বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছেলেটির নাম কামরুল। জীবিকার টানে ২১ বছর বয়সে সে যায় মধ্যপ্রাচ্যে। উদয়াস্ত পরিশ্রম করে পরিবারের জন্য টাকা পাঠায়। বোনের বিয়ে দেয়। ভালোই চলছিল দিনগুলো। তারপর এক দুপুরে আসে ভয়ানক দুঃসংবাদ। খনি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কামরুলের। শোকে কামরুলের শয্যাশায়ী বাবাও শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাবার রেখে যাওয়া সম্পত্তি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় ভাইবোনেরা। কয়েক মাস পরে জানা যায়, কামরুল বেঁচে আছে। দেশেও ফিরে আসে সে। আবারও সুখ ফেরে সংসারে।
তবে কামরুলের প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ার উপক্রম হলে তৈরি হয় জটিলতা। কামরুল নিজের ব্যবসা শুরুর জন্য ভাইদের কাছে পৈতৃক সম্পত্তির ভাগ চায়। তখন বেঁকে বসে ভাইয়েরা। কপর্দকশূন্য হয়ে অসহায় কামরুল ঘুরতে থাকে দ্বারে দ্বারে। এমন ঘটনা নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘আপনজন’। বানিয়েছেন মুরসালিন শুভ। এবার ঈদে প্রচারিত হাতে গোনা যে কটি নাটক আলোচিত হয়েছে, ‘আপনজন’ তার মধ্যে অন্যতম। কামরুল চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব।
অপূর্বকে দর্শক চেনেন মূলত রোমান্টিক হিরো হিসেবে। বছরজুড়ে প্রধানত শহুরে গল্পেই তাঁর দেখা মেলে। গত কয়েক বছরে কমেডি ঘরানার গল্প নিয়েও এক্সপেরিমেন্ট করছেন। ইউটিউবে তাঁর এসব নাটকের দর্শক অনেক। তবে অপূর্ব যখনই তাঁর চেনা ঘরানা পেরিয়ে পা রেখেছেন মধ্যবিত্তের গল্পে, পেয়েছেন অভাবনীয় সাফল্য। সেটা ‘বড় ছেলে’র বেলায় যেমন সত্যি, একইভাবে প্রাসঙ্গিক ‘একটি নির্জন দুপুর চাই’-এর ক্ষেত্রেও। এসব নাটকে মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি তিনি। বেকার যুবক, প্রবাসী শ্রমিক কিংবা গ্রামের সাধারণ যুবক—এমন চরিত্রগুলোতে দর্শকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন অপূর্ব।
একইভাবে এবার ঈদের ‘নায়ক’ নাটকটির কথাও বলা যেতে পারে। এ নাটকে মফস্বলের এক হাসপাতালের ডাক্তার তিনি। মাসদুয়েক হলো এ এলাকায় এসেছেন। এরই মধ্য নিজের সেবা আর আন্তরিকতা দিয়ে জয় করেছেন মানুষের মন। এলাকাবাসী তাই তাঁকে মনে করে সত্যিকারের নায়ক। এ নাটকটিও ঈদের অন্যতম আলোচিত কাজ।
অপূর্ব বলছেন, ‘আমি সব সময় চেষ্টা করি কীভাবে আরেকটু ভালো করা যায়। ভিন্ন ধরনের গল্প খুঁজি। যে গল্পগুলো বাস্তবতার কাছাকাছি, সাধারণ মানুষের কথা বলে। ‘‘আপনজন’’ কিংবা ‘‘নায়ক’’ মানুষের ভালো লেগেছে, কারণ তাঁরা এসব গল্পে নিজেদের খুঁজে পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কাজে যুক্ত থাকার চেষ্টা থাকবে আমার।’
ছেলেটির নাম কামরুল। জীবিকার টানে ২১ বছর বয়সে সে যায় মধ্যপ্রাচ্যে। উদয়াস্ত পরিশ্রম করে পরিবারের জন্য টাকা পাঠায়। বোনের বিয়ে দেয়। ভালোই চলছিল দিনগুলো। তারপর এক দুপুরে আসে ভয়ানক দুঃসংবাদ। খনি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কামরুলের। শোকে কামরুলের শয্যাশায়ী বাবাও শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাবার রেখে যাওয়া সম্পত্তি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় ভাইবোনেরা। কয়েক মাস পরে জানা যায়, কামরুল বেঁচে আছে। দেশেও ফিরে আসে সে। আবারও সুখ ফেরে সংসারে।
তবে কামরুলের প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ার উপক্রম হলে তৈরি হয় জটিলতা। কামরুল নিজের ব্যবসা শুরুর জন্য ভাইদের কাছে পৈতৃক সম্পত্তির ভাগ চায়। তখন বেঁকে বসে ভাইয়েরা। কপর্দকশূন্য হয়ে অসহায় কামরুল ঘুরতে থাকে দ্বারে দ্বারে। এমন ঘটনা নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘আপনজন’। বানিয়েছেন মুরসালিন শুভ। এবার ঈদে প্রচারিত হাতে গোনা যে কটি নাটক আলোচিত হয়েছে, ‘আপনজন’ তার মধ্যে অন্যতম। কামরুল চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব।
অপূর্বকে দর্শক চেনেন মূলত রোমান্টিক হিরো হিসেবে। বছরজুড়ে প্রধানত শহুরে গল্পেই তাঁর দেখা মেলে। গত কয়েক বছরে কমেডি ঘরানার গল্প নিয়েও এক্সপেরিমেন্ট করছেন। ইউটিউবে তাঁর এসব নাটকের দর্শক অনেক। তবে অপূর্ব যখনই তাঁর চেনা ঘরানা পেরিয়ে পা রেখেছেন মধ্যবিত্তের গল্পে, পেয়েছেন অভাবনীয় সাফল্য। সেটা ‘বড় ছেলে’র বেলায় যেমন সত্যি, একইভাবে প্রাসঙ্গিক ‘একটি নির্জন দুপুর চাই’-এর ক্ষেত্রেও। এসব নাটকে মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি তিনি। বেকার যুবক, প্রবাসী শ্রমিক কিংবা গ্রামের সাধারণ যুবক—এমন চরিত্রগুলোতে দর্শকদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন অপূর্ব।
একইভাবে এবার ঈদের ‘নায়ক’ নাটকটির কথাও বলা যেতে পারে। এ নাটকে মফস্বলের এক হাসপাতালের ডাক্তার তিনি। মাসদুয়েক হলো এ এলাকায় এসেছেন। এরই মধ্য নিজের সেবা আর আন্তরিকতা দিয়ে জয় করেছেন মানুষের মন। এলাকাবাসী তাই তাঁকে মনে করে সত্যিকারের নায়ক। এ নাটকটিও ঈদের অন্যতম আলোচিত কাজ।
অপূর্ব বলছেন, ‘আমি সব সময় চেষ্টা করি কীভাবে আরেকটু ভালো করা যায়। ভিন্ন ধরনের গল্প খুঁজি। যে গল্পগুলো বাস্তবতার কাছাকাছি, সাধারণ মানুষের কথা বলে। ‘‘আপনজন’’ কিংবা ‘‘নায়ক’’ মানুষের ভালো লেগেছে, কারণ তাঁরা এসব গল্পে নিজেদের খুঁজে পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কাজে যুক্ত থাকার চেষ্টা থাকবে আমার।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে