বিশেষ প্রতিনিধি, ঢাকা
চলতি অর্থবছরের পাঁচ মাসেই রাজস্ব ঘাটতি ১৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি পড়েছে ভ্যাট খাতে। তবে গেল অর্থবছরের রাজস্ব আয়ের তুলনায় গত পাঁচ মাসে প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ রাজস্ব আহরণের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
রাজস্ব আয়ে গেল দুই অর্থবছরেই বেশ চ্যালেঞ্জের মধ্যে আছে এনবিআর। তবে করোনা পরিস্থিতি কিছুটা সহনীয় হওয়ায় সব কিছু খুলে দেওয়ায় রাজস্ব আয় বাড়বে বলে আশা সংস্থাটির। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে শুল্ক খাতের রাজস্ব লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ৭৫৪ কোটি টাকা। আর এ সময় পর্যন্ত আদায় হয়েছে ৩৩ হাজার ৯৬৫ কোটি টাকা। অর্থাৎ ঘাটতি পড়েছে ৪ হাজার ৭৮৯ কোটি টাকা।
ভ্যাট খাতের লক্ষ্যমাত্রা ৪২ হাজার ২৪০ কোটি টাকা। আদায় হয়েছে ৩৬ হাজার ৬০৫ কোটি টাকা। ঘাটতি পড়েছে ৫ হাজার ৬৩৫ কোটি টাকা। এদিকে ঘাটতি পড়লেও শুল্ক ও ভ্যাট থেকে তা কম আয়কর খাতে। এ খাতের ৩২ হাজার ৩৭২ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৯ হাজার ৬৯৮ কোটি টাকা। ঘাটতি ২ হাজার ৬৭৫ কোটি টাকা। সব মিলিয়ে গেল পাঁচ মাসে ১ লাখ ১৩ হাজার ৩৬৬ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআরের তিনটি বিভাগ আদায় করতে সক্ষম হয়েছে ১ লাখ ২৬৭ কোটি টাকা। ফলে মোট ঘাটতি হয়েছে ১৩ হাজার ৯৯ কোটি টাকা।
এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, করোনার ধাক্কা কাটিয়ে ব্যবসা-বাণিজ্যে গতি ফিরতে শুরু করেছে। এখন ঘাটতি থাকলেও সামনের দিনগুলোয় রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রা পাবে বলে মনে করেন তিনি।
ভ্যাট ফাঁকির মামলা
ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে। অধিদপ্তরের এক প্রতিবেদনে জানা যায়, প্রতিষ্ঠানটি ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য বিমার ওপর ১ কোটি ৯ লাখ ৭৬ হাজার ১ টাকা পরিশোধ করেছে। কিন্তু তাদের প্রদেয় ভ্যাটের পরিমাণ ছিল ৯ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৯৫৫ টাকা। এ ক্ষেত্রে প্রকৃত বিক্রয় তথ্য গোপন করা হয়েছে।
ব্যাংক হিসাব তলব
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর দুই ছেলে হামিম রাইস চৌধুরী ও হাজিক রাইস চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। ব্যাংক হিসাবের পাশাপাশি হামিম ও হাজিক চৌধুরীর নামে যেকোনো সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, এবং অন্য যেকোনো ধরনের স্কিম বা হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে বলা হয়েছে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে বলেছে এনবিআর।
এইচআরসি গ্রুপের মালিকানায় রিয়েল এস্টেট, ব্যাংক, ইনস্যুরেন্সসহ বিভিন্ন খাতের ২৭টি প্রতিষ্ঠান রয়েছে।
চলতি অর্থবছরের পাঁচ মাসেই রাজস্ব ঘাটতি ১৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি পড়েছে ভ্যাট খাতে। তবে গেল অর্থবছরের রাজস্ব আয়ের তুলনায় গত পাঁচ মাসে প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ রাজস্ব আহরণের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
রাজস্ব আয়ে গেল দুই অর্থবছরেই বেশ চ্যালেঞ্জের মধ্যে আছে এনবিআর। তবে করোনা পরিস্থিতি কিছুটা সহনীয় হওয়ায় সব কিছু খুলে দেওয়ায় রাজস্ব আয় বাড়বে বলে আশা সংস্থাটির। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে শুল্ক খাতের রাজস্ব লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ৭৫৪ কোটি টাকা। আর এ সময় পর্যন্ত আদায় হয়েছে ৩৩ হাজার ৯৬৫ কোটি টাকা। অর্থাৎ ঘাটতি পড়েছে ৪ হাজার ৭৮৯ কোটি টাকা।
ভ্যাট খাতের লক্ষ্যমাত্রা ৪২ হাজার ২৪০ কোটি টাকা। আদায় হয়েছে ৩৬ হাজার ৬০৫ কোটি টাকা। ঘাটতি পড়েছে ৫ হাজার ৬৩৫ কোটি টাকা। এদিকে ঘাটতি পড়লেও শুল্ক ও ভ্যাট থেকে তা কম আয়কর খাতে। এ খাতের ৩২ হাজার ৩৭২ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৯ হাজার ৬৯৮ কোটি টাকা। ঘাটতি ২ হাজার ৬৭৫ কোটি টাকা। সব মিলিয়ে গেল পাঁচ মাসে ১ লাখ ১৩ হাজার ৩৬৬ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে এনবিআরের তিনটি বিভাগ আদায় করতে সক্ষম হয়েছে ১ লাখ ২৬৭ কোটি টাকা। ফলে মোট ঘাটতি হয়েছে ১৩ হাজার ৯৯ কোটি টাকা।
এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, করোনার ধাক্কা কাটিয়ে ব্যবসা-বাণিজ্যে গতি ফিরতে শুরু করেছে। এখন ঘাটতি থাকলেও সামনের দিনগুলোয় রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রা পাবে বলে মনে করেন তিনি।
ভ্যাট ফাঁকির মামলা
ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে। অধিদপ্তরের এক প্রতিবেদনে জানা যায়, প্রতিষ্ঠানটি ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য বিমার ওপর ১ কোটি ৯ লাখ ৭৬ হাজার ১ টাকা পরিশোধ করেছে। কিন্তু তাদের প্রদেয় ভ্যাটের পরিমাণ ছিল ৯ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৯৫৫ টাকা। এ ক্ষেত্রে প্রকৃত বিক্রয় তথ্য গোপন করা হয়েছে।
ব্যাংক হিসাব তলব
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীর দুই ছেলে হামিম রাইস চৌধুরী ও হাজিক রাইস চৌধুরীর ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। ব্যাংক হিসাবের পাশাপাশি হামিম ও হাজিক চৌধুরীর নামে যেকোনো সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, এবং অন্য যেকোনো ধরনের স্কিম বা হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে বলা হয়েছে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে বলেছে এনবিআর।
এইচআরসি গ্রুপের মালিকানায় রিয়েল এস্টেট, ব্যাংক, ইনস্যুরেন্সসহ বিভিন্ন খাতের ২৭টি প্রতিষ্ঠান রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে