নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীন বাংলাদেশের জন্য ব্যাকুল প্রাণ। কখন ফিরবেন তাঁর প্রিয় মাতৃভূমিতে, যাকে স্বাধীন করতে তাঁর ডাকে সাড়া দিয়ে প্রাণ দিয়েছিলেন ৩০ লাখ মানুষ। সেই মাটি তাঁকে হাতছানি দিয়ে ডাকছে। অপেক্ষা যেন আর ফুরোয় না। ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তির পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিয়েছিলেন লন্ডনে। সেখান থেকে ৯ জানুয়ারি তিনি রওনা দেন তাঁর প্রিয় বাংলাদেশের পথে।
কারাগারে ২৯০ দিন বন্দী থাকার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারির ভোররাতেই মুক্তি দেওয়া হয় বঙ্গবন্ধুকে। ওই দিন স্থানীয় সময় ভোরে লন্ডন পৌঁছে ব্যস্ত সময় কাটান বঙ্গবন্ধু। ৯ তারিখ লন্ডনের সময় ভোরেই হিথ্রো বিমানবন্দর থেকে ব্রিটিশ সরকারের দেওয়া বিশেষ বিমানে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন বঙ্গবন্ধু। বিমানে বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন ড. কামাল হোসেন, তাঁর পরিবার এবং দুই ভারতীয় কূটনীতিক শশাঙ্ক এস ব্যানার্জি ও ভেদ মারওয়া।
৯ জানুয়ারি বঙ্গবন্ধুকে বহনকারী ব্রিটিশ বিশেষ বিমানটি বিমানবন্দর ছাড়ার পর বিবিসি ঘোষণা দেয়, বঙ্গবন্ধু বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছেন। ভারতে যাত্রাবিরতি শেষে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখবেন জাতির পিতা। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে নিয়ে আসার জন্য বিমান পাঠাতে চেয়েছিলেন; কিন্তু বঙ্গবন্ধু ব্রিটিশ সরকারের বিমানেই দেশে ফিরতে চাইলেন।
শশাঙ্ক ব্যানার্জি এই ঐতিহাসিক ভ্রমণকে তাঁর ‘ইন্ডিয়া, মুজিবুর রহমান, বাংলাদেশ লিবারেশন অ্যান্ড পাকিস্তান’ বইয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিশন হিসেবে বর্ণনা করেছেন।
শশাঙ্ক ব্যানার্জি লিখেছেন, ‘কিছু সময় আড্ডার পর আমরা কমলার রস পান করলাম। বিমানটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী শেখ মুজিব ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, তিনি আমার কাছে বড় কোনো সাহায্য চাইতে পারেন কি না। তবে তাঁর আচরণে একটুও দ্বিধা ছিল না। আমি ইতিবাচকভাবে জবাব দিয়ে বলেছিলাম, আমার সামর্থ্যের মধ্যে হলে পারব।’ বঙ্গবন্ধু বললেন, ‘রাষ্ট্রপতি ভবনে বৈঠকের আগে দিল্লি পৌঁছে ইন্দিরা গান্ধীর কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চান তিনি। আমি প্রথম কয়েক সেকেন্ডের জন্য নার্ভাস ছিলাম। আমি বুঝতে পারছিলাম না, মুজিবের উদ্দেশ্য কী ছিল? আমি ভাবছিলাম, উৎসবমুখর পরিবেশের মাঝে কীভাবে দিল্লিতে প্রধানমন্ত্রীর কানে মুজিবের বার্তা পৌঁছে দেব? আমার কাছে মুজিবের অনুরোধের বার্তাটি ছিল, ভারতীয় প্রধানমন্ত্রী যেন সেনা প্রত্যাহারের সময়সূচির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন।’
১০ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু দিল্লিতে নামেন। সেখানে বঙ্গবন্ধুকে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উষ্ণ সংবর্ধনা দেন।
স্বাধীন বাংলাদেশের জন্য ব্যাকুল প্রাণ। কখন ফিরবেন তাঁর প্রিয় মাতৃভূমিতে, যাকে স্বাধীন করতে তাঁর ডাকে সাড়া দিয়ে প্রাণ দিয়েছিলেন ৩০ লাখ মানুষ। সেই মাটি তাঁকে হাতছানি দিয়ে ডাকছে। অপেক্ষা যেন আর ফুরোয় না। ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তির পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিয়েছিলেন লন্ডনে। সেখান থেকে ৯ জানুয়ারি তিনি রওনা দেন তাঁর প্রিয় বাংলাদেশের পথে।
কারাগারে ২৯০ দিন বন্দী থাকার পর ১৯৭২ সালের ৮ জানুয়ারির ভোররাতেই মুক্তি দেওয়া হয় বঙ্গবন্ধুকে। ওই দিন স্থানীয় সময় ভোরে লন্ডন পৌঁছে ব্যস্ত সময় কাটান বঙ্গবন্ধু। ৯ তারিখ লন্ডনের সময় ভোরেই হিথ্রো বিমানবন্দর থেকে ব্রিটিশ সরকারের দেওয়া বিশেষ বিমানে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন বঙ্গবন্ধু। বিমানে বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন ড. কামাল হোসেন, তাঁর পরিবার এবং দুই ভারতীয় কূটনীতিক শশাঙ্ক এস ব্যানার্জি ও ভেদ মারওয়া।
৯ জানুয়ারি বঙ্গবন্ধুকে বহনকারী ব্রিটিশ বিশেষ বিমানটি বিমানবন্দর ছাড়ার পর বিবিসি ঘোষণা দেয়, বঙ্গবন্ধু বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছেন। ভারতে যাত্রাবিরতি শেষে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখবেন জাতির পিতা। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে নিয়ে আসার জন্য বিমান পাঠাতে চেয়েছিলেন; কিন্তু বঙ্গবন্ধু ব্রিটিশ সরকারের বিমানেই দেশে ফিরতে চাইলেন।
শশাঙ্ক ব্যানার্জি এই ঐতিহাসিক ভ্রমণকে তাঁর ‘ইন্ডিয়া, মুজিবুর রহমান, বাংলাদেশ লিবারেশন অ্যান্ড পাকিস্তান’ বইয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিশন হিসেবে বর্ণনা করেছেন।
শশাঙ্ক ব্যানার্জি লিখেছেন, ‘কিছু সময় আড্ডার পর আমরা কমলার রস পান করলাম। বিমানটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী শেখ মুজিব ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, তিনি আমার কাছে বড় কোনো সাহায্য চাইতে পারেন কি না। তবে তাঁর আচরণে একটুও দ্বিধা ছিল না। আমি ইতিবাচকভাবে জবাব দিয়ে বলেছিলাম, আমার সামর্থ্যের মধ্যে হলে পারব।’ বঙ্গবন্ধু বললেন, ‘রাষ্ট্রপতি ভবনে বৈঠকের আগে দিল্লি পৌঁছে ইন্দিরা গান্ধীর কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চান তিনি। আমি প্রথম কয়েক সেকেন্ডের জন্য নার্ভাস ছিলাম। আমি বুঝতে পারছিলাম না, মুজিবের উদ্দেশ্য কী ছিল? আমি ভাবছিলাম, উৎসবমুখর পরিবেশের মাঝে কীভাবে দিল্লিতে প্রধানমন্ত্রীর কানে মুজিবের বার্তা পৌঁছে দেব? আমার কাছে মুজিবের অনুরোধের বার্তাটি ছিল, ভারতীয় প্রধানমন্ত্রী যেন সেনা প্রত্যাহারের সময়সূচির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন।’
১০ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু দিল্লিতে নামেন। সেখানে বঙ্গবন্ধুকে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উষ্ণ সংবর্ধনা দেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে