প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেঞ্চ বিক্রির অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২১, ০৮: ০৮
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ০০

পটুয়াখালীর বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষের বেঞ্চ বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয়রা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলা ৪৮ নম্বর নারায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়াংকা বল বিদ্যালয়ে প্রায় ৫০টি পুরোনো বেঞ্চ স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা বিক্রি করেন। গত ১ ডিসেম্বর বেঞ্চগুলো স্থানীয় ব্যবসায়ী নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে আসলে তাঁরা শিক্ষা কর্মকর্তাকে জানান।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রিয়াঙ্কা বল বলেন, ‘বেঞ্চগুলো অনেক দিনের পুরোনো। তাই ১০ হাজার টাকায় বিক্রি করে ওই টাকা বিদ্যালয়ের উন্নয়নেই ব্যয় করার ভাবনা ছিল। আমার জানা ছিল না যে বেঞ্চ গুলো বিক্রির জন্য সংশ্লিষ্টদের অনুমতি নিতে হয়।’

শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল হক বলেন, ‘স্থানীয়দের কাছে বিষয়টি জেনে বেঞ্চ গুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত