ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
বিজয়ের মাসে পাবনার ঈশ্বরদীতে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। গতকাল শুক্রবার দুপুর ১২টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে তাঁরা স্থানীয় সাংসদ নুরুজ্জামান বিশ্বাসের সঙ্গে দেখা করে ঘটনার বিচার দাবি করেন।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে শহরের থানাপাড়ায় পূর্বশত্রুতার জেরে মানবতাবিরোধী মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা তাঁর গলা টিপে ধরেন। এতে তিনি আহত হন। পরে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ সময় বক্তারা আজ শনিবারের মধ্যে জড়িতদের গ্রেপ্তারে দাবি জানিয়ে বলেন, বিজয়ের মাসে মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে আগামীকাল রোববার ঈশ্বরদীতে জনসমাবেশ ও মানববন্ধন করবেন তাঁরা।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফজলুর রহমান ফান্টু বলেন, তাঁর এলাকার আলতাফ হোসেন ও রিপন হোসেনের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত বিষয় নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে রিপন হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর আলতাফ হোসেন ও রিপনসহ চার-পাঁচজন হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত ও আহত করেন। একপর্যায়ে তাঁর গলা টিপে ধরলে তিনি আহত হন। এ সময় তাঁর স্ত্রী বিলকিস রহমান এগিয়ে এলে তাঁকেও লাঞ্ছিত করা হয়।
তবে অভিযুক্ত আলতাফ হোসেন ও রিপন অভিযোগ অস্বীকার করেন। রিপন বলেন, ‘হামলার বিষয়টি ঠিক না।’
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিজয়ের মাসে পাবনার ঈশ্বরদীতে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। গতকাল শুক্রবার দুপুর ১২টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে তাঁরা স্থানীয় সাংসদ নুরুজ্জামান বিশ্বাসের সঙ্গে দেখা করে ঘটনার বিচার দাবি করেন।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে শহরের থানাপাড়ায় পূর্বশত্রুতার জেরে মানবতাবিরোধী মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর ওপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করা হয়। হামলাকারীরা তাঁর গলা টিপে ধরেন। এতে তিনি আহত হন। পরে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ সময় বক্তারা আজ শনিবারের মধ্যে জড়িতদের গ্রেপ্তারে দাবি জানিয়ে বলেন, বিজয়ের মাসে মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করলে আগামীকাল রোববার ঈশ্বরদীতে জনসমাবেশ ও মানববন্ধন করবেন তাঁরা।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফজলুর রহমান ফান্টু বলেন, তাঁর এলাকার আলতাফ হোসেন ও রিপন হোসেনের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত বিষয় নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে রিপন হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরপর আলতাফ হোসেন ও রিপনসহ চার-পাঁচজন হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত ও আহত করেন। একপর্যায়ে তাঁর গলা টিপে ধরলে তিনি আহত হন। এ সময় তাঁর স্ত্রী বিলকিস রহমান এগিয়ে এলে তাঁকেও লাঞ্ছিত করা হয়।
তবে অভিযুক্ত আলতাফ হোসেন ও রিপন অভিযোগ অস্বীকার করেন। রিপন বলেন, ‘হামলার বিষয়টি ঠিক না।’
ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে