ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়েও সফল হতে পারছে না বিএনপি। দলীয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে।
তবে ১২ অক্টোবর মঙ্গলবার দলের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সব কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের হাইকমান্ডের নির্দেশনা পেয়ে কঠোর অবস্থানে নড়েচড়ে বসেছেন দায়িত্বশীল এবং তৃণমূলের মেয়াদোত্তীর্ণ জেলা, থানা, পৌরসহ সব পর্যায়ের নেতা-কর্মীরা। এর মধ্যে নতুন কমিটি নিয়ে ভান্ডারিয়ায় উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সর্বশেষ ২০১০ সালের ২৭ জুলাই জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের স্বাক্ষরিত কমিটিতে আহমদ সোহেল মঞ্জুর সুমনকে সভাপতি ও আতিকুল ইসলাম দিলুকে সাধারণ সম্পাদক এবং আলমগীর হোসেন সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
এদিকে কমিটি গঠনের খবরে দলের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলীয় নেতা-কর্মীরা মনে করেন, গঠনতান্ত্রিক ও তৃণমূল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে বিএনপির কমিটি গঠন করতে পারলে স্থানীয় বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও কোন্দলের অবসান ঘটবে।
ইতিমধ্যে কমিটিতে আহ্বায়ক হিসেবে বর্তমান সভাপতি আহমদ সোহেল মঞ্জুর সুমন ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন খান দিপু এ দুজনের নাম শোনা যাচ্ছে।
এদিকে সদস্যসচিব পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সরদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু সিকদার, আবু আল জমাদ্দার।
এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দীন সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই হাওলাদারের নাম প্রার্থী হিসেবে শোনা গেলেও তাঁরা জানান, এখন পর্যন্ত এ বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি। এর বাইরেও যুবদলের সাবেক সভাপতি মনির হোসেন আকনের নামও প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘দলের তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে ভান্ডারিয়া উপজেলা কমিটি গঠন করা হবে।’
সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়েও সফল হতে পারছে না বিএনপি। দলীয় কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে।
তবে ১২ অক্টোবর মঙ্গলবার দলের সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সব কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের হাইকমান্ডের নির্দেশনা পেয়ে কঠোর অবস্থানে নড়েচড়ে বসেছেন দায়িত্বশীল এবং তৃণমূলের মেয়াদোত্তীর্ণ জেলা, থানা, পৌরসহ সব পর্যায়ের নেতা-কর্মীরা। এর মধ্যে নতুন কমিটি নিয়ে ভান্ডারিয়ায় উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সর্বশেষ ২০১০ সালের ২৭ জুলাই জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের স্বাক্ষরিত কমিটিতে আহমদ সোহেল মঞ্জুর সুমনকে সভাপতি ও আতিকুল ইসলাম দিলুকে সাধারণ সম্পাদক এবং আলমগীর হোসেন সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
এদিকে কমিটি গঠনের খবরে দলের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলীয় নেতা-কর্মীরা মনে করেন, গঠনতান্ত্রিক ও তৃণমূল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে বিএনপির কমিটি গঠন করতে পারলে স্থানীয় বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও কোন্দলের অবসান ঘটবে।
ইতিমধ্যে কমিটিতে আহ্বায়ক হিসেবে বর্তমান সভাপতি আহমদ সোহেল মঞ্জুর সুমন ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন খান দিপু এ দুজনের নাম শোনা যাচ্ছে।
এদিকে সদস্যসচিব পদে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সরদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু সিকদার, আবু আল জমাদ্দার।
এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দীন সিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই হাওলাদারের নাম প্রার্থী হিসেবে শোনা গেলেও তাঁরা জানান, এখন পর্যন্ত এ বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি। এর বাইরেও যুবদলের সাবেক সভাপতি মনির হোসেন আকনের নামও প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘দলের তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে ভান্ডারিয়া উপজেলা কমিটি গঠন করা হবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে