চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফুলকুমার চন্দ্রের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়বেন। তাঁর সেই স্বপ্ন অনেকটা পূরণ হওয়ার পথে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ফুলকুমার ঢাবিতে স্নাতকে ভর্তি হতে পারছেন না।
ফুলকুমারের বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের উত্তর চাঁদের খামার গ্রামে। তাঁর বাবা কানু রাম দিনমজুরের কাজ করেন।
জানা গেছে, এইচএসসি পাশ করার পর টাকার অভাবে বাইরে কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেনি ফুলকুমার। করোনার সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কয়েকজন ছাত্র ফুলকুমারকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন। অর্থের সংকট থাকায় তাঁর পড়াশোনায় আগ্রহ দেখে কোচিং কর্তৃপক্ষও ঢাকা, রাজশাহী ও বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার অংশ নেওয়ার খরচ বহন করেছিল।
ফুলকুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক অনুষদে ১৩৪তম হয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও খ ইউনিটে মেধা তালিকায় ২ হাজার ২১১তম হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৮ ডিসেম্বর সাক্ষাৎকারের জন্য তাঁকে ডেকেছে। কিন্তু টাকার অভাবে কীভাবে ঢাকা যাবে এবং ভর্তি হবে এখনো জানেন না ফুলকুমার। মানুষের দ্বারে দ্বারে ভর্তির টাকার জন্য ঘুরছেন তিনি। দিনমজুর বাবার কোনোভাবেই তাঁর খরচ চালানের সামর্থ্য নেই।
ফুলকুমার বলেন, ‘ছোটবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে এ পর্যন্ত এসেছি। পরনের যে শার্ট প্যান্ট এগুলো মানুষের দেওয়া। স্বপ্ন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। সৃষ্টিকর্তা সেই স্বপ্ন পূরণে সহায়ক হয়েছেন কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে পারছি না। এটা আমাকে বড়ই পীড়া দিচ্ছে। কেউ যদি আমার পাশে দাঁড়াত কিংবা একটা বৃত্তির ব্যবস্থা করত তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অবসর সময়ে কাজ করে পড়াশোনাটা চালিয়ে নিতে পারতাম।’
ফুলকুমারের বাবা কানু রাম বলেন, ‘ছোট বেলা থেকে পড়াশোনার প্রতি ওর খুবই আগ্রহ। কিন্তু টাকার অভাবে কিছুই দিতে পারিনি। নিজের মেধাগুণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে। আমি তাঁকে ভর্তি করাতে পারছি না।’
ফুলকুমার চন্দ্রের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়বেন। তাঁর সেই স্বপ্ন অনেকটা পূরণ হওয়ার পথে। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ফুলকুমার ঢাবিতে স্নাতকে ভর্তি হতে পারছেন না।
ফুলকুমারের বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের উত্তর চাঁদের খামার গ্রামে। তাঁর বাবা কানু রাম দিনমজুরের কাজ করেন।
জানা গেছে, এইচএসসি পাশ করার পর টাকার অভাবে বাইরে কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেনি ফুলকুমার। করোনার সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কয়েকজন ছাত্র ফুলকুমারকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন। অর্থের সংকট থাকায় তাঁর পড়াশোনায় আগ্রহ দেখে কোচিং কর্তৃপক্ষও ঢাকা, রাজশাহী ও বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার অংশ নেওয়ার খরচ বহন করেছিল।
ফুলকুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবিক অনুষদে ১৩৪তম হয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও খ ইউনিটে মেধা তালিকায় ২ হাজার ২১১তম হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৮ ডিসেম্বর সাক্ষাৎকারের জন্য তাঁকে ডেকেছে। কিন্তু টাকার অভাবে কীভাবে ঢাকা যাবে এবং ভর্তি হবে এখনো জানেন না ফুলকুমার। মানুষের দ্বারে দ্বারে ভর্তির টাকার জন্য ঘুরছেন তিনি। দিনমজুর বাবার কোনোভাবেই তাঁর খরচ চালানের সামর্থ্য নেই।
ফুলকুমার বলেন, ‘ছোটবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে এ পর্যন্ত এসেছি। পরনের যে শার্ট প্যান্ট এগুলো মানুষের দেওয়া। স্বপ্ন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। সৃষ্টিকর্তা সেই স্বপ্ন পূরণে সহায়ক হয়েছেন কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে পারছি না। এটা আমাকে বড়ই পীড়া দিচ্ছে। কেউ যদি আমার পাশে দাঁড়াত কিংবা একটা বৃত্তির ব্যবস্থা করত তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অবসর সময়ে কাজ করে পড়াশোনাটা চালিয়ে নিতে পারতাম।’
ফুলকুমারের বাবা কানু রাম বলেন, ‘ছোট বেলা থেকে পড়াশোনার প্রতি ওর খুবই আগ্রহ। কিন্তু টাকার অভাবে কিছুই দিতে পারিনি। নিজের মেধাগুণে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে। আমি তাঁকে ভর্তি করাতে পারছি না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে