নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০৫: ৫৯
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১২: ৪২

সারা দেশের মতো পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন হয়েছে। গতকাল বৃহস্পতিবার মানববন্ধন, আলোচনা সভা, শোভাযাত্রা, পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে দিবসটি পালন করা হয়।

প্রতিনিধিদের পাঠানো খবরে

মঠবাড়িয়া: উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রধান শিক্ষক রুহুল আমীন সভাপতিত্ব করেন।

নেছারাবাদ: দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরের সামনে সড়কে অনুষ্ঠিত ওই মানববন্ধন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেয়।

কাউখালী: গতকাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।

ভান্ডারিয়া: উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পটুয়াখালী: জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে ডিসি অফিস সংলগ্ন মাঠে মানববন্ধন, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশিত হয়েছে।

পাথরঘাটা: পাথরঘাটা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

তালতলী: উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের নানা কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত