রাতের আঁধারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০৬: ৫৭
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ০৩

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাজারহাট এলাকায় একাধিক দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পক্ষ–বিপক্ষ বিরোধের জের ধরে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবিরের সমর্থকেরা আউলিয়াপুরের বাজারহাট এলাকার দোকানপাটে এসে হুমকি–ধামকি ও গালিগালাজ করে যায়। এরপর গভীর রাতে এসে এই দোকানগুলোতে হামলা ও ভাঙচুর চালায় চেয়ারম্যানের সমর্থকেরা। তবে চেয়ারম্যান জানান, ভাঙচুরের ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

বাজারহাটের দোকান মালিক জহিরুল ইসলাম বলেন, ‘বর্তমান চেয়ারম্যানের সমর্থকেরা মোটরসাইকেলে করে এসে দোকানের ব্যবসায়ীদের হুমকি–ধামকি ও ভাঙচুরের ভয় দেখিয়ে যায়। সকালবেলা এসে দেখি আমাদের দোকানসহ ১১টি দোকান কুপিয়েছে চেয়ারম্যানের সমর্থকেরা।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই ফারুক ইউপি সদস্য পদে বিজয়ী হয়েছেন। এর রেশ ধরে তাঁরা আমাদের দোকানে হামলা চালিয়েছে। ৯৯৯–এ ফোন দিয়েছি, ব্যবসায়ীরা থানায়ও গিয়েছে পুলিশকে ঘটনা জানাতে।’

চেয়ারম্যান হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, ‘ওই ওয়ার্ডের নির্বাচিত ফারুক মেম্বার ও সাবেক মেম্বার শাজাহান তাঁদের মধ্যকার সমস্যা নিয়ে এই হামলা ও ভাঙচুর করেছে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত