা হর্টি কালচার সেন্টার থেকে ৩০০ বল সুন্দরীর চারা এনে রোপণ করেন। অক্লান্ত পরিশ্রম ও পরিচর্যায় ছয় মাসেই ফলন আসতে শুরু করে। সব কটি গাছেই থোকায় থোকায় কুল ধরেছে।
ফখরুল আলম খান বলেন, ‘আমার সফলতা দেখে এলাকার অনেক কৃষকই বরই চাষে আগ্রহী হচ্ছেন। এ ছাড়া আমার বাগানে ৫০০ পেয়ারা ও ২০০ লেবু গাছ আছে।’
ফখরুল আলম খান আরও বলেন, ‘আমি অবসর নেওয়ার পর থেকে শখের বসে কৃষি কাজে সময় দিচ্ছি। এতে আমার শরীর ও মন ভালো থাকে। এর মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। আমার আমের বাগানেও ভালো ফলন হয়েছিল।’
উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘দক্ষিণাঞ্চলে এই বরই চাষে মানুষের আগ্রহ বেড়েছে। তরুণেরা চাকরির জন্য বসে না থেকে বরই চাষে অনুপ্রাণিত হলে স্বাবলম্বী হতে পারবেন। বরই চাষে আগ্রহীদের সহযোগিতা করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে