শিপুল ইসলাম, তারাগঞ্জ
তারাগঞ্জে বুড়িরহাট-চিলাপাক বাজার সড়কের কালভার্টের প্রতিরক্ষা দেয়াল ভেঙে দুর্ভোগে পড়েছে পাঁচ গ্রামের সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ কালভার্টে গাড়ি না ওঠায় কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারছেন না।
তিন কিলোমিটার দীর্ঘ বুড়িরহাট-চিলাপাক সড়কটি সয়ার ইউনিয়নকে তারাগঞ্জ সদরের সঙ্গে যুক্ত করেছে। সড়কের দোলাপাড়া মাঠে নির্মিত কালভার্টটির দুদিকের প্রতিরক্ষা দেয়াল গত বছরের আগস্ট মাসের বন্যায় ভেঙে যায়। ফাটল দেখা দেয় অন্যান্য স্থানে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে সয়ার ইউনিয়নের দক্ষিণ অংশের পাঁচটি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তার দোলাপাড়ার মাঠে ২০ বছর আগে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে এলজিইডি একটি কালভার্ট নির্মাণ করে।
এখন কালভার্টটি সংস্কার না করায় দোলাপাড়া, বড় দোলাপাড়া, চিলাপাক, নদীরপাড় ও বৈদ্যনাথপুর গ্রামের ৫ হাজারের বেশি মানুষকে আর্থিক ক্ষতির পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ট্রাক, মাইক্রোবাস ও রিকশা-ভ্যান অতিরিক্ত দুই কিলোমিটার বেশি পথ ঘুরে চলাচল করছে।
দোলাপাড়া গ্রামের মুরাদ হোসেন বলেন, ‘এক বছর থাকি কালভার্টখান এটে ভাঙি পড়ি আছে। তাও একনা কায়ও ঠিক করোছে না। ভাঙা কালভার্ট দিয়া গাড়ি চলোছে না। এতে হামরা ফসল দুই কিলোমিটার রাস্তা বেশি ঘুরি হাট বাজার ধরি যাওছি। হামার খরচ বাড়োছে।’
কথা হয় চিলাপাক গ্রামের বাবুল হোসেনের সঙ্গে। তিনি ভাঙা কালভার্টটি দেখিয়ে বলেন, ‘এই রাস্তাটা দিয়া তারাগঞ্জ শহর যাইতে সময় কম লাগে। কিন্তুক পুলখান ভাঙা। এখানোত উঠতেও ভয় নাগে। কখন ভাঙি পড়ে। চেয়ারম্যান মেম্বারোক কছি তাও ঠিক করোছে না। এইবার ভোট বিলি জোন আইসে। তারপরে হইবে কথা।’
ভাঙা কালভার্টের ছবি তোলা দেখে এগিয়ে আসেন বড় দোলাপাড়া গ্রামের মিজানুর রহমান। তিনি জানান, এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি তাঁকেই ভোট দেবেন যিনি এই কালভার্ট ঠিক করে দেবেন।
এ বিষয়ে সয়ার ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন আজম বলেন, ‘এই কালভার্ট পেরিয়ে পাঁচটি গ্রামের ৫ হাজার মানুষ মোটরসাইকেল, ভ্যান, ভটভটি, ট্রলি ও মাইক্রোবাস নিয়ে চলাচল করেন। এটি ভাঙা থাকার বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
উপজেলা প্রকৌশলী হায়দার জামান বলেন, ‘বিষয়টি জানা আছে। বরাদ্দ পেলে ওই স্থানে নতুন কালভার্ট তৈরি করে দেওয়া হবে।’
তারাগঞ্জে বুড়িরহাট-চিলাপাক বাজার সড়কের কালভার্টের প্রতিরক্ষা দেয়াল ভেঙে দুর্ভোগে পড়েছে পাঁচ গ্রামের সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ কালভার্টে গাড়ি না ওঠায় কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারছেন না।
তিন কিলোমিটার দীর্ঘ বুড়িরহাট-চিলাপাক সড়কটি সয়ার ইউনিয়নকে তারাগঞ্জ সদরের সঙ্গে যুক্ত করেছে। সড়কের দোলাপাড়া মাঠে নির্মিত কালভার্টটির দুদিকের প্রতিরক্ষা দেয়াল গত বছরের আগস্ট মাসের বন্যায় ভেঙে যায়। ফাটল দেখা দেয় অন্যান্য স্থানে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে সয়ার ইউনিয়নের দক্ষিণ অংশের পাঁচটি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তার দোলাপাড়ার মাঠে ২০ বছর আগে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে এলজিইডি একটি কালভার্ট নির্মাণ করে।
এখন কালভার্টটি সংস্কার না করায় দোলাপাড়া, বড় দোলাপাড়া, চিলাপাক, নদীরপাড় ও বৈদ্যনাথপুর গ্রামের ৫ হাজারের বেশি মানুষকে আর্থিক ক্ষতির পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ট্রাক, মাইক্রোবাস ও রিকশা-ভ্যান অতিরিক্ত দুই কিলোমিটার বেশি পথ ঘুরে চলাচল করছে।
দোলাপাড়া গ্রামের মুরাদ হোসেন বলেন, ‘এক বছর থাকি কালভার্টখান এটে ভাঙি পড়ি আছে। তাও একনা কায়ও ঠিক করোছে না। ভাঙা কালভার্ট দিয়া গাড়ি চলোছে না। এতে হামরা ফসল দুই কিলোমিটার রাস্তা বেশি ঘুরি হাট বাজার ধরি যাওছি। হামার খরচ বাড়োছে।’
কথা হয় চিলাপাক গ্রামের বাবুল হোসেনের সঙ্গে। তিনি ভাঙা কালভার্টটি দেখিয়ে বলেন, ‘এই রাস্তাটা দিয়া তারাগঞ্জ শহর যাইতে সময় কম লাগে। কিন্তুক পুলখান ভাঙা। এখানোত উঠতেও ভয় নাগে। কখন ভাঙি পড়ে। চেয়ারম্যান মেম্বারোক কছি তাও ঠিক করোছে না। এইবার ভোট বিলি জোন আইসে। তারপরে হইবে কথা।’
ভাঙা কালভার্টের ছবি তোলা দেখে এগিয়ে আসেন বড় দোলাপাড়া গ্রামের মিজানুর রহমান। তিনি জানান, এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি তাঁকেই ভোট দেবেন যিনি এই কালভার্ট ঠিক করে দেবেন।
এ বিষয়ে সয়ার ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন আজম বলেন, ‘এই কালভার্ট পেরিয়ে পাঁচটি গ্রামের ৫ হাজার মানুষ মোটরসাইকেল, ভ্যান, ভটভটি, ট্রলি ও মাইক্রোবাস নিয়ে চলাচল করেন। এটি ভাঙা থাকার বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
উপজেলা প্রকৌশলী হায়দার জামান বলেন, ‘বিষয়টি জানা আছে। বরাদ্দ পেলে ওই স্থানে নতুন কালভার্ট তৈরি করে দেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে