মৌলভীবাজার প্রতিনিধি
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে লাগবে কার্ড। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সঠিক নিয়মে কার্ড দিয়ে টিসিবি পণ্য বিক্রির লক্ষ্যে তালিকা করা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে।
টিসিবির ডিলাররা ঠিকমতো পণ্য বিক্রি করেন না। আবার লাইনে দাঁড়িয়ে স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেট করে কম মূল্যে পণ্য কিনে তা আবার উচ্চমূল্যে বিক্রি করেন। আবারও অনেকই পরিবারের একাধিক সদস্য নিয়ে লাইনে দাঁড়িয়ে পণ্য নিচ্ছেন-ক্রেতাদের এমন অভিযোগ ওঠায় কার্ড প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টিসিবির পণ্য বিক্রির প্রতারণা ঠেকাতে চালু হচ্ছে নতুন নিয়ম। বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন বিভাগ দফায় দফায় মিটিং করে টিসিবির পণ্য বিক্রির এই নতুন কৌশল নির্ধারণ করা হয়। এখন থেকে শুধু নির্দিষ্ট কার্ডধারী অসচ্ছল ব্যক্তি বা পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করতে পারবেন ডিলাররা। এই নিয়মের ফলে নিম্ন আয়ের মানুষ কম মূল্যে পাবে টিসিবির পণ্য।
মৌলভীবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্ব থাকা মখলিছুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে এ বিষয় নিয়ে জেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয় তালিকা তৈরির জন্য। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে তালিকা করতে। তালিকা ইউনিয়ন থেকে উপজেলায় আসবে, উপজেলা থেকে জেলায়, জেলা থেকে মন্ত্রণালয়ে গিয়ে চূড়ান্ত তালিকা অনুমোদন হবে।
এখন চলছে ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী বাছাইয়ের কাজ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ তালিকা তৈরি করে উপজেলা কমিটির কাছে পাঠাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌলভীবাজার জেলার সাত উপজেলার মধ্যে বড়লেখায় ২ হাজার ৬৪৯, জুড়ীতে ৩ হাজার ৩৫৪, কুলাউড়ায় ৩ হাজার ৯৫, কমলগঞ্জে ৪ হাজার ৯০, সদরে ৪ হাজার ১৪৭, রাজনগরে ২ হাজার ৮৭১ এবং শ্রীমঙ্গল উপজেলা ৮ হাজার ১৪৪টি কার্ডের তালিকা দেওয়ার কথা রয়েছে।
রাজনগরের ইউএনও প্রিয়াঙ্কা পাল বলেন, ‘জেলা প্রশাসন কার্যালয় থেকে আমাদের তালিকা করার কথা বলা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান এই তালিকা তৈরি করছেন।’
কমলগঞ্জের ইউএনও আশেকুল হক জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ইতিমধ্যে তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত জেলা প্রশাসন কার্যালয়ে তালিকা পাঠিয়ে দেওয়া হবে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে লাগবে কার্ড। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সঠিক নিয়মে কার্ড দিয়ে টিসিবি পণ্য বিক্রির লক্ষ্যে তালিকা করা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে।
টিসিবির ডিলাররা ঠিকমতো পণ্য বিক্রি করেন না। আবার লাইনে দাঁড়িয়ে স্থানীয় ব্যবসায়ী সিন্ডিকেট করে কম মূল্যে পণ্য কিনে তা আবার উচ্চমূল্যে বিক্রি করেন। আবারও অনেকই পরিবারের একাধিক সদস্য নিয়ে লাইনে দাঁড়িয়ে পণ্য নিচ্ছেন-ক্রেতাদের এমন অভিযোগ ওঠায় কার্ড প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টিসিবির পণ্য বিক্রির প্রতারণা ঠেকাতে চালু হচ্ছে নতুন নিয়ম। বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন বিভাগ দফায় দফায় মিটিং করে টিসিবির পণ্য বিক্রির এই নতুন কৌশল নির্ধারণ করা হয়। এখন থেকে শুধু নির্দিষ্ট কার্ডধারী অসচ্ছল ব্যক্তি বা পরিবারের কাছে টিসিবির পণ্য বিক্রি করতে পারবেন ডিলাররা। এই নিয়মের ফলে নিম্ন আয়ের মানুষ কম মূল্যে পাবে টিসিবির পণ্য।
মৌলভীবাজার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্ব থাকা মখলিছুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে এ বিষয় নিয়ে জেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয় তালিকা তৈরির জন্য। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে তালিকা করতে। তালিকা ইউনিয়ন থেকে উপজেলায় আসবে, উপজেলা থেকে জেলায়, জেলা থেকে মন্ত্রণালয়ে গিয়ে চূড়ান্ত তালিকা অনুমোদন হবে।
এখন চলছে ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী বাছাইয়ের কাজ। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ তালিকা তৈরি করে উপজেলা কমিটির কাছে পাঠাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌলভীবাজার জেলার সাত উপজেলার মধ্যে বড়লেখায় ২ হাজার ৬৪৯, জুড়ীতে ৩ হাজার ৩৫৪, কুলাউড়ায় ৩ হাজার ৯৫, কমলগঞ্জে ৪ হাজার ৯০, সদরে ৪ হাজার ১৪৭, রাজনগরে ২ হাজার ৮৭১ এবং শ্রীমঙ্গল উপজেলা ৮ হাজার ১৪৪টি কার্ডের তালিকা দেওয়ার কথা রয়েছে।
রাজনগরের ইউএনও প্রিয়াঙ্কা পাল বলেন, ‘জেলা প্রশাসন কার্যালয় থেকে আমাদের তালিকা করার কথা বলা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান এই তালিকা তৈরি করছেন।’
কমলগঞ্জের ইউএনও আশেকুল হক জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে ইতিমধ্যে তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত জেলা প্রশাসন কার্যালয়ে তালিকা পাঠিয়ে দেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে