মাসুদ উর রহমান
এই ভরা মৌসুমে চালের দাম কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা বেড়ে গেছে। চালে তো আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ। ঘাটতি হলেও তো তা আগামী ফসল ওঠার কাছাকাছি সময়ে হবে। কিন্তু এখনই কেন মূল্য বৃদ্ধি? তবে কি বিশ্ববাজারের অস্থিরতা দেখে এখনই মজুতদারদের কারসাজি শুরু হয়ে গেছে?
একেবারে হতদরিদ্র শ্রেণির তাও একটা ভরসা আছে—টিসিবি। কিন্তু বাকিরা? দুই বছরের করোনার ধকল, তার ওপর জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে—কত দিন টিকে থাকতে পারবে আমাদের মধ্যবিত্তসহ স্বল্প আয়ের মানুষগুলো?
সব পণ্য তো আর আমদানিনির্ভর নয়। আন্তর্জাতিক বাজারের প্রভাব অংশত সত্যি, কিন্তু বেশি সত্যি হচ্ছে অতিলোভী মুনাফাখোর ব্যবসায়ীর কারসাজি।
এই লেখা যখন লিখছি, তখন মুদিদোকানে বসা। প্রায় এক যুগ ধরে এই দোকান থেকে বাজার করি বলে দোকানি খাতির করে বসতে দিয়েছেন। একের পর এক ক্রেতা আসছেন আর রাগে গজগজ করতে করতে প্রয়োজনের অর্ধেক বা তার কম পণ্য কিনে নিয়ে চলে যাচ্ছেন। একজনকে বলতে শুনলাম, ‘প্রধানমন্ত্রী বলেছেন সংযমী হতে, কিন্তু কত সংযমী হব? সংযমী হতে হতে যে খাওয়া ছেড়ে দেওয়ার উপক্রম।’
ভিড় কিছুটা কমতেই দোকানি আমাদের জন্য চা ফরমাশ করলেন। জিনিসপত্রের দাম নিয়ে টুকটাক আলোচনা শুরু হলো। দোকানি বললেন, ‘স্যার, আমরা কী করব? জায়গায় দাম বাড়িয়ে দিলে তো আর কিছু করার থাকে না।’
আরব আলী কথাটি টেনে নিয়ে বললেন, ‘তা ঠিক, তবে সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে না। ধরুন, এই মুহূর্তে টুপি, তসবিহর কোনো সংকট দেশে নেই বা কখনো হবেও না। কেননা এগুলো পুরোপুরি আমদানিনির্ভর পণ্য নয়। উচ্চাভিলাষী না হলে দেশের পণ্য দিয়েই ইবাদত-বন্দেগির কাজ ফিবছর চলে যাবে। কিন্তু যদি মিডিয়ায় কোনোভাবে গুজব রটানো যায় যে দুই দিন পর কেয়ামত, সঙ্গে সঙ্গে টুপি-তসবিহর সব দোকান ফাঁকা হয়ে যাবে। কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেবে। দুই-চার-পাঁচ এমনকি দশ গুণ! করোনার সময় দুই টাকার সার্জিক্যাল মাস্ক এক শ টাকায়ও বিক্রি হয়েছে। ব্যতিক্রম বাদ দিলে এই হচ্ছে আমাদের বর্তমান ব্যবসায়িক নীতি বা কৌশল।’
আমি বললাম, ‘অনেক সৎ, সফল ব্যবসায়ী এখনো সমাজে বিদ্যমান এবং এ সংখ্যাটাই বেশি। কিন্তু তাঁদের এই অসাধু চক্রটির সঙ্গে পেরে উঠতে না পারার নানাবিধ কারণের একটি যদি বলি রাজনৈতিক, তাহলে বোধ করি একটুও বাড়িয়ে বলা হবে না।’
বলা হয়ে থাকে, দ্রব্যমূল্য বৃদ্ধির শুরুটা হয়েছে মহামারি করোনাকালে এবং বর্তমানে এর চলিত রূপ স্থায়ী হতে চলার নিয়ামক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ধরে নিচ্ছি দুটোই সত্যি এবং এর কোনোটির ওপরই আমাদের হাত নেই। একটি প্রকৃতি নিয়ন্ত্রিত সংকট, অপরটি মনুষ্য সৃষ্টি।
কিন্তু তাই বলে আমাদের দেশে উৎপাদিত পণ্যে এবং যেগুলোতে আমরা স্বয়ংসম্পূর্ণ, সেগুলোর দাম কেন বাড়বে? শুরুতেই বলেছি, চাল তো কোথাও থেকে উচ্চমূল্যে আমদানি করা হয়নি বা আগামী আট-দশ মাসের মধ্যে আমদানি করা অত্যাবশ্যক হবে না। যদি করে তা বাজার নিয়ন্ত্রণের জন্য বা দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে এবং এটি প্রতিবছরই সরকার করে থাকে। শুধু কি চাল? দেশে উৎপাদিত লবণ, মাছ, মুরগি, সবজি, ডিম, মৌসুমি ফল, খাতা, কলম, পেনসিল, ওষুধপত্র, চা, তৈরি পোশাক—এগুলোর দামও তো পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। চিনি, তেল, পেঁয়াজ বাদই দিলাম। সবচেয়ে কম দামের একটি গোসলের সাবানের দাম ষাট টাকা!
‘না, আজ আর কিছু কিনব না’ বলে আরব আলী উঠে পড়লেন। দোকানি আমাকে উদ্দেশ করে বললেন, ‘স্যার, আপনিও কিছু নেবেন না?’ আমতা-আমতা করে বললাম, ‘এমন কোনো পণ্য কি আছে, যার দাম বাড়েনি বা কিছুটা কমেছে? ভাবছি খুব প্রয়োজন না হলেও নেব।’
দোকানি: স্যার, জিনিসপত্রের দাম একবার বাড়লে আর কখনো কমে না। কমে শুধু মানুষের দাম!
এই ভরা মৌসুমে চালের দাম কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা বেড়ে গেছে। চালে তো আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ। ঘাটতি হলেও তো তা আগামী ফসল ওঠার কাছাকাছি সময়ে হবে। কিন্তু এখনই কেন মূল্য বৃদ্ধি? তবে কি বিশ্ববাজারের অস্থিরতা দেখে এখনই মজুতদারদের কারসাজি শুরু হয়ে গেছে?
একেবারে হতদরিদ্র শ্রেণির তাও একটা ভরসা আছে—টিসিবি। কিন্তু বাকিরা? দুই বছরের করোনার ধকল, তার ওপর জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে—কত দিন টিকে থাকতে পারবে আমাদের মধ্যবিত্তসহ স্বল্প আয়ের মানুষগুলো?
সব পণ্য তো আর আমদানিনির্ভর নয়। আন্তর্জাতিক বাজারের প্রভাব অংশত সত্যি, কিন্তু বেশি সত্যি হচ্ছে অতিলোভী মুনাফাখোর ব্যবসায়ীর কারসাজি।
এই লেখা যখন লিখছি, তখন মুদিদোকানে বসা। প্রায় এক যুগ ধরে এই দোকান থেকে বাজার করি বলে দোকানি খাতির করে বসতে দিয়েছেন। একের পর এক ক্রেতা আসছেন আর রাগে গজগজ করতে করতে প্রয়োজনের অর্ধেক বা তার কম পণ্য কিনে নিয়ে চলে যাচ্ছেন। একজনকে বলতে শুনলাম, ‘প্রধানমন্ত্রী বলেছেন সংযমী হতে, কিন্তু কত সংযমী হব? সংযমী হতে হতে যে খাওয়া ছেড়ে দেওয়ার উপক্রম।’
ভিড় কিছুটা কমতেই দোকানি আমাদের জন্য চা ফরমাশ করলেন। জিনিসপত্রের দাম নিয়ে টুকটাক আলোচনা শুরু হলো। দোকানি বললেন, ‘স্যার, আমরা কী করব? জায়গায় দাম বাড়িয়ে দিলে তো আর কিছু করার থাকে না।’
আরব আলী কথাটি টেনে নিয়ে বললেন, ‘তা ঠিক, তবে সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে না। ধরুন, এই মুহূর্তে টুপি, তসবিহর কোনো সংকট দেশে নেই বা কখনো হবেও না। কেননা এগুলো পুরোপুরি আমদানিনির্ভর পণ্য নয়। উচ্চাভিলাষী না হলে দেশের পণ্য দিয়েই ইবাদত-বন্দেগির কাজ ফিবছর চলে যাবে। কিন্তু যদি মিডিয়ায় কোনোভাবে গুজব রটানো যায় যে দুই দিন পর কেয়ামত, সঙ্গে সঙ্গে টুপি-তসবিহর সব দোকান ফাঁকা হয়ে যাবে। কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেবে। দুই-চার-পাঁচ এমনকি দশ গুণ! করোনার সময় দুই টাকার সার্জিক্যাল মাস্ক এক শ টাকায়ও বিক্রি হয়েছে। ব্যতিক্রম বাদ দিলে এই হচ্ছে আমাদের বর্তমান ব্যবসায়িক নীতি বা কৌশল।’
আমি বললাম, ‘অনেক সৎ, সফল ব্যবসায়ী এখনো সমাজে বিদ্যমান এবং এ সংখ্যাটাই বেশি। কিন্তু তাঁদের এই অসাধু চক্রটির সঙ্গে পেরে উঠতে না পারার নানাবিধ কারণের একটি যদি বলি রাজনৈতিক, তাহলে বোধ করি একটুও বাড়িয়ে বলা হবে না।’
বলা হয়ে থাকে, দ্রব্যমূল্য বৃদ্ধির শুরুটা হয়েছে মহামারি করোনাকালে এবং বর্তমানে এর চলিত রূপ স্থায়ী হতে চলার নিয়ামক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ধরে নিচ্ছি দুটোই সত্যি এবং এর কোনোটির ওপরই আমাদের হাত নেই। একটি প্রকৃতি নিয়ন্ত্রিত সংকট, অপরটি মনুষ্য সৃষ্টি।
কিন্তু তাই বলে আমাদের দেশে উৎপাদিত পণ্যে এবং যেগুলোতে আমরা স্বয়ংসম্পূর্ণ, সেগুলোর দাম কেন বাড়বে? শুরুতেই বলেছি, চাল তো কোথাও থেকে উচ্চমূল্যে আমদানি করা হয়নি বা আগামী আট-দশ মাসের মধ্যে আমদানি করা অত্যাবশ্যক হবে না। যদি করে তা বাজার নিয়ন্ত্রণের জন্য বা দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে এবং এটি প্রতিবছরই সরকার করে থাকে। শুধু কি চাল? দেশে উৎপাদিত লবণ, মাছ, মুরগি, সবজি, ডিম, মৌসুমি ফল, খাতা, কলম, পেনসিল, ওষুধপত্র, চা, তৈরি পোশাক—এগুলোর দামও তো পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। চিনি, তেল, পেঁয়াজ বাদই দিলাম। সবচেয়ে কম দামের একটি গোসলের সাবানের দাম ষাট টাকা!
‘না, আজ আর কিছু কিনব না’ বলে আরব আলী উঠে পড়লেন। দোকানি আমাকে উদ্দেশ করে বললেন, ‘স্যার, আপনিও কিছু নেবেন না?’ আমতা-আমতা করে বললাম, ‘এমন কোনো পণ্য কি আছে, যার দাম বাড়েনি বা কিছুটা কমেছে? ভাবছি খুব প্রয়োজন না হলেও নেব।’
দোকানি: স্যার, জিনিসপত্রের দাম একবার বাড়লে আর কখনো কমে না। কমে শুধু মানুষের দাম!
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে