ত্রিশাল প্রতিনিধি
ত্রিশালে নজরুল সেনা স্কুলে প্রবেশের রাস্তায় প্রতিবন্ধকতার তৈরি করায় শিক্ষার্থীরা স্কুলে না গিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে। রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন শেষে তারা ইউএনও ও মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে দেখে, প্রবেশের রাস্তায় বাউন্ডারি করে দেয়াল তুলে দেওয়া হয়েছে। এ সময় তারা স্কুলে প্রবেশ করতে না পেরে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা স্কুলের রাস্তা খুল দেওয়ার দাবিতে ইউএনও ও মেয়র বরাবর স্মারকলিপি দেয়।
সরেজমিনে জানা যায়, কয়েক বছর ধরে রাস্তাটি নজরুল সেনা স্কুলের শিক্ষার্থী ও এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার ব্যবহার করত। তবে দেয়াল নির্মাণ করায় রাস্তাটি বন্ধ রয়েছে। এতে স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থী ও ওই পরিবারগুলো ভোগান্তিতে পড়েছে।
স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামিমের কথায়, ‘রাস্তা বন্ধ করায় আমরা খুব বেকায়দায় পড়েছি। এখন স্কুলের পেছন দিয়ে অনেক কাঁদা মাড়িয়ে আসা-যাওয়া করতে হবে।’
নজরুল সেনা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, ‘অনেক বছর ধরে যে রাস্তা ব্যবহার করে শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়া করে, সেই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছে একটি পক্ষ। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা আজ উপজেলা পরিষদে গিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। একটি স্মারকলিপিও দিয়েছি।’
জমির মালিক রফিকুল ইসলাম বিএসসি বলেন, ‘আমার কেনা জমিতে আমি দেয়াল তুলেছি। আগে নজরুল সেনা স্কুলের কাছে আমার অংশটুকু ভাড়া দেওয়া ছিল। তারা এখন আর ভাড়া নিচ্ছে না। তাই আমি একটি মাদ্রাসা পরিচালনা করার জন্য আবার ভাড়া দিয়েছি। মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এই বাউন্ডারি করতে হয়েছে। তবে স্কুলে যাতায়াতের জন্য দেয়াল ভেঙে আড়াই ফুটের একটি রাস্তা রেখেছি।’
ত্রিশালের ইউএনও মো. আক্তারুজ্জামান বলেন, ‘স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এসেছিল জানতে পেরে আমি সহকারী কমিশনারকে (ভূমি) তাদের বক্তব্য শোনার জন্য পাঠিয়েছিলাম।’
ত্রিশালে নজরুল সেনা স্কুলে প্রবেশের রাস্তায় প্রতিবন্ধকতার তৈরি করায় শিক্ষার্থীরা স্কুলে না গিয়ে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে। রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন শেষে তারা ইউএনও ও মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে দেখে, প্রবেশের রাস্তায় বাউন্ডারি করে দেয়াল তুলে দেওয়া হয়েছে। এ সময় তারা স্কুলে প্রবেশ করতে না পেরে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা স্কুলের রাস্তা খুল দেওয়ার দাবিতে ইউএনও ও মেয়র বরাবর স্মারকলিপি দেয়।
সরেজমিনে জানা যায়, কয়েক বছর ধরে রাস্তাটি নজরুল সেনা স্কুলের শিক্ষার্থী ও এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার ব্যবহার করত। তবে দেয়াল নির্মাণ করায় রাস্তাটি বন্ধ রয়েছে। এতে স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থী ও ওই পরিবারগুলো ভোগান্তিতে পড়েছে।
স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামিমের কথায়, ‘রাস্তা বন্ধ করায় আমরা খুব বেকায়দায় পড়েছি। এখন স্কুলের পেছন দিয়ে অনেক কাঁদা মাড়িয়ে আসা-যাওয়া করতে হবে।’
নজরুল সেনা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, ‘অনেক বছর ধরে যে রাস্তা ব্যবহার করে শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়া করে, সেই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছে একটি পক্ষ। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা আজ উপজেলা পরিষদে গিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। একটি স্মারকলিপিও দিয়েছি।’
জমির মালিক রফিকুল ইসলাম বিএসসি বলেন, ‘আমার কেনা জমিতে আমি দেয়াল তুলেছি। আগে নজরুল সেনা স্কুলের কাছে আমার অংশটুকু ভাড়া দেওয়া ছিল। তারা এখন আর ভাড়া নিচ্ছে না। তাই আমি একটি মাদ্রাসা পরিচালনা করার জন্য আবার ভাড়া দিয়েছি। মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এই বাউন্ডারি করতে হয়েছে। তবে স্কুলে যাতায়াতের জন্য দেয়াল ভেঙে আড়াই ফুটের একটি রাস্তা রেখেছি।’
ত্রিশালের ইউএনও মো. আক্তারুজ্জামান বলেন, ‘স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এসেছিল জানতে পেরে আমি সহকারী কমিশনারকে (ভূমি) তাদের বক্তব্য শোনার জন্য পাঠিয়েছিলাম।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে