সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় নারী-শিশুসহ ১২০ জন অসুস্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। অসুস্থদের মধ্যে ৫০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন অন্তঃসত্ত্বা নারী, ১০ জন শিশু, ২৫ জন বৃদ্ধ রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং বর-কনে পক্ষের লোকজন জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের আবুল মালেকের ছেলে আমিনুল ইসলামের সঙ্গে মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের এরশাদ উল্যাহর কন্যার বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে বাড়িতে ১৫০ জন বরযাত্রী, কনে পক্ষের লোকজনসহ প্রায় ৩০০ লোককে দুপুরের খাবার খাওয়ানো হয়। এতে দুপুর গড়িয়ে বিকেল থেকে অধিকাংশ লোকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়।
শুক্রবার রাতে ডায়রিয়া ও পেট ব্যথায় গুরুতর অসুস্থ অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবহন ধর্মঘটের কারণে গাড়ি না থাকায় তাদের নিজ নিজ বাড়ি থেকে পিকআপের পাটাতনে শুইয়ে হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় দাওয়াত খেয়ে দুই পক্ষের প্রায় ১২০ জন লোক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। কনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, বাবুর্চির কথামতো পণ্য কিনে খাবারের আয়োজন করেছেন। তারপরও খাদ্যে বিষক্রিয়ায় তিনিসহ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।’
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. উৎপল দাশ বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বেশ কিছু লোক সোনাগাজী হাসপাতালে ভর্তি হয়েছে।
ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় নারী-শিশুসহ ১২০ জন অসুস্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে। অসুস্থদের মধ্যে ৫০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন অন্তঃসত্ত্বা নারী, ১০ জন শিশু, ২৫ জন বৃদ্ধ রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং বর-কনে পক্ষের লোকজন জানায়, গত শুক্রবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের আবুল মালেকের ছেলে আমিনুল ইসলামের সঙ্গে মঙ্গলকান্দি ইউনিয়নের আকিলপুর গ্রামের এরশাদ উল্যাহর কন্যার বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে বাড়িতে ১৫০ জন বরযাত্রী, কনে পক্ষের লোকজনসহ প্রায় ৩০০ লোককে দুপুরের খাবার খাওয়ানো হয়। এতে দুপুর গড়িয়ে বিকেল থেকে অধিকাংশ লোকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়।
শুক্রবার রাতে ডায়রিয়া ও পেট ব্যথায় গুরুতর অসুস্থ অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবহন ধর্মঘটের কারণে গাড়ি না থাকায় তাদের নিজ নিজ বাড়ি থেকে পিকআপের পাটাতনে শুইয়ে হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় দাওয়াত খেয়ে দুই পক্ষের প্রায় ১২০ জন লোক অসুস্থ হওয়ার খবর পেয়েছি। কনের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, বাবুর্চির কথামতো পণ্য কিনে খাবারের আয়োজন করেছেন। তারপরও খাদ্যে বিষক্রিয়ায় তিনিসহ অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।’
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. উৎপল দাশ বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত বেশ কিছু লোক সোনাগাজী হাসপাতালে ভর্তি হয়েছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে