সম্পাদকীয়
১৯৭১ সালে সারা বাংলাদেশেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল বধ্যভূমি। সব বধ্যভূমির কথা ইতিহাসে উঠে আসেনি। এলেও তার গভীরতা বুঝিনি আমরা।
তেমনি একটি বধ্যভূমি ছিল জিঞ্জিরায়। ২ এপ্রিল পাকিস্তানি সেনারা জিঞ্জিরায় যে তাণ্ডবের জন্ম দিয়েছিল, তা বর্ণনা করা কঠিন। মূলত এই নৃশংসতা ঘটেছিল কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা, কালিন্দি ও শুভাড্যায়।
অন্য অনেকের মতো কবি নির্মলেন্দু গুণও ঢাকা থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন জিঞ্জিরায়। মুক্তিযুদ্ধ শুরু হলে প্রথম যে কবিতাটি লিখেছিলেন কবি, তার রচনাকাল ২৮ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে। সেই কবিতায় ‘মানুষের মৃত হাড়ে সে এখন সশস্ত্র সন্ত্রাস’ পঙ্ক্তিটি ছিল। আরও দুটো পঙ্ক্তি ছিল এ রকম,
‘তাড়াতে তাড়াতে তুমি কত দূর নেবে?
এইতো আবার আমি ফিরে দাঁড়িয়েছি।’
২ এপ্রিল তিনি ছিলেন শুভাড্যায়। ভোর ৫টার দিকে কবির ঘুম ভাঙে দরজায় কড়া নাড়ার শব্দে। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে আশ্রয়দানকারীর পুত্র রফিক ফিসফিস করে বলে, ‘আপনারা তাড়াতাড়ি পালান, তাড়াতাড়ি…দেরি করবেন না, আর্মি আসছে।’ ভোরের পবিত্রতা ভেঙে তখন মর্টারের শেল আর মেশিনগানের শব্দ শোনা যাচ্ছে।
দৌড়ে সবাই মসজিদের দিকে যাচ্ছিল। মসজিদ লোকে লোকারণ্য। গুণেরও ঠাঁই হলো সেখানে। মসজিদের সামনের পাকা উঠোনে বেশ কিছু মৃত ও অর্ধমৃত পুরুষের দেহ পড়ে আছে।
মসজিদে কয়েকটি কোরআন শরিফ। তার একটি হাতে নিলেন গুণ। তাঁর মনে পড়ল স্কুলজীবনে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী লিখে তিনি জীবনের প্রথম পুরস্কারটি পেয়েছিলেন।
এ সময় সূর্যের আলোয় দেখা গেল পাকিস্তানিদের গানবোট এসে হাজির হয়েছে বুড়িগঙ্গার তীরে। এক তরুণ গুণকে বললেন, ‘কবি সাহেব, আমি আপনাকে চিনি। আপনি মসজিদ ছেড়ে অন্য কোথাও চলে যান। বলা যায় না, কেউ হয়তো আপনাকে পাকিস্তানি সেনাদের হাতে ধরিয়ে দেবে। আর এক মুহূর্ত দেরি করবেন না।’
পাশের খোলা জানালা দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কবি।
সূত্র: নির্মলেন্দু গুণ, আত্মকথা ১৯৭১, পৃষ্ঠা ১৬০-১৬৪
১৯৭১ সালে সারা বাংলাদেশেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল বধ্যভূমি। সব বধ্যভূমির কথা ইতিহাসে উঠে আসেনি। এলেও তার গভীরতা বুঝিনি আমরা।
তেমনি একটি বধ্যভূমি ছিল জিঞ্জিরায়। ২ এপ্রিল পাকিস্তানি সেনারা জিঞ্জিরায় যে তাণ্ডবের জন্ম দিয়েছিল, তা বর্ণনা করা কঠিন। মূলত এই নৃশংসতা ঘটেছিল কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা, কালিন্দি ও শুভাড্যায়।
অন্য অনেকের মতো কবি নির্মলেন্দু গুণও ঢাকা থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন জিঞ্জিরায়। মুক্তিযুদ্ধ শুরু হলে প্রথম যে কবিতাটি লিখেছিলেন কবি, তার রচনাকাল ২৮ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে। সেই কবিতায় ‘মানুষের মৃত হাড়ে সে এখন সশস্ত্র সন্ত্রাস’ পঙ্ক্তিটি ছিল। আরও দুটো পঙ্ক্তি ছিল এ রকম,
‘তাড়াতে তাড়াতে তুমি কত দূর নেবে?
এইতো আবার আমি ফিরে দাঁড়িয়েছি।’
২ এপ্রিল তিনি ছিলেন শুভাড্যায়। ভোর ৫টার দিকে কবির ঘুম ভাঙে দরজায় কড়া নাড়ার শব্দে। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে আশ্রয়দানকারীর পুত্র রফিক ফিসফিস করে বলে, ‘আপনারা তাড়াতাড়ি পালান, তাড়াতাড়ি…দেরি করবেন না, আর্মি আসছে।’ ভোরের পবিত্রতা ভেঙে তখন মর্টারের শেল আর মেশিনগানের শব্দ শোনা যাচ্ছে।
দৌড়ে সবাই মসজিদের দিকে যাচ্ছিল। মসজিদ লোকে লোকারণ্য। গুণেরও ঠাঁই হলো সেখানে। মসজিদের সামনের পাকা উঠোনে বেশ কিছু মৃত ও অর্ধমৃত পুরুষের দেহ পড়ে আছে।
মসজিদে কয়েকটি কোরআন শরিফ। তার একটি হাতে নিলেন গুণ। তাঁর মনে পড়ল স্কুলজীবনে হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী লিখে তিনি জীবনের প্রথম পুরস্কারটি পেয়েছিলেন।
এ সময় সূর্যের আলোয় দেখা গেল পাকিস্তানিদের গানবোট এসে হাজির হয়েছে বুড়িগঙ্গার তীরে। এক তরুণ গুণকে বললেন, ‘কবি সাহেব, আমি আপনাকে চিনি। আপনি মসজিদ ছেড়ে অন্য কোথাও চলে যান। বলা যায় না, কেউ হয়তো আপনাকে পাকিস্তানি সেনাদের হাতে ধরিয়ে দেবে। আর এক মুহূর্ত দেরি করবেন না।’
পাশের খোলা জানালা দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কবি।
সূত্র: নির্মলেন্দু গুণ, আত্মকথা ১৯৭১, পৃষ্ঠা ১৬০-১৬৪
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে