লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মাইকিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকের উচ্চশব্দে চলে বিভিন্ন রকমের প্রচার।
মোবাইলে রেকর্ড করে মেমোরি কার্ডে নিয়ে ভ্যান অথবা ইজিবাইকে মাইক বেঁধে চলতে থাকে পাড়া-মহল্লায় বিরতিহীন প্রচার। কখনো একটি আবার কখনো সামনে-পেছনে দুটি মাইক বেঁধে উচ্চশব্দে দিনে-রাতে চলে এ ধরনের শব্দদূষণ। এতে শারীরিক ও মানসিক নানা সমস্যা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মোমিনপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, সকাল থেকেই শুরু হয় মাইকের যন্ত্রণা। রোগীদের আকৃষ্ট করতে চিকিৎসকদের প্রচার, ক্রেতাদের আকৃষ্ট করতে মুরগি, মাছ, গরু জবাই, ছাগলের হাট, শিম বিক্রি থেকে শুরু করে আলু-পটোল বিক্রিসহ মাইকে উচ্চশব্দে বিভিন্ন ধরনের প্রচার চালানো হয়।
রামানন্দপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন, এখন প্রধান সড়ক ছাড়াও গ্রামে পাড়া-মহল্লায় মাইকে প্রচারের দৌরাত্ম্য বেড়েছে। দিনে-রাতে ভোগান্তির কথা বিবেচনা না করে মাইকের উচ্চশব্দ আর গাড়ির হাইড্রোলিক হর্ন অতিষ্ঠ করে তুলেছে।
কচুয়া গ্রামের মাজদার রহমান বলেন, সকাল থেকে মাইকের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। উচ্চশব্দে গান বাজানোর জন্য লেখাপড়া, ঘুম ঠিকমতো হয় না।
মাইকযোগে গরু জবাইয়ের জানান দেওয়া বকুল বলেন, ক্রেতাদের আকৃষ্ট করতে মাইকে প্রচার চালানো হয়। এতে যে আইনে নিষিদ্ধ এমনটি জানা নেই।
রাজা মাইক সার্ভিসের প্রচারকর্মী মহসিন আলী বলেন, মাইকিংয়ের জন্য ডাক পড়লে ভাড়া খাটতে যান। কেউ একটি আবার কেউ দুটি মাইকের ভাড়া দিলে সে অনুযায়ী সার্ভিস দেন। শব্দের কোনো মাপ তাঁদের জানা নেই।
নাটোর জজকোর্টের আইনজীবী শাহ মুখদুম সরকার রুপস বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী অনুমোদিত ব্যক্তি বা সংস্থা ছাড়া শব্দযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। গ্রামাঞ্চল বা নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল ও রাতে ৪০ ডেসিবেলের বেশি শব্দ ব্যবহার করা যাবে না। জনস্বার্থে উচ্চশব্দ যন্ত্রের নিয়ন্ত্রণ প্রয়োজন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) লালপুর উপজেলা শাখার নির্বাহী সভাপতি আইনজীবী মো. আরিফুল ইসলাম বলেন, যাঁরা এসব শব্দযন্ত্র ব্যবহার করছেন, তাঁরা না বুঝেই করছেন। উচ্চশব্দযন্ত্রের ব্যবহাররোধে জনসচেতনতা বাড়াতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, শব্দদূষণের একটি মাত্রা আছে। উচ্চশব্দে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাত্রার বেশি শব্দদূষণ হলে দীর্ঘমেয়াদি শ্রবণের সমস্যা, বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, হৃদ্যন্ত্রের জটিলতা, ঘুমের ব্যাঘাত, মনোযোগ নষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, কোথাও উচ্চশব্দদূষণের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের লালপুরে মাইকিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকের উচ্চশব্দে চলে বিভিন্ন রকমের প্রচার।
মোবাইলে রেকর্ড করে মেমোরি কার্ডে নিয়ে ভ্যান অথবা ইজিবাইকে মাইক বেঁধে চলতে থাকে পাড়া-মহল্লায় বিরতিহীন প্রচার। কখনো একটি আবার কখনো সামনে-পেছনে দুটি মাইক বেঁধে উচ্চশব্দে দিনে-রাতে চলে এ ধরনের শব্দদূষণ। এতে শারীরিক ও মানসিক নানা সমস্যা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মোমিনপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, সকাল থেকেই শুরু হয় মাইকের যন্ত্রণা। রোগীদের আকৃষ্ট করতে চিকিৎসকদের প্রচার, ক্রেতাদের আকৃষ্ট করতে মুরগি, মাছ, গরু জবাই, ছাগলের হাট, শিম বিক্রি থেকে শুরু করে আলু-পটোল বিক্রিসহ মাইকে উচ্চশব্দে বিভিন্ন ধরনের প্রচার চালানো হয়।
রামানন্দপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন, এখন প্রধান সড়ক ছাড়াও গ্রামে পাড়া-মহল্লায় মাইকে প্রচারের দৌরাত্ম্য বেড়েছে। দিনে-রাতে ভোগান্তির কথা বিবেচনা না করে মাইকের উচ্চশব্দ আর গাড়ির হাইড্রোলিক হর্ন অতিষ্ঠ করে তুলেছে।
কচুয়া গ্রামের মাজদার রহমান বলেন, সকাল থেকে মাইকের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। উচ্চশব্দে গান বাজানোর জন্য লেখাপড়া, ঘুম ঠিকমতো হয় না।
মাইকযোগে গরু জবাইয়ের জানান দেওয়া বকুল বলেন, ক্রেতাদের আকৃষ্ট করতে মাইকে প্রচার চালানো হয়। এতে যে আইনে নিষিদ্ধ এমনটি জানা নেই।
রাজা মাইক সার্ভিসের প্রচারকর্মী মহসিন আলী বলেন, মাইকিংয়ের জন্য ডাক পড়লে ভাড়া খাটতে যান। কেউ একটি আবার কেউ দুটি মাইকের ভাড়া দিলে সে অনুযায়ী সার্ভিস দেন। শব্দের কোনো মাপ তাঁদের জানা নেই।
নাটোর জজকোর্টের আইনজীবী শাহ মুখদুম সরকার রুপস বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী অনুমোদিত ব্যক্তি বা সংস্থা ছাড়া শব্দযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। গ্রামাঞ্চল বা নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল ও রাতে ৪০ ডেসিবেলের বেশি শব্দ ব্যবহার করা যাবে না। জনস্বার্থে উচ্চশব্দ যন্ত্রের নিয়ন্ত্রণ প্রয়োজন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) লালপুর উপজেলা শাখার নির্বাহী সভাপতি আইনজীবী মো. আরিফুল ইসলাম বলেন, যাঁরা এসব শব্দযন্ত্র ব্যবহার করছেন, তাঁরা না বুঝেই করছেন। উচ্চশব্দযন্ত্রের ব্যবহাররোধে জনসচেতনতা বাড়াতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দিন বলেন, শব্দদূষণের একটি মাত্রা আছে। উচ্চশব্দে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাত্রার বেশি শব্দদূষণ হলে দীর্ঘমেয়াদি শ্রবণের সমস্যা, বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, হৃদ্যন্ত্রের জটিলতা, ঘুমের ব্যাঘাত, মনোযোগ নষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, কোথাও উচ্চশব্দদূষণের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে