হিমেল চাকমা, রাঙামাটি
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে শণের ছাউনিতে সকাল থেকে বিকেল পর্যন্ত আখের রস বিক্রি করেন সন্ধ্যামনি চাকমা। পাশেই তাঁর আখের খেত। বেশি লাভ হওয়ায় মেশিনে আখ মাড়িয়ে রস বিক্রি করেন তিনি। এ কাজে তাঁকে সহায়তা করেন স্ত্রী।
দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন রাঙামাটির শুকরছড়ি খামারপাড়া এলাকায় থাকেন সন্ধ্যামনি চাকমা (৫৫)। এক সময় পাহাড়ের সমতল জমিতে করতেন ধানচাষ। কিন্তু ফলন ভালো না হওয়ায় ছিলেন হতাশ। রাঙামাটি ইক্ষু গবেষণা কেন্দ্রের সহায়তায় করেন আখ চাষ। তাতেই বদলে যায় সন্ধ্যামনি চাকমার ভাগ্য। বছরে আখ বিক্রি করে আয় করেন ৬০ হাজার টাকা। বর্তমানে বিক্রি করছেন আখের রস। তাতে আয় দিনে তিন হাজার টাকা। আখের চেয়ে রস বিক্রি করে লাভ প্রায় তিন গুণ। আখের রসে ভাগ্য বদলেছে সন্ধ্যামনি চাকমার।
সন্ধ্যামনি বলেন, ‘আগে প্রায় ৪০ শতক সমতল জমি ধান চাষ করতাম। কিন্তু ফলন ভালো হতো না। তখন আমার মধ্যে হতাশা কাজ করত। একদিন রাঙামাটি ইক্ষু গবেষণা কেন্দ্র থেকে এক ব্যক্তি আমাকে আখ চাষের পরামর্শ দেন। তাঁর পরামর্শে আমি আখ চাষ শুরু করি।’
তিনি প্রতি বছর আখ বিক্রি করে আয় করেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। পরে ইক্ষু গবেষণা কেন্দ্র তাঁকে আখ মাড়িয়ে রস বের করার মেশিন দেয়। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের শুকরছড়ি খামার পাড়া এলাকায় এখন নিয়মিত বিক্রি করেন আখের রস।
সন্ধ্যামনি বলেন, ‘সরাসরি আখ বিক্রি করলে যত টাকা পাওয়া যেত, রস বিক্রি করলে তার চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি টাকা পাচ্ছি। খেতের কোনো আখই নষ্ট হয় না। আঁকাবাঁকা আখ দিয়ে রস তৈরি করা যায়।’
ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ‘চলার পথে তাঁর আখের রস পান করি। বাসায়ও নিয়ে যাই।’
এদিকে সন্ধ্যামনির আখ রস বিক্রির জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট বাজার। এখানে বিকেলে পাহাড়ি ফল ও সবজি নিয়ে বসেন স্থানীয়রা।
জেলা ইক্ষু গবেষণা কর্মকর্তা ধনেশ্বর তঞ্চঙ্গ্যা বলেন, ‘পাহাড়ে অনেক এলাকা আখ চাষের উপযোগী। চাষের উপযোগী জমি নির্বাচন করে আমরা চাষিদের আখ চাষে উৎসাহ দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছি।’
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে শণের ছাউনিতে সকাল থেকে বিকেল পর্যন্ত আখের রস বিক্রি করেন সন্ধ্যামনি চাকমা। পাশেই তাঁর আখের খেত। বেশি লাভ হওয়ায় মেশিনে আখ মাড়িয়ে রস বিক্রি করেন তিনি। এ কাজে তাঁকে সহায়তা করেন স্ত্রী।
দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন রাঙামাটির শুকরছড়ি খামারপাড়া এলাকায় থাকেন সন্ধ্যামনি চাকমা (৫৫)। এক সময় পাহাড়ের সমতল জমিতে করতেন ধানচাষ। কিন্তু ফলন ভালো না হওয়ায় ছিলেন হতাশ। রাঙামাটি ইক্ষু গবেষণা কেন্দ্রের সহায়তায় করেন আখ চাষ। তাতেই বদলে যায় সন্ধ্যামনি চাকমার ভাগ্য। বছরে আখ বিক্রি করে আয় করেন ৬০ হাজার টাকা। বর্তমানে বিক্রি করছেন আখের রস। তাতে আয় দিনে তিন হাজার টাকা। আখের চেয়ে রস বিক্রি করে লাভ প্রায় তিন গুণ। আখের রসে ভাগ্য বদলেছে সন্ধ্যামনি চাকমার।
সন্ধ্যামনি বলেন, ‘আগে প্রায় ৪০ শতক সমতল জমি ধান চাষ করতাম। কিন্তু ফলন ভালো হতো না। তখন আমার মধ্যে হতাশা কাজ করত। একদিন রাঙামাটি ইক্ষু গবেষণা কেন্দ্র থেকে এক ব্যক্তি আমাকে আখ চাষের পরামর্শ দেন। তাঁর পরামর্শে আমি আখ চাষ শুরু করি।’
তিনি প্রতি বছর আখ বিক্রি করে আয় করেন ৫০ থেকে ৬০ হাজার টাকা। পরে ইক্ষু গবেষণা কেন্দ্র তাঁকে আখ মাড়িয়ে রস বের করার মেশিন দেয়। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের শুকরছড়ি খামার পাড়া এলাকায় এখন নিয়মিত বিক্রি করেন আখের রস।
সন্ধ্যামনি বলেন, ‘সরাসরি আখ বিক্রি করলে যত টাকা পাওয়া যেত, রস বিক্রি করলে তার চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি টাকা পাচ্ছি। খেতের কোনো আখই নষ্ট হয় না। আঁকাবাঁকা আখ দিয়ে রস তৈরি করা যায়।’
ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ‘চলার পথে তাঁর আখের রস পান করি। বাসায়ও নিয়ে যাই।’
এদিকে সন্ধ্যামনির আখ রস বিক্রির জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট বাজার। এখানে বিকেলে পাহাড়ি ফল ও সবজি নিয়ে বসেন স্থানীয়রা।
জেলা ইক্ষু গবেষণা কর্মকর্তা ধনেশ্বর তঞ্চঙ্গ্যা বলেন, ‘পাহাড়ে অনেক এলাকা আখ চাষের উপযোগী। চাষের উপযোগী জমি নির্বাচন করে আমরা চাষিদের আখ চাষে উৎসাহ দিচ্ছি। পাশাপাশি অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছি।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে