সম্পাদকীয়
ভোলফগাং আমেডিউস মোজার্ট তাঁর নাম। কিন্তু এত বড় নামে কেউই তাঁকে চেনে না। তিনি সবার কাছে মোজার্ট নামে পরিচিত। কেউ কেউ মোৎসার্টও বলে থাকেন। তাঁর বাবা নিজেও বেহালা বাজাতে ভালো বাসতেন। কাজ করতেন তিনি আর্চবিশপের সভায়। সংগীতের প্রতি বাবার এই ভালোবাসা ছোট্ট ছেলেটাকেও সংগীতের প্রতি আকৃষ্ট করে। চার বছর বয়স থেকেই মোজার্ট কি-বোর্ড আর বেহালায় হাত পাকিয়েছিলেন।
ছয় বছর যখন বয়স, তখন সপরিবারে মোজার্ট বেরিয়েছিলেন ইউরোপের বিভিন্ন শহরে সংগীত ভ্রমণে। মজার ব্যাপার হলো, এই সফরে এত অর্থ আয় করা হয়েছিল, যা আর্চবিশপের সভায় মোজার্টের বাবা এত দিন কাজ করেও করতে পারেননি।
চার বছর বয়সেই মোজার্ট নোটেশন লিখতে শুরু করেন। বাবার কাছে তা খুব জটিল বলে মনে হয়েছিল। বাবা সেই নোটেশন দেখে বলেছিলেন, ‘খুব বড় সংগীতজ্ঞও এই জটিল নোটেশন অনুযায়ী সংগীত তৈরি করতে পারবে না। উত্তরে ছোট্ট মোজার্ট বলেছিল, ‘এই নোটেশন দেখে একটা বাচ্চাও সেটা বাজাতে পারবে, আমি নিজেই পারব।’
১৭ বছর বয়সে মোজার্ট যখন ফ্রাঙ্কফুর্টে কনসার্ট করতে গেছেন, তখন সবাই তন্ময় হয়ে তাঁর সৃষ্টি উপভোগ করছিলেন। কনসার্ট শেষে মোজার্টের দিকে এগিয়ে এল ১৪ বছর বয়সী এক বালক। এসে বলল, ‘আপনার কাজটা খুব কঠিন, তাই না?’
মোজার্ট বললেন, ‘একেবারেই না। আমার কাছে কাজটা খুব সহজ বলে মনে হয়।’
ছেলেটি বলল, ‘যদি আমাকে জিজ্ঞেস করা হয় সবচেয়ে সহজ কাজ কোনটা, তাহলে আমি বলব, অবশ্যই কবিতা লেখা। শব্দগুলো নিজের মতো করেই চলে আসে লেখার খাতায়।’
১৭ বছর বয়সী মোজার্টের কাছে ১৪ বছর বয়সী যে ছেলেটি এসেছিল, সে কে জানেন? জার্মান সাহিত্যে ছেলেটি নাম করেছিল এবং একসময় সে হয়ে উঠেছিল জার্মান সাহিত্যের সেরা মানুষ—গ্যেটে।
সূত্র: ই-ফাক্ত ডট রু
ভোলফগাং আমেডিউস মোজার্ট তাঁর নাম। কিন্তু এত বড় নামে কেউই তাঁকে চেনে না। তিনি সবার কাছে মোজার্ট নামে পরিচিত। কেউ কেউ মোৎসার্টও বলে থাকেন। তাঁর বাবা নিজেও বেহালা বাজাতে ভালো বাসতেন। কাজ করতেন তিনি আর্চবিশপের সভায়। সংগীতের প্রতি বাবার এই ভালোবাসা ছোট্ট ছেলেটাকেও সংগীতের প্রতি আকৃষ্ট করে। চার বছর বয়স থেকেই মোজার্ট কি-বোর্ড আর বেহালায় হাত পাকিয়েছিলেন।
ছয় বছর যখন বয়স, তখন সপরিবারে মোজার্ট বেরিয়েছিলেন ইউরোপের বিভিন্ন শহরে সংগীত ভ্রমণে। মজার ব্যাপার হলো, এই সফরে এত অর্থ আয় করা হয়েছিল, যা আর্চবিশপের সভায় মোজার্টের বাবা এত দিন কাজ করেও করতে পারেননি।
চার বছর বয়সেই মোজার্ট নোটেশন লিখতে শুরু করেন। বাবার কাছে তা খুব জটিল বলে মনে হয়েছিল। বাবা সেই নোটেশন দেখে বলেছিলেন, ‘খুব বড় সংগীতজ্ঞও এই জটিল নোটেশন অনুযায়ী সংগীত তৈরি করতে পারবে না। উত্তরে ছোট্ট মোজার্ট বলেছিল, ‘এই নোটেশন দেখে একটা বাচ্চাও সেটা বাজাতে পারবে, আমি নিজেই পারব।’
১৭ বছর বয়সে মোজার্ট যখন ফ্রাঙ্কফুর্টে কনসার্ট করতে গেছেন, তখন সবাই তন্ময় হয়ে তাঁর সৃষ্টি উপভোগ করছিলেন। কনসার্ট শেষে মোজার্টের দিকে এগিয়ে এল ১৪ বছর বয়সী এক বালক। এসে বলল, ‘আপনার কাজটা খুব কঠিন, তাই না?’
মোজার্ট বললেন, ‘একেবারেই না। আমার কাছে কাজটা খুব সহজ বলে মনে হয়।’
ছেলেটি বলল, ‘যদি আমাকে জিজ্ঞেস করা হয় সবচেয়ে সহজ কাজ কোনটা, তাহলে আমি বলব, অবশ্যই কবিতা লেখা। শব্দগুলো নিজের মতো করেই চলে আসে লেখার খাতায়।’
১৭ বছর বয়সী মোজার্টের কাছে ১৪ বছর বয়সী যে ছেলেটি এসেছিল, সে কে জানেন? জার্মান সাহিত্যে ছেলেটি নাম করেছিল এবং একসময় সে হয়ে উঠেছিল জার্মান সাহিত্যের সেরা মানুষ—গ্যেটে।
সূত্র: ই-ফাক্ত ডট রু
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে