তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট মৎস্যঘাটে নারী শ্রমিকদের কদর বেড়েছে। নদীতে ইলিশ না থাকলেও রুপচাঁদা, পোয়া, ফ্যাহা, রামসোস, জাবা, ছুরি, ডাডি, ট্যাংরা, লটিয়া, সোনাপাতা, কাওইন ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতি মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এই মাছ বাছাই করার জন্য প্রয়োজন হয় নারী শ্রমিকের।
জানা যায়, উপজেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে পরিচিত ফকিরহাট মৎস্যঘাট। ইতিমধ্যে ফকিরহাট মৎস্যঘাটে মৎস্য অবতরণ উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
একটি ড্রামের ভেতর রুপচাঁদা, পোয়া, ফ্যাহা, রামসোস, জাবা, ছুরি, ডাডি, ট্যাংরা, লটিয়া, সোনাপাতা, কাওইন ও চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ থাকে। এসব মাছ বাজারজাত করার জন্য মাছগুলো আলাদা করতে হয়। প্রতি ড্রাম ২০০ টাকা চুক্তিতে নারী শ্রমিকদের দেওয়া হয়। দৈনিক একজন নারী শ্রমিক ১২ থেকে ১৪ ঘণ্টায় ২–৩টি ড্রামের মাছ আলাদা করে বাজারজাত করার জন্য প্রস্তুত করতে পারেন। এ জন্য ৪০০ থেকে ৬০০ টাকা মজুরি পেয়ে থাকেন তাঁরা।
নারী শ্রমিক আলেয়া বেগম বলেন, ‘এত অভাবে থাকি তবুও কারও কাছে হাত পাতি না। ভোর রাতে এ মৎস্যঘাটে কাজ করতে আসছি। আমাদের ঘর আছে কিন্তু ঘরের চাল নেই। আমার পরিবারের রোজগারের একমাত্র উপায় এটাই। তাই আমি কাজ না করলে পেটে ভাত দেওয়ার লোক নেই।’
আরেক নারী শ্রমিক চান ভানু বলেন, ‘এ ঘাটে কাজ করতে এলে অনেক সময় মানুষ নানা রকম বাজে কথা বলে। তখন খুব কষ্ট হয়। কিন্তু তখন নিজের মনকে বুঝ দিই যে, অসুস্থ স্বামী ও পরিবারের কথা চিন্তা করে এখানে কাজ করতে আসি।’
আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফরাজী বলেন, ‘এই শীত মৌসুমে নারী শ্রমিকদের একটু চাহিদা বেশি থাকে। এই সময় নদী থেকে বিভিন্ন জাতের মাছ শিকার করা হয়। এগুলো দেশের অনেক স্থানে সরবরাহ করা হয়। শুঁটকি করার কাজে এসব মাছ ব্যবহার করা হয়। এই মাছ বাছাই করার জন্য নারী শ্রমিক দরকার হয়।’
বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট মৎস্যঘাটে নারী শ্রমিকদের কদর বেড়েছে। নদীতে ইলিশ না থাকলেও রুপচাঁদা, পোয়া, ফ্যাহা, রামসোস, জাবা, ছুরি, ডাডি, ট্যাংরা, লটিয়া, সোনাপাতা, কাওইন ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতি মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এই মাছ বাছাই করার জন্য প্রয়োজন হয় নারী শ্রমিকের।
জানা যায়, উপজেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র হিসেবে পরিচিত ফকিরহাট মৎস্যঘাট। ইতিমধ্যে ফকিরহাট মৎস্যঘাটে মৎস্য অবতরণ উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
একটি ড্রামের ভেতর রুপচাঁদা, পোয়া, ফ্যাহা, রামসোস, জাবা, ছুরি, ডাডি, ট্যাংরা, লটিয়া, সোনাপাতা, কাওইন ও চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ থাকে। এসব মাছ বাজারজাত করার জন্য মাছগুলো আলাদা করতে হয়। প্রতি ড্রাম ২০০ টাকা চুক্তিতে নারী শ্রমিকদের দেওয়া হয়। দৈনিক একজন নারী শ্রমিক ১২ থেকে ১৪ ঘণ্টায় ২–৩টি ড্রামের মাছ আলাদা করে বাজারজাত করার জন্য প্রস্তুত করতে পারেন। এ জন্য ৪০০ থেকে ৬০০ টাকা মজুরি পেয়ে থাকেন তাঁরা।
নারী শ্রমিক আলেয়া বেগম বলেন, ‘এত অভাবে থাকি তবুও কারও কাছে হাত পাতি না। ভোর রাতে এ মৎস্যঘাটে কাজ করতে আসছি। আমাদের ঘর আছে কিন্তু ঘরের চাল নেই। আমার পরিবারের রোজগারের একমাত্র উপায় এটাই। তাই আমি কাজ না করলে পেটে ভাত দেওয়ার লোক নেই।’
আরেক নারী শ্রমিক চান ভানু বলেন, ‘এ ঘাটে কাজ করতে এলে অনেক সময় মানুষ নানা রকম বাজে কথা বলে। তখন খুব কষ্ট হয়। কিন্তু তখন নিজের মনকে বুঝ দিই যে, অসুস্থ স্বামী ও পরিবারের কথা চিন্তা করে এখানে কাজ করতে আসি।’
আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফরাজী বলেন, ‘এই শীত মৌসুমে নারী শ্রমিকদের একটু চাহিদা বেশি থাকে। এই সময় নদী থেকে বিভিন্ন জাতের মাছ শিকার করা হয়। এগুলো দেশের অনেক স্থানে সরবরাহ করা হয়। শুঁটকি করার কাজে এসব মাছ ব্যবহার করা হয়। এই মাছ বাছাই করার জন্য নারী শ্রমিক দরকার হয়।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৯ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১১ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে