আজকের পত্রিকা ডেস্ক
টাঙ্গাইলে গতকাল রোববার থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। সদরসহ সবকটি উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের পরীক্ষা। তবে মির্জাপুরে ৩৯ জন এবং বাসাইলে ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে। জেলায় মোট ৫৫ হাজার ৬২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম জানান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: টাঙ্গাইল সদরে পরীক্ষা শুরুর পর জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি পৌরসভার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাকেন্দ্রে আসেন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করি শেষ পর্যন্ত নিয়ম মেনেই পরীক্ষা সমাপ্ত করা হবে।
মির্জাপুর: মির্জাপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় এসএসসি, দাখিল, ভোকেশনাল বিভাগের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫৭৬ জন। এর মধ্যে প্রথম দিন বিজ্ঞান, দাখিল ও ভোকেশনাল বিভাগের ৩ হাজার ২৪২ জনের মধ্য থেকে ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। উপজেলার মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা শুরু হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) প্রতিটি কেন্দ্র পরিদর্শন শেষে জানান, ‘শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে হবে।’
বাসাইল: বাসাইলে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ৯৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের ৬২৪ জনের মধ্যে ৬১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাকি সাতজন শিক্ষার্থী অনুপস্থিত। ভোকেশনালে ৭৭ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন পরীক্ষায় অংশ নেয়।
এ ছাড়া উপজেলার ১১টি মাদ্রাসা থেকে ২৯৭ জনের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ২৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ বিভাগে ১৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলে গতকাল রোববার থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। সদরসহ সবকটি উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের পরীক্ষা। তবে মির্জাপুরে ৩৯ জন এবং বাসাইলে ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে। জেলায় মোট ৫৫ হাজার ৬২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম জানান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
টাঙ্গাইল: টাঙ্গাইল সদরে পরীক্ষা শুরুর পর জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি পৌরসভার কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাকেন্দ্রে আসেন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করি শেষ পর্যন্ত নিয়ম মেনেই পরীক্ষা সমাপ্ত করা হবে।
মির্জাপুর: মির্জাপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় এসএসসি, দাখিল, ভোকেশনাল বিভাগের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৫৭৬ জন। এর মধ্যে প্রথম দিন বিজ্ঞান, দাখিল ও ভোকেশনাল বিভাগের ৩ হাজার ২৪২ জনের মধ্য থেকে ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। উপজেলার মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা শুরু হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) প্রতিটি কেন্দ্র পরিদর্শন শেষে জানান, ‘শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করছি পরবর্তী পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে হবে।’
বাসাইল: বাসাইলে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় ৯৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের ৬২৪ জনের মধ্যে ৬১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাকি সাতজন শিক্ষার্থী অনুপস্থিত। ভোকেশনালে ৭৭ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন পরীক্ষায় অংশ নেয়।
এ ছাড়া উপজেলার ১১টি মাদ্রাসা থেকে ২৯৭ জনের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ২৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ বিভাগে ১৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে