কুমিল্লা প্রতিনিধি
‘যুদ্ধ জয়’ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ভাস্কর্য নির্মিত হয়েছে। কুমিল্লা নগরীর প্রবেশপথ আলেখারচরে স্থাপিত ভাস্কর্যটি স্বাধীনতাযুদ্ধে শহীদ, জাতির শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারণের ত্যাগকে স্মরণ করিয়ে দেয়।
স্থানীয় সংস্কৃতিকর্মীদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শফিউল গ্রুপের আর্থিক সহায়তায় নির্মিত হয় ভাস্কর্য। ২০০৭ সালের বিজয় দিবসে কুমিল্লা জেলা প্রশাসন এটি উদ্বোধন করেন। এর সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ করছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।
কুমিল্লার সাংস্কৃতিক কর্মীসহ সুশীল সমাজের সদস্যরা মনে করেন, স্বাধীনতাযুদ্ধে কুমিল্লাবাসীর বেশ ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের দাবিতে নির্মিত এ ভাস্কর্য তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করতে আরও বেশি উদ্বেলিত করেছে।
নগরীর পদুয়ার বাজার এলাকার বাসিন্দা আলমগীর কবির বলেন, ‘আমরা যুদ্ধ দেখিনি। নগরীর প্রবেশমুখে এ ভাস্কর্য দেখে মুক্তিযুদ্ধকালীন পটভূমি উপলব্ধি করতে পারি।’
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লার সভাপতি ও আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েল বলেন, গ্রাম-বাংলার সাধারণ মানুষের অংশগ্রহণেই মুক্তিযুদ্ধ হয়েছিল। যুদ্ধ জয় ভাস্কর্য এরই একটি প্রতীক। এটি দেখে তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আগ্রহ বাড়বে।
‘যুদ্ধ জয়’ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ভাস্কর্য নির্মিত হয়েছে। কুমিল্লা নগরীর প্রবেশপথ আলেখারচরে স্থাপিত ভাস্কর্যটি স্বাধীনতাযুদ্ধে শহীদ, জাতির শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারণের ত্যাগকে স্মরণ করিয়ে দেয়।
স্থানীয় সংস্কৃতিকর্মীদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শফিউল গ্রুপের আর্থিক সহায়তায় নির্মিত হয় ভাস্কর্য। ২০০৭ সালের বিজয় দিবসে কুমিল্লা জেলা প্রশাসন এটি উদ্বোধন করেন। এর সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ করছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।
কুমিল্লার সাংস্কৃতিক কর্মীসহ সুশীল সমাজের সদস্যরা মনে করেন, স্বাধীনতাযুদ্ধে কুমিল্লাবাসীর বেশ ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের দাবিতে নির্মিত এ ভাস্কর্য তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করতে আরও বেশি উদ্বেলিত করেছে।
নগরীর পদুয়ার বাজার এলাকার বাসিন্দা আলমগীর কবির বলেন, ‘আমরা যুদ্ধ দেখিনি। নগরীর প্রবেশমুখে এ ভাস্কর্য দেখে মুক্তিযুদ্ধকালীন পটভূমি উপলব্ধি করতে পারি।’
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লার সভাপতি ও আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েল বলেন, গ্রাম-বাংলার সাধারণ মানুষের অংশগ্রহণেই মুক্তিযুদ্ধ হয়েছিল। যুদ্ধ জয় ভাস্কর্য এরই একটি প্রতীক। এটি দেখে তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আগ্রহ বাড়বে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে