হারাগাছে অসহায় দরিদ্রদের পৌর কর মওকুফ ঘোষণা

কাউনিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০৪: ৫৯
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১০: ০৬

কাউনিয়া উপজেলার শ্রমিক অধ্যুষিত হারাগাছ পৌরসভায় অসহায় দরিদ্র মানুষের বসতবাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন পৌর মেয়র এরশাদুল হক এরশাদ। হারাগাছ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

পৌর মেয়র এরশাদুল জানান, হারাগাছ পৌর এলাকার শতকরা প্রায় ৯০ ভাগ মানুষ দিনমজুর। তাঁরা বিভিন্ন বিড়ি কারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এসব মানুষ বসতভিটার পৌর কর পরিশোধ করতে পারছেন না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় অসহায় দরিদ্র মানুষদের কথা চিন্তা করতেন জানিয়ে মেয়র বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের কথা অনুযায়ী মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে হারাগাছ পৌর এলাকার অসহায় দরিদ্র মানুষের পৌর কর মওকুফের ঘোষণা দেওয়া হলো।’

মেয়র এরশাদুল অভিযোগ করেন, পৌর এলাকায় মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যে পরিবারগুলো আছে তাঁরাও ঠিকভাবে পৌর কর দেন না। কিন্তু কর আদায় ছাড়া পৌরসভার উন্নয়নকাজ করা সম্ভব নয়। তাই তিনি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবার এবং কলকারখানার মালিকদের পৌরকর পরিশোধের আহ্বান জানান।

এরশাদুল জানান, হারাগাছ এমন একটি পৌরসভা যারা কোনো আয়ের মাধ্যম নেই। নেই কোনো হাটবাজার, যারা টাকা দিয়ে পৌর এলাকার উন্নয়নকাজ করা যেতে পারে। সারা বছর সরকারি উন্নয়ন তহবিলের টাকা দিয়ে সামান্য কিছু উন্নয়নকাজ করা হয়। যখন পৌরসভাটি প্রতিষ্ঠা করা হয়েছিল সে সময় এই এলাকার কিছু লোক তাঁদের নিজের স্বার্থে পৌরসভাটি গঠন করেছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, হারাগাছ পৌরসভা হচ্ছে ‘গ’ শ্রেণির পৌরসভা। এখানে উন্নয়নকাজের জন্য সরকারিভাবে বরাদ্দ আসে। এই পৌরসভার শ্রেণির উন্নতি করার জন্য মেয়র ও কাউন্সিলরসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ ছাড়া সঠিকভাবে পৌর কর আদায় করতে হবে।

শ্রমিক অধ্যুষিত হারাগাছের অনেক মানুষ ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন জানিয়ে সিটি মেয়র বলেন, এসব ইজিবাইক চালকদের লাইসেন্স না থাকায় তাঁরা মহানগরে গাড়ি চালাতে পারেন না। তাঁরা যাতে মহানগরে গাড়ি চালাতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে পৌরসভার সব কাউন্সিল ও পৌরসচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত