মধ্য এপ্রিলের পর তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১০: ৪৬

গত দুই দিন গরমে অতিষ্ঠ দেশের কয়েকটি অঞ্চলের মানুষ। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এটা কাল শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে চলতি এপ্রিলের মাঝামাঝিতেই তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, তাপের মাত্রা তখন ৪২ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, এপ্রিল বছরের সবচেয়ে উষ্ণতম মাস। এই মাসে এমনিতেই দুই থেকে তিনটি তাপপ্রবাহ থাকে। এপ্রিলের মাঝামাঝিতে দেশের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি বা অতি তীব্র হতে পারে। এই মাসজুড়েই বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে।

বজলুর রশীদ বলেন, এই সময়ে চুয়াডাঙ্গা ও রাজশাহী দিয়ে গরম বাতাস দেশে ঢোকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরমের সঙ্গে ঘামে অস্বস্তি সৃষ্টি হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি তাপপ্রবাহ হিসেবে বিবেচিত। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত