কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আর বাকি মাত্র দুই দিন। নির্বাচনকে ঘিরে সাত ইউপির ভোটারদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। শেষ সময়ে এসে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে ভোটকেন্দ্রের সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন।
উপজেলার ৭ ইউপির মধ্যে ৬৪টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতিমধ্যে ভোটকেন্দ্রের তালিকা ও ভোটকক্ষ নির্ধারণ করে তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। সাত ইউপিতে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক মনিটরিং করছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ ইউপিতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিন দায়িত্ব পালন করছেন। ৭ ইউপির মধ্যে ২ ও ৩ নম্বর ইউপিতে দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস, ৫ ও ৬ নম্বর ইউপিতে দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য এবং ৭, ৯ ও ১০ নম্বর ইউপিতে দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। তাঁরা প্রতিদিন বিজিবির টহল টিমের সঙ্গে নিজ নিজ দায়িত্বরত ইউনিয়নগুলোতে কাজ করছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘনের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে হাজির হচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ছাড়া নির্বাচনের দিন শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবেন বলে জানায় উপজেলা প্রশাসন।
অনুষ্ঠেয় নির্বাচনে ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৫৫২। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৩৫৬ জন এবং মহিলা ভোটার ৭০ হাজার ১৯৬ জন।
উপজেলা নির্বাচন কমিশনার জাসিদুল ইসলাম জানান, নির্বাচনের জন্য সব প্রস্তুতিতে নিরলস কাজ করতে হচ্ছে। সব কাজ প্রায় শেষ।
আইনশৃঙ্খলা রক্ষায় কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী কসবায় ইউপি নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র এবং সব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। কঠোর ও নিখুঁতভাবে সবকিছু নিরীক্ষণ করা হচ্ছে। অনিয়মের কোনো সুযোগ নেই এখানে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আজকের পত্রিকাকে বলেন, ৩১ জানুয়ারি উপজেলার ৭টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবকিছু মনিটরিং করা হচ্ছে। নিয়মের ব্যত্যয় ঘটানোর কারও কোনো সুযোগ নেই। শতভাগ আশাবাদী ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোট দিতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আর বাকি মাত্র দুই দিন। নির্বাচনকে ঘিরে সাত ইউপির ভোটারদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। শেষ সময়ে এসে প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে ভোটকেন্দ্রের সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন।
উপজেলার ৭ ইউপির মধ্যে ৬৪টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতিমধ্যে ভোটকেন্দ্রের তালিকা ও ভোটকক্ষ নির্ধারণ করে তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশন। সাত ইউপিতে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক মনিটরিং করছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ ইউপিতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিন দায়িত্ব পালন করছেন। ৭ ইউপির মধ্যে ২ ও ৩ নম্বর ইউপিতে দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস, ৫ ও ৬ নম্বর ইউপিতে দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য এবং ৭, ৯ ও ১০ নম্বর ইউপিতে দায়িত্বে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। তাঁরা প্রতিদিন বিজিবির টহল টিমের সঙ্গে নিজ নিজ দায়িত্বরত ইউনিয়নগুলোতে কাজ করছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম। কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘনের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে হাজির হচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ ছাড়া নির্বাচনের দিন শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবেন বলে জানায় উপজেলা প্রশাসন।
অনুষ্ঠেয় নির্বাচনে ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৫৫২। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৩৫৬ জন এবং মহিলা ভোটার ৭০ হাজার ১৯৬ জন।
উপজেলা নির্বাচন কমিশনার জাসিদুল ইসলাম জানান, নির্বাচনের জন্য সব প্রস্তুতিতে নিরলস কাজ করতে হচ্ছে। সব কাজ প্রায় শেষ।
আইনশৃঙ্খলা রক্ষায় কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী কসবায় ইউপি নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্র এবং সব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। কঠোর ও নিখুঁতভাবে সবকিছু নিরীক্ষণ করা হচ্ছে। অনিয়মের কোনো সুযোগ নেই এখানে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আজকের পত্রিকাকে বলেন, ৩১ জানুয়ারি উপজেলার ৭টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সবকিছু মনিটরিং করা হচ্ছে। নিয়মের ব্যত্যয় ঘটানোর কারও কোনো সুযোগ নেই। শতভাগ আশাবাদী ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ভোট দিতে পারবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে