নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি যখন পৌরসভা নির্বাচনে পাস করলাম, তখন আশিক হত্যাকাণ্ড হয়। সেই আশিক হত্যার প্রতিবাদ করেছিলাম। ওর বাবা-মা মামলা করেছিল। থানা থেকে বলেছিল, আজমেরির নাম বাদ দিতে হবে। যাকে এক নম্বর আসামি করা হলো, সেই সিজার এখন নারায়ণগঞ্জ শহরে ঘুরে বেড়ায়। কিন্তু প্রশাসন তাদের চোখে দেখে না। একইভাবে ত্বকী হত্যাকারীদেরও চোখে দেখে না।’
সোমবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় শেখ রাসেল পার্কে আয়োজিত শিশু সমাবেশে এসব কথা বলেন তিনি। এদিন ত্বকী হত্যার নবম বার্ষিকী উপলক্ষে শিশু সমাবেশ ও প্রতিযোগিতার আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
মেয়র বলেন, ‘নাকের ডগার ওপর দিয়ে শত শত হুন্ডা বাহিনী নিয়ে পত্রিকা অফিসে আক্রমণ করে। তারপরও প্রশাসন তাদের দেখে না, তাদের বিচার হয় না। কেন হয় না? ওই যে এই শহরের সবচেয়ে বিখ্যাত ফ্যামিলি। যারা কথায় কথায় বলে, তাদের মতো ধনী সম্প্রদায় নারায়ণগঞ্জ শহরে নাকি নাই। তো ধনী হলো কোত্থেকে? যিনি তোলারাম কলেজে টাকার জন্য ফরম ফিলাপ করতে পারেন নাই। আজকে উনি কোটি কোটি টাকার মালিক। আবার অন্যের দিকে চোখ তোলে বাড়ি করল কীভাবে?’
আইভী বলেন, ৯ বছর ধরে ত্বকী হত্যার বিচার চেয়ে যাচ্ছি। কোনো এক অজানা কারণে ত্বকী হত্যার বিচার হচ্ছে না। এত আলোচিত হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, কিন্তু ত্বকী হত্যাকাণ্ডের কেন হচ্ছে না?
সম্প্রতি আইভীকে ইঙ্গিত করে শামীম ওসমানের দেওয়া বক্তব্যের বিপরীতে আইভী বলেন, ‘আমরা বাবার জায়গা বিক্রি করে বাড়ি করেছি। আপনার মতো চুরি করে নয়, দুর্নীতি করে নয়। কীভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন? সেই তথ্য নারায়ণগঞ্জবাসী জানতে চায়। দুদকের ভয় দেখান, অনেকের ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে নাড়াচাড়া করেন। যারা আমার নির্বাচন করেছে, তাদের ইনকাম ট্যাক্সের ফাইল রাজাকার পুত্র কাজলের মাধ্যমে রাইফেল ক্লাবে বসে থেকে আপনি কলকাঠি নাড়ছেন।
সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, ‘আমাদের দেশে শুভবুদ্ধি ও শুভচিন্তার মানুষগুলোর টুঁটি চেপে ধরে। তাদের নৃশংসভাবে হত্যা করে। নারায়ণগঞ্জে এর বীভৎস রূপটি হচ্ছে ওসমান পরিবার। তারা নারায়ণগঞ্জের মানুষকে ভয় ছড়িয়ে দিয়ে ভয়ের রাজনীতি চালিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ, শিল্পী জাহিদ মোস্তফা, চিত্রশিল্পী অশোক কর্মকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি যখন পৌরসভা নির্বাচনে পাস করলাম, তখন আশিক হত্যাকাণ্ড হয়। সেই আশিক হত্যার প্রতিবাদ করেছিলাম। ওর বাবা-মা মামলা করেছিল। থানা থেকে বলেছিল, আজমেরির নাম বাদ দিতে হবে। যাকে এক নম্বর আসামি করা হলো, সেই সিজার এখন নারায়ণগঞ্জ শহরে ঘুরে বেড়ায়। কিন্তু প্রশাসন তাদের চোখে দেখে না। একইভাবে ত্বকী হত্যাকারীদেরও চোখে দেখে না।’
সোমবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় শেখ রাসেল পার্কে আয়োজিত শিশু সমাবেশে এসব কথা বলেন তিনি। এদিন ত্বকী হত্যার নবম বার্ষিকী উপলক্ষে শিশু সমাবেশ ও প্রতিযোগিতার আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
মেয়র বলেন, ‘নাকের ডগার ওপর দিয়ে শত শত হুন্ডা বাহিনী নিয়ে পত্রিকা অফিসে আক্রমণ করে। তারপরও প্রশাসন তাদের দেখে না, তাদের বিচার হয় না। কেন হয় না? ওই যে এই শহরের সবচেয়ে বিখ্যাত ফ্যামিলি। যারা কথায় কথায় বলে, তাদের মতো ধনী সম্প্রদায় নারায়ণগঞ্জ শহরে নাকি নাই। তো ধনী হলো কোত্থেকে? যিনি তোলারাম কলেজে টাকার জন্য ফরম ফিলাপ করতে পারেন নাই। আজকে উনি কোটি কোটি টাকার মালিক। আবার অন্যের দিকে চোখ তোলে বাড়ি করল কীভাবে?’
আইভী বলেন, ৯ বছর ধরে ত্বকী হত্যার বিচার চেয়ে যাচ্ছি। কোনো এক অজানা কারণে ত্বকী হত্যার বিচার হচ্ছে না। এত আলোচিত হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, কিন্তু ত্বকী হত্যাকাণ্ডের কেন হচ্ছে না?
সম্প্রতি আইভীকে ইঙ্গিত করে শামীম ওসমানের দেওয়া বক্তব্যের বিপরীতে আইভী বলেন, ‘আমরা বাবার জায়গা বিক্রি করে বাড়ি করেছি। আপনার মতো চুরি করে নয়, দুর্নীতি করে নয়। কীভাবে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন? সেই তথ্য নারায়ণগঞ্জবাসী জানতে চায়। দুদকের ভয় দেখান, অনেকের ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে নাড়াচাড়া করেন। যারা আমার নির্বাচন করেছে, তাদের ইনকাম ট্যাক্সের ফাইল রাজাকার পুত্র কাজলের মাধ্যমে রাইফেল ক্লাবে বসে থেকে আপনি কলকাঠি নাড়ছেন।
সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, ‘আমাদের দেশে শুভবুদ্ধি ও শুভচিন্তার মানুষগুলোর টুঁটি চেপে ধরে। তাদের নৃশংসভাবে হত্যা করে। নারায়ণগঞ্জে এর বীভৎস রূপটি হচ্ছে ওসমান পরিবার। তারা নারায়ণগঞ্জের মানুষকে ভয় ছড়িয়ে দিয়ে ভয়ের রাজনীতি চালিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ, শিল্পী জাহিদ মোস্তফা, চিত্রশিল্পী অশোক কর্মকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে