বরগুনা প্রতিনিধি
২১ ডিসেম্বর বরগুনা জেলা যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে আওয়ামী যুবলীগ। সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভাগের দায়িত্বপ্রাপ্ত একাধিক সাংগঠনিক সম্পাদক প্রস্তুতি পর্যবেক্ষণে বরগুনা সফর করছেন। প্রস্তুতি বৈঠকও করেছে জেলা যুবলীগ।
জেলা আওয়ামী যুবলীগ সূত্রে জানা যায়, ২০০৫ সালে সবশেষ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অ্যাডভোকেট কামরুল আসহান মহারাজকে সভাপতি ও সাহাবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটি দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালন করে। ১৭ বছর আবার সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে ২৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহ সময়সীমা নির্ধারণ করে বরগুনা জেলা যুবলীগের পদপ্রত্যাশীদের কেন্দ্রীয় দপ্তর থেকে জীবনবৃত্তান্ত চাওয়া হয়। চার দিনে বরগুনা জেলা যুবলীগের পদপ্রত্যাশী ২৪০ জন জীবনবৃত্তান্ত কেন্দ্রে জমা দেন।
জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, এবার কমিটির শীর্ষ দুই পদপ্রত্যাশীদের অনেকেই সাবেক ছাত্রলীগ নেতা। তাঁদের মধ্যে সভাপতি পদপ্রত্যাশী বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সহসভাপতি রেজাউল করিম এ্যাটম ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
জেলা আওয়ামী যুবলীগের বর্তমান সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, ‘আমি চাই এই সংগঠনে যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁরাও সংগঠনকে ভালোবেসে সুনাম অক্ষুণ্ন রেখে দেশ-জাতির স্বার্থে রাজনীতি করবেন।’
যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম বলেন, ‘যোগ্যতার ভিত্তিতেই নেতা নির্বাচিত করা হবে। ত্যাগী, যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন নেতৃত্বই আমাদের কাছে প্রাধান্য পাবে।’
২১ ডিসেম্বর বরগুনা জেলা যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে আওয়ামী যুবলীগ। সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভাগের দায়িত্বপ্রাপ্ত একাধিক সাংগঠনিক সম্পাদক প্রস্তুতি পর্যবেক্ষণে বরগুনা সফর করছেন। প্রস্তুতি বৈঠকও করেছে জেলা যুবলীগ।
জেলা আওয়ামী যুবলীগ সূত্রে জানা যায়, ২০০৫ সালে সবশেষ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অ্যাডভোকেট কামরুল আসহান মহারাজকে সভাপতি ও সাহাবুদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটি দীর্ঘ ১৭ বছর দায়িত্ব পালন করে। ১৭ বছর আবার সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে ২৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহ সময়সীমা নির্ধারণ করে বরগুনা জেলা যুবলীগের পদপ্রত্যাশীদের কেন্দ্রীয় দপ্তর থেকে জীবনবৃত্তান্ত চাওয়া হয়। চার দিনে বরগুনা জেলা যুবলীগের পদপ্রত্যাশী ২৪০ জন জীবনবৃত্তান্ত কেন্দ্রে জমা দেন।
জেলা যুবলীগ সূত্রে জানা গেছে, এবার কমিটির শীর্ষ দুই পদপ্রত্যাশীদের অনেকেই সাবেক ছাত্রলীগ নেতা। তাঁদের মধ্যে সভাপতি পদপ্রত্যাশী বর্তমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সহসভাপতি রেজাউল করিম এ্যাটম ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
জেলা আওয়ামী যুবলীগের বর্তমান সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, ‘আমি চাই এই সংগঠনে যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁরাও সংগঠনকে ভালোবেসে সুনাম অক্ষুণ্ন রেখে দেশ-জাতির স্বার্থে রাজনীতি করবেন।’
যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম বলেন, ‘যোগ্যতার ভিত্তিতেই নেতা নির্বাচিত করা হবে। ত্যাগী, যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন নেতৃত্বই আমাদের কাছে প্রাধান্য পাবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১২ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৫ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে