রাশেদ রাব্বি, ঢাকা
দেশে অসংক্রামক রোগে মৃত্যুর প্রধান কারণ হৃদ্রোগ। কিন্তু দেশে এ-সংক্রান্ত চিকিৎসক ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ঘাটতি আছে। এ সমস্যা সমাধানে কার্যকর পথ হতে পারে ‘রিভার্স পিসিআই’। জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আফজালুর রহমানের গবেষণায় বিষয়টি উঠে এসেছে। তাঁর এই গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃতও হয়েছে। গবেষণায় তিনি দেখিয়েছেন, রিভার্স পিসিআই পদ্ধতিতে অব্যবহৃত ক্যাথল্যাব ব্যবহার করে বহু হৃদ্রোগীর জীবন বাঁচানো সম্ভব।
হৃদ্যন্ত্রের রক্তনালি বন্ধ হয়ে গেলে বুক না কেটে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন (পিসিআই) পদ্ধতিতে ব্লক অপসারণে করোনারি স্টেন্ট (যা হার্টের রিং নামে পরিচিত) লাগানো যায়। একজন রোগীর পিসিআই করতে কার্ডিয়াক ক্যাথল্যাবে দক্ষ ইন্টারভেনশনাল টিম দরকার হয়। একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ, ক্যাথল্যাব টেকনিশিয়ান এবং দক্ষ নার্সের সমন্বয়ে গঠন করতে হয় সে টিম। বাংলাদেশে এ রকম ‘পিসিআই’ টিমের সংখ্যা অপ্রতুল।
অধ্যাপক ডা. আফজালুর রহমান তাঁর গবেষণায় কীভাবে সীমিতসংখ্যক টিম দিয়েই দেশব্যাপী বেশিসংখ্যক হৃদ্রোগীকে চিকিৎসার আওতায় আনা যায়, তার একটি নতুন পদ্ধতি বের করেছেন। তিনি এই পদ্ধতির নাম দিয়েছেন ‘রিভার্স পিসিআই’। ফ্রান্সের প্যারিসে গত ১৪ মে থেকে ১৭ মে অনুষ্ঠিত বিশ্বের বৃহৎ ইন্টারভেনশনাল কার্ডিওলজি কনফারেন্স ‘ইউরো পিসিআর’-এ তাঁর এই গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। গবেষণার ফলাফল সম্মেলনের অনলাইন জার্নাল ‘ইউরোপিসিআর ২০২৪ অ্যাবস্ট্রাক্ট বুক’-এ প্রকাশ হয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশে অসংক্রামক রোগে মৃত্যুর ২১ শতাংশই ঘটছে হৃদ্রোগে। গবেষণায় আফজালুর রহমান দেখিয়েছেন, যেখানে ইন্টারভেনশনাল হৃদ্রোগ বিশেষজ্ঞ, দক্ষ ক্যাথল্যাব টেকনিশিয়ান এবং নার্স নেই, সেখানেও ক্যাথল্যাব প্রতিষ্ঠা করে রোগীকে স্থানান্তর না করেই রিং পরানো সম্ভব। এ ক্ষেত্রে স্থানান্তর করতে হবে দক্ষ ক্যাথল্যাব টিম। অর্থাৎ, একই টিম কয়েকটি ক্যাথল্যাবে পিসিআই সেবা দেবে। এভাবে সীমিতসংখ্যক জনবল দিয়েই বহুসংখ্যক হৃদ্রোগীর জীবন বাঁচানো সম্ভব।
অধ্যাপক আফজালুর রহমান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাসপাতালে ২৭১ জন রোগীর ওপর এই গবেষণা করেছেন। এতে দেখা গেছে, ক্যাথল্যাব আছে কিন্তু দক্ষ জনবল নেই– এমন হাসপাতালে প্রয়োজন ও সময়মতো ‘রিভার্স পিসিআই টিম’ নিয়ে গিয়ে কাঙ্ক্ষিত সেবা সফলভাবে দেওয়া সম্ভব।
এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান বলেন, ‘আমার গবেষণাটি প্যারিসের সম্মেলনের মাধ্যমে পৃথিবীব্যাপী স্বীকৃতি পেয়েছে। আমাদের দেশের মতো পৃথিবীর বহু দেশে, যেখানে দক্ষ জনবল সীমিত, সেসব দেশে এই পদ্ধতি অনুসরণ করলে হৃদ্রোগের ইন্টারভেনশনাল চিকিৎসাপদ্ধতি দ্রুত বিস্তার করা সম্ভব হবে। লোকবলের অভাবে যেসব স্থানে এই চিকিৎসার বিস্তার ঘটানো যাচ্ছে না, সেখানে চিকিৎসা নিশ্চিত করা যাবে, একসময় সেখানেও দক্ষ টিম গড়ে উঠবে। তখন আর টিম স্থানান্তরের দরকার পড়বে না।’
অধ্যাপক আফজালুর রহমান বাংলাদেশে প্রথম গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে স্পেশালাইজড হাসপাতালে এই পদ্ধতিতে হৃদ্রোগীদের চিকিৎসা শুরু করেন। দক্ষ হৃদ্রোগ বিশেষজ্ঞ, ক্যাথল্যাব টেকনিশিয়ান এবং নার্সের সমন্বয়ে ওই হাসপাতালে গড়ে তোলেন প্রশিক্ষিত টিম।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অনেক সরকারি হাসপাতালে ক্যাথল্যাব আছে। চিকিৎসকের অভাবে সেগুলো রোগীদের কাজে আসছে না। অধ্যাপক আফজাল যদি এ ক্ষেত্রে সহযোগিতা করেন, তাহলে সেগুলো সচল করা সম্ভব হবে। আমি আশা করছি, তাঁর গবেষণায় দেশের মানুষ উপকৃত হবে।’
দেশে অসংক্রামক রোগে মৃত্যুর প্রধান কারণ হৃদ্রোগ। কিন্তু দেশে এ-সংক্রান্ত চিকিৎসক ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ঘাটতি আছে। এ সমস্যা সমাধানে কার্যকর পথ হতে পারে ‘রিভার্স পিসিআই’। জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আফজালুর রহমানের গবেষণায় বিষয়টি উঠে এসেছে। তাঁর এই গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃতও হয়েছে। গবেষণায় তিনি দেখিয়েছেন, রিভার্স পিসিআই পদ্ধতিতে অব্যবহৃত ক্যাথল্যাব ব্যবহার করে বহু হৃদ্রোগীর জীবন বাঁচানো সম্ভব।
হৃদ্যন্ত্রের রক্তনালি বন্ধ হয়ে গেলে বুক না কেটে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন (পিসিআই) পদ্ধতিতে ব্লক অপসারণে করোনারি স্টেন্ট (যা হার্টের রিং নামে পরিচিত) লাগানো যায়। একজন রোগীর পিসিআই করতে কার্ডিয়াক ক্যাথল্যাবে দক্ষ ইন্টারভেনশনাল টিম দরকার হয়। একজন হৃদ্রোগ বিশেষজ্ঞ, ক্যাথল্যাব টেকনিশিয়ান এবং দক্ষ নার্সের সমন্বয়ে গঠন করতে হয় সে টিম। বাংলাদেশে এ রকম ‘পিসিআই’ টিমের সংখ্যা অপ্রতুল।
অধ্যাপক ডা. আফজালুর রহমান তাঁর গবেষণায় কীভাবে সীমিতসংখ্যক টিম দিয়েই দেশব্যাপী বেশিসংখ্যক হৃদ্রোগীকে চিকিৎসার আওতায় আনা যায়, তার একটি নতুন পদ্ধতি বের করেছেন। তিনি এই পদ্ধতির নাম দিয়েছেন ‘রিভার্স পিসিআই’। ফ্রান্সের প্যারিসে গত ১৪ মে থেকে ১৭ মে অনুষ্ঠিত বিশ্বের বৃহৎ ইন্টারভেনশনাল কার্ডিওলজি কনফারেন্স ‘ইউরো পিসিআর’-এ তাঁর এই গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। গবেষণার ফলাফল সম্মেলনের অনলাইন জার্নাল ‘ইউরোপিসিআর ২০২৪ অ্যাবস্ট্রাক্ট বুক’-এ প্রকাশ হয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশে অসংক্রামক রোগে মৃত্যুর ২১ শতাংশই ঘটছে হৃদ্রোগে। গবেষণায় আফজালুর রহমান দেখিয়েছেন, যেখানে ইন্টারভেনশনাল হৃদ্রোগ বিশেষজ্ঞ, দক্ষ ক্যাথল্যাব টেকনিশিয়ান এবং নার্স নেই, সেখানেও ক্যাথল্যাব প্রতিষ্ঠা করে রোগীকে স্থানান্তর না করেই রিং পরানো সম্ভব। এ ক্ষেত্রে স্থানান্তর করতে হবে দক্ষ ক্যাথল্যাব টিম। অর্থাৎ, একই টিম কয়েকটি ক্যাথল্যাবে পিসিআই সেবা দেবে। এভাবে সীমিতসংখ্যক জনবল দিয়েই বহুসংখ্যক হৃদ্রোগীর জীবন বাঁচানো সম্ভব।
অধ্যাপক আফজালুর রহমান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাসপাতালে ২৭১ জন রোগীর ওপর এই গবেষণা করেছেন। এতে দেখা গেছে, ক্যাথল্যাব আছে কিন্তু দক্ষ জনবল নেই– এমন হাসপাতালে প্রয়োজন ও সময়মতো ‘রিভার্স পিসিআই টিম’ নিয়ে গিয়ে কাঙ্ক্ষিত সেবা সফলভাবে দেওয়া সম্ভব।
এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মো. আফজালুর রহমান বলেন, ‘আমার গবেষণাটি প্যারিসের সম্মেলনের মাধ্যমে পৃথিবীব্যাপী স্বীকৃতি পেয়েছে। আমাদের দেশের মতো পৃথিবীর বহু দেশে, যেখানে দক্ষ জনবল সীমিত, সেসব দেশে এই পদ্ধতি অনুসরণ করলে হৃদ্রোগের ইন্টারভেনশনাল চিকিৎসাপদ্ধতি দ্রুত বিস্তার করা সম্ভব হবে। লোকবলের অভাবে যেসব স্থানে এই চিকিৎসার বিস্তার ঘটানো যাচ্ছে না, সেখানে চিকিৎসা নিশ্চিত করা যাবে, একসময় সেখানেও দক্ষ টিম গড়ে উঠবে। তখন আর টিম স্থানান্তরের দরকার পড়বে না।’
অধ্যাপক আফজালুর রহমান বাংলাদেশে প্রথম গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে স্পেশালাইজড হাসপাতালে এই পদ্ধতিতে হৃদ্রোগীদের চিকিৎসা শুরু করেন। দক্ষ হৃদ্রোগ বিশেষজ্ঞ, ক্যাথল্যাব টেকনিশিয়ান এবং নার্সের সমন্বয়ে ওই হাসপাতালে গড়ে তোলেন প্রশিক্ষিত টিম।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অনেক সরকারি হাসপাতালে ক্যাথল্যাব আছে। চিকিৎসকের অভাবে সেগুলো রোগীদের কাজে আসছে না। অধ্যাপক আফজাল যদি এ ক্ষেত্রে সহযোগিতা করেন, তাহলে সেগুলো সচল করা সম্ভব হবে। আমি আশা করছি, তাঁর গবেষণায় দেশের মানুষ উপকৃত হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে