মির্জাপুর প্রতিনিধি
টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভ। গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথসভায় এ আসনের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে মনোনয়ন বোর্ডের সদস্যরা এ তথ্য জানান।
খান আহমেদ শুভর বাবা ফজলুর রহমান খান ফারুক ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ আসনেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনৈতিক জীবনের ইতিহাসই তাঁকে উৎসাহ দিয়েছে এ পথে আসতে।
খান আহমেদ শুভ বলেন দেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মান-অভিমান ভুলে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আহমেদ শুভর গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে। তরুণ প্রজন্মের অনেকের কাছে জনপ্রিয় এই নেতা অল্প সময়ের মধ্যেই এলাকায় আলোচনায় এসেছেন। তাঁর বাবার রাজনৈতিক জীবন শুরু হয় মির্জাপুর থেকেই। মির্জাপুরের জনসাধারণের কাছে একটি প্রিয় নাম ফজলুর রহমান ফারুক। তিনি মির্জাপুর তথা পুরো টাঙ্গাইলের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কাছে বটবৃক্ষের মত। খান আহমেদ শুভ বাবার পথেই হাঁটছেন। আর সে কারণেই তিনি এখন নির্বাচনী এলাকা মির্জাপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খান আহমেদ শুভ প্রচারণা চালাচ্ছেন। রাজনীতির মাঠে তিনি সব সময় সক্রিয়। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নেন তিনি। এ ছাড়া ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত তিনি।
এর আগে এ আসনে চারবারের সাংসদ একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে শূন্য আসনটি শূণ্য ঘোষণা করা হয়। গত মঙ্গলবার উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি আসনটিতে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ দিকে তফসিল ঘোষণার পরপরই মির্জাপুর আসনের (টাঙ্গাইল-৭) উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেতে প্রয়াত সাংসদ একাব্বর হোসেনের স্ত্রী ঝর্না হোসেন, ছেলে তাহরীম হোসেন সীমান্তসহ ১০ নেতা দৌড়ঝাঁপ শুরু করেন।
তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে। এ ছাড়া সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীদেরও কোনো তৎপরতা নেই। সে হিসাবে নৌকার প্রার্থী অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হতে পারেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, ‘মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী। জননেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিয়েছেন তিনিই বিপুল ভোটে বিজয়ী হবেন। আমরা নিয়ম মেনে সবাই একসঙ্গে নির্বাচনের মাঠে থাকব।’
টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভ। গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথসভায় এ আসনের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে মনোনয়ন বোর্ডের সদস্যরা এ তথ্য জানান।
খান আহমেদ শুভর বাবা ফজলুর রহমান খান ফারুক ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ আসনেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনৈতিক জীবনের ইতিহাসই তাঁকে উৎসাহ দিয়েছে এ পথে আসতে।
খান আহমেদ শুভ বলেন দেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মান-অভিমান ভুলে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আহমেদ শুভর গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে। তরুণ প্রজন্মের অনেকের কাছে জনপ্রিয় এই নেতা অল্প সময়ের মধ্যেই এলাকায় আলোচনায় এসেছেন। তাঁর বাবার রাজনৈতিক জীবন শুরু হয় মির্জাপুর থেকেই। মির্জাপুরের জনসাধারণের কাছে একটি প্রিয় নাম ফজলুর রহমান ফারুক। তিনি মির্জাপুর তথা পুরো টাঙ্গাইলের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কাছে বটবৃক্ষের মত। খান আহমেদ শুভ বাবার পথেই হাঁটছেন। আর সে কারণেই তিনি এখন নির্বাচনী এলাকা মির্জাপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খান আহমেদ শুভ প্রচারণা চালাচ্ছেন। রাজনীতির মাঠে তিনি সব সময় সক্রিয়। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নেন তিনি। এ ছাড়া ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত তিনি।
এর আগে এ আসনে চারবারের সাংসদ একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে শূন্য আসনটি শূণ্য ঘোষণা করা হয়। গত মঙ্গলবার উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি আসনটিতে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ দিকে তফসিল ঘোষণার পরপরই মির্জাপুর আসনের (টাঙ্গাইল-৭) উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেতে প্রয়াত সাংসদ একাব্বর হোসেনের স্ত্রী ঝর্না হোসেন, ছেলে তাহরীম হোসেন সীমান্তসহ ১০ নেতা দৌড়ঝাঁপ শুরু করেন।
তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে। এ ছাড়া সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীদেরও কোনো তৎপরতা নেই। সে হিসাবে নৌকার প্রার্থী অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হতে পারেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, ‘মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী। জননেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিয়েছেন তিনিই বিপুল ভোটে বিজয়ী হবেন। আমরা নিয়ম মেনে সবাই একসঙ্গে নির্বাচনের মাঠে থাকব।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৯ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে