ময়মনসিংহ প্রতিনিধি
আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত বগি যুক্ত হয়েছে বিজয় এক্সপ্রেসে। ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের ট্রেনটিতে যুক্ত হয়েছে নতুন ১৪টি বগি। এর মধ্যে পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত ও পাঁচটি শোভন চেয়ার বগি। এ রুটে আগে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো বগি ছিল না। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা।
গতকাল সোমবার থেকেই বিজয় এক্সপ্রেস ট্রেন নতুন সময়সূচি অনুযায়ী চলছে। দীর্ঘদিন ধরে পুরোনো বগি দিয়ে যাত্রীসেবা দিচ্ছিল ট্রেনটি। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনে সবুজ রেকের পরিবর্তে সাদা রেকে চলছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার পাঁচটি, নন-এসি চেয়ার পাঁচটি ও পাওয়ার কার একটি, ননএসি স্লিপার একটি ও পাওয়ার কার একটিসহ মোট ১৪টি কোচ থাকছে। নতুন সময়সূচি অনুযায়ী বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ৯টায় এবং ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। আর ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে রাত সাড়ে ৮টায়। চট্টগ্রাম পৌঁছাবে ভোর সাড়ে ৫টায়।
যাত্রী শফিক আব্দুল্লাহ বলেন, ‘ময়মনসিংহ থেকে চট্টগ্রামে মাসে একবার হলেও ব্যবসায়িক কাজে যেতে হয়। ট্রেনে নতুন সংযোগের কথা ভেবেই ভালো লাগছে। আগে এসি ছিল না। এখন এসিও যোগ হয়েছে। এই রুটে ট্রেনের সেবার মান বৃদ্ধির করায় সরকারকে ধন্যবাদ জানাই।’
আরেক যাত্রী মনোয়ারা বেগম বলেন, ‘দীর্ঘযাত্রার ট্রেনে নতুন সংযোজনে আপ্লুত আমি। প্রায় সময় পরিবার নিয়ে চট্টগ্রাম যেতে হয়। এখন মনে হচ্ছে স্বচ্ছন্দে যেতে পারব। ভাড়া একটু বেশি হলেও আমাদের কোনো সমস্যা নেই। তবে টিকিটটা যেন ঠিকমতো পাই, কর্তৃপক্ষ সেটা দেখলেই সন্তুষ্ট।’
ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। তবে ট্রেনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সাধারণ যাত্রীদের নিতে হবে। সবাই যেন ট্রেনের সুরক্ষা করি, এটাই প্রত্যাশা।’
আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত বগি যুক্ত হয়েছে বিজয় এক্সপ্রেসে। ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের ট্রেনটিতে যুক্ত হয়েছে নতুন ১৪টি বগি। এর মধ্যে পাঁচটি শীতাতপ নিয়ন্ত্রিত ও পাঁচটি শোভন চেয়ার বগি। এ রুটে আগে শীতাতপ নিয়ন্ত্রিত কোনো বগি ছিল না। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা।
গতকাল সোমবার থেকেই বিজয় এক্সপ্রেস ট্রেন নতুন সময়সূচি অনুযায়ী চলছে। দীর্ঘদিন ধরে পুরোনো বগি দিয়ে যাত্রীসেবা দিচ্ছিল ট্রেনটি। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনে সবুজ রেকের পরিবর্তে সাদা রেকে চলছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার পাঁচটি, নন-এসি চেয়ার পাঁচটি ও পাওয়ার কার একটি, ননএসি স্লিপার একটি ও পাওয়ার কার একটিসহ মোট ১৪টি কোচ থাকছে। নতুন সময়সূচি অনুযায়ী বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ৯টায় এবং ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। আর ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়বে রাত সাড়ে ৮টায়। চট্টগ্রাম পৌঁছাবে ভোর সাড়ে ৫টায়।
যাত্রী শফিক আব্দুল্লাহ বলেন, ‘ময়মনসিংহ থেকে চট্টগ্রামে মাসে একবার হলেও ব্যবসায়িক কাজে যেতে হয়। ট্রেনে নতুন সংযোগের কথা ভেবেই ভালো লাগছে। আগে এসি ছিল না। এখন এসিও যোগ হয়েছে। এই রুটে ট্রেনের সেবার মান বৃদ্ধির করায় সরকারকে ধন্যবাদ জানাই।’
আরেক যাত্রী মনোয়ারা বেগম বলেন, ‘দীর্ঘযাত্রার ট্রেনে নতুন সংযোজনে আপ্লুত আমি। প্রায় সময় পরিবার নিয়ে চট্টগ্রাম যেতে হয়। এখন মনে হচ্ছে স্বচ্ছন্দে যেতে পারব। ভাড়া একটু বেশি হলেও আমাদের কোনো সমস্যা নেই। তবে টিকিটটা যেন ঠিকমতো পাই, কর্তৃপক্ষ সেটা দেখলেই সন্তুষ্ট।’
ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। তবে ট্রেনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব সাধারণ যাত্রীদের নিতে হবে। সবাই যেন ট্রেনের সুরক্ষা করি, এটাই প্রত্যাশা।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে