সম্পাদকীয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান কিন্তু আর একটু হলেই সেনাবাহিনীতে যোগ দিতেন। কীভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এলেন, সে ঘটনা বলি।
পড়তেন তিনি ময়মনসিংহ ক্যাডেট কলেজে। বন্ধুর বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে বন্ধুসমেত একবার এসেছিলেন তৎকালীন জিন্নাহ হলে, এখন যা সূর্য সেন হল। সে সময় সিনিয়ররা থাকতেন একদিকে, অন্যদিকে ছোটরা। ছোটরা কখনো বড়দের দিকে যাওয়ার সাহসও করতেন না।
মাধ্যমিকে সেরা ১০ জনের একজন ছিলেন তিনি। বিজ্ঞান বিভাগে। সে সময় আরেকবার এলেন ঢাকায়। এবার এলেন এক বন্ধুর সঙ্গে, যার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের চেয়ারম্যান। সেই বাড়ির এক বড় বোন আতিউরকে জিজ্ঞেস করলেন, ‘এসএসসিতে তোমার ভালো রেজাল্ট। এইচএসসিতেও ভালো করবে। পাস করে কী পড়তে চাও?’
আতিউর বললেন, ‘ক্যাডেট কলেজের অনেকেই সামরিক বাহিনীতে যাবে। আমিও হয়তো যাব।’
সেই বড় বোন (যাঁর নাম ছিল জুলফিয়া) বললেন, ‘যদি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তাহলে অর্থনীতি নিয়ে পোড়ো।’ এরপর জানালেন, তিনি অর্থনীতিতে পড়া শুরু করেছিলেন। বিয়ে হয়ে যাওয়ায় পড়া চালিয়ে যেতে পারেননি। তাঁর এক বছরের নোট ও অর্থনীতির ওপর কিছু বই দিলেন। সেখানে অঙ্ক আছে দেখে আতিউর রহমানের ভালো লাগল।
এইচএসসিতেও বিজ্ঞান বিভাগ থেকে প্রথম ১০ জনের মধ্যে একজন ছিলেন তিনি। প্রথমে চেষ্টা করলেন সেনাবাহিনীতে। আইএসএসবিও পাস করলেন। সমস্যা করল চোখের দৃষ্টি। দৃষ্টি ক্ষীণ বলে সেখানে ভর্তি হতে পারলেন না। এরপর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলেন। কিন্তু সেখানেও বাদ সাধল চোখ। তখন তিনি জুলফিয়া আপার পরামর্শের কথা মনে করে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হওয়ার জন্য।
মৌখিক পরীক্ষায় শিক্ষকেরা জিজ্ঞেস করলেন, ‘ফিজিকস বা কেমিস্ট্রিতে ভর্তি না হয়ে অর্থনীতিতে ভর্তি হতে চাইছ কেন?’
আতিউর বললেন, ‘আমি খুব বড় অর্থনীতিবিদ হতে চাই।’
শিক্ষকেরা তাঁকে ভর্তি করে নিলেন এই বিভাগে।
সূত্র: আতিউর রহমান, সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়, পৃষ্ঠা ৩৩৩-৩৩৪
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান কিন্তু আর একটু হলেই সেনাবাহিনীতে যোগ দিতেন। কীভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এলেন, সে ঘটনা বলি।
পড়তেন তিনি ময়মনসিংহ ক্যাডেট কলেজে। বন্ধুর বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে বন্ধুসমেত একবার এসেছিলেন তৎকালীন জিন্নাহ হলে, এখন যা সূর্য সেন হল। সে সময় সিনিয়ররা থাকতেন একদিকে, অন্যদিকে ছোটরা। ছোটরা কখনো বড়দের দিকে যাওয়ার সাহসও করতেন না।
মাধ্যমিকে সেরা ১০ জনের একজন ছিলেন তিনি। বিজ্ঞান বিভাগে। সে সময় আরেকবার এলেন ঢাকায়। এবার এলেন এক বন্ধুর সঙ্গে, যার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের চেয়ারম্যান। সেই বাড়ির এক বড় বোন আতিউরকে জিজ্ঞেস করলেন, ‘এসএসসিতে তোমার ভালো রেজাল্ট। এইচএসসিতেও ভালো করবে। পাস করে কী পড়তে চাও?’
আতিউর বললেন, ‘ক্যাডেট কলেজের অনেকেই সামরিক বাহিনীতে যাবে। আমিও হয়তো যাব।’
সেই বড় বোন (যাঁর নাম ছিল জুলফিয়া) বললেন, ‘যদি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তাহলে অর্থনীতি নিয়ে পোড়ো।’ এরপর জানালেন, তিনি অর্থনীতিতে পড়া শুরু করেছিলেন। বিয়ে হয়ে যাওয়ায় পড়া চালিয়ে যেতে পারেননি। তাঁর এক বছরের নোট ও অর্থনীতির ওপর কিছু বই দিলেন। সেখানে অঙ্ক আছে দেখে আতিউর রহমানের ভালো লাগল।
এইচএসসিতেও বিজ্ঞান বিভাগ থেকে প্রথম ১০ জনের মধ্যে একজন ছিলেন তিনি। প্রথমে চেষ্টা করলেন সেনাবাহিনীতে। আইএসএসবিও পাস করলেন। সমস্যা করল চোখের দৃষ্টি। দৃষ্টি ক্ষীণ বলে সেখানে ভর্তি হতে পারলেন না। এরপর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলেন। কিন্তু সেখানেও বাদ সাধল চোখ। তখন তিনি জুলফিয়া আপার পরামর্শের কথা মনে করে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হওয়ার জন্য।
মৌখিক পরীক্ষায় শিক্ষকেরা জিজ্ঞেস করলেন, ‘ফিজিকস বা কেমিস্ট্রিতে ভর্তি না হয়ে অর্থনীতিতে ভর্তি হতে চাইছ কেন?’
আতিউর বললেন, ‘আমি খুব বড় অর্থনীতিবিদ হতে চাই।’
শিক্ষকেরা তাঁকে ভর্তি করে নিলেন এই বিভাগে।
সূত্র: আতিউর রহমান, সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়, পৃষ্ঠা ৩৩৩-৩৩৪
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে