কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারানগিরি খালের ওপর একটি সেতুর অভাবে বছরের পর বছর শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নারানগিরিমুখ ১ নম্বর পাড়ার প্রায় ৮০০ পাহাড়ি বাঙালি জনগণ নারানগিরি খালের ওপর সাঁকোটি ব্যবহার করে নারানগিরি স্কুল, রাইখালী বাজার, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সদরে যাতায়াত করে।
এ ছাড়া জগনাছড়ি, মৈদং পাড়া, ক্যাজাইয়া পাড়া, ডলুছড়ি পাড়ার লোকজনও সাঁকোটি ব্যবহার করে নারানগিরি বৌদ্ধ বিহার, নারানগিরি স্কুল এবং রাইখালী বাজারে যাতায়াত করে।
স্থানীয় বাসিন্দা মো. রাশেদ, পলু মারমা, নান্টু দাশ, লোকমান, মানিকসহ অনেকে জানান, বাঁশের সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে অসংখ্য কোমলমতি স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ আশপাশে বসবাসরত শত শত এলাকাবাসী। বিশেষ করে গর্ভবতী মা-বোন এবং মুমূর্ষু রোগীরা এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানায়, প্রায় ২ বছর আগে বর্তমান পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর নারানগিরি বৌদ্ধ বিহার উদ্বোধনে এসে এই খালের ওপর সেতু নির্মাণের আশ্বাসের পরও তা বাস্তবায়ন হয়নি।
রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক বলেন, নারানগিরি খালের ওপর ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন শত শত স্কুলপড়ুয়া ছেলেমেয়েসহ গ্রামবাসী চলাচল করে।
বর্ষায় সাঁকোটি তিনি একাধিকবার মেরামত করে দিয়েছেন। এই খালের ওপর সেতু হলে এখানকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। এলজিইডি একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।
এলজিইডি কাপ্তাইয়ের সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘করোনার কারণে এত দিন এই সেতুর নির্মাণকাজ পিছিয়ে ছিল। তবে শিগগিরই আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব।’
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারানগিরি খালের ওপর একটি সেতুর অভাবে বছরের পর বছর শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নারানগিরিমুখ ১ নম্বর পাড়ার প্রায় ৮০০ পাহাড়ি বাঙালি জনগণ নারানগিরি খালের ওপর সাঁকোটি ব্যবহার করে নারানগিরি স্কুল, রাইখালী বাজার, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সদরে যাতায়াত করে।
এ ছাড়া জগনাছড়ি, মৈদং পাড়া, ক্যাজাইয়া পাড়া, ডলুছড়ি পাড়ার লোকজনও সাঁকোটি ব্যবহার করে নারানগিরি বৌদ্ধ বিহার, নারানগিরি স্কুল এবং রাইখালী বাজারে যাতায়াত করে।
স্থানীয় বাসিন্দা মো. রাশেদ, পলু মারমা, নান্টু দাশ, লোকমান, মানিকসহ অনেকে জানান, বাঁশের সাঁকোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে অসংখ্য কোমলমতি স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ আশপাশে বসবাসরত শত শত এলাকাবাসী। বিশেষ করে গর্ভবতী মা-বোন এবং মুমূর্ষু রোগীরা এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এলাকাবাসী জানায়, প্রায় ২ বছর আগে বর্তমান পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর নারানগিরি বৌদ্ধ বিহার উদ্বোধনে এসে এই খালের ওপর সেতু নির্মাণের আশ্বাসের পরও তা বাস্তবায়ন হয়নি।
রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক বলেন, নারানগিরি খালের ওপর ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন শত শত স্কুলপড়ুয়া ছেলেমেয়েসহ গ্রামবাসী চলাচল করে।
বর্ষায় সাঁকোটি তিনি একাধিকবার মেরামত করে দিয়েছেন। এই খালের ওপর সেতু হলে এখানকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। এলজিইডি একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।
এলজিইডি কাপ্তাইয়ের সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘করোনার কারণে এত দিন এই সেতুর নির্মাণকাজ পিছিয়ে ছিল। তবে শিগগিরই আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে