কাউনিয়া প্রতিনিধি
কাউনিয়ায় চলছে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এসব মানানোর কাজ কাদের তা নিয়ে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ ও প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে দায়িত্ব অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার খেলা চলছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সারা দেশের মতো কাউনিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ।
গতকাল শনিবার সকাল থেকে উপজেলার হারাগাছ পৌরসভা ভবনে শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। কেন্দ্রে টিকাপ্রত্যাশী শিক্ষার্থীদের জটলা ছিল চোখে পড়ার মতো। এখানে পৌরসভার আরিফ উদ্দিন উচ্চবিদ্যালয়, সারাই মুন্সিপাড়া উচ্চবিদ্যালয়, আইডিয়াল স্কুল ও পোদ্দারপাড়া উচ্চবিদ্যালয়ের অন্তত দেড় হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল।
সরেজমিন পৌর ভবনের সামনে ও আশপাশে শিক্ষার্থীসহ অভিভাবকদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। এ সময় অনেকের মুখে মাস্ক ছিল না। এমনকি কোনো সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি কাউকে। শিক্ষার্থীদের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে উদাসীন দেখা গেছে অভিভাবকদেরও। এ ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।
টিকা নিতে এসে নানা ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন একাধিক শিক্ষার্থী ও অভিভাবক। সারাই মুন্সিপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাহানারা পারভীন বলে, ‘সকাল থেকে গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি। কখন যে করোনাভাইরাস প্রতিরোধের টিকা পাব, তা-ও বলতে পারি না। এমন লম্বা লাইনে গাদাগাদি করে দাঁড়ানোতে তো করোনা সংক্রমণের আশঙ্কা থাকে।’
এ বিষয়ে দরদী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ থেকে যদি বিদ্যালয়ভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালনা করা হতো, তাহলে হয়তো এ সমস্যা দেখা দিত না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, ‘হারাগাছ পৌরভবন কেন্দ্রে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানাতে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে, এটা আমি জানতে পেরেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
মীর হোসেন জানান, স্বাস্থ্য বিভাগের কাজ টিকা দেওয়া, আর টিকা গ্রহণকারীদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানানো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কাজ, স্বাস্থ্য বিভাগের নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানানো আমাদের কাজ নয়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কাজ।’
এ ব্যাপারে সারাই মুন্সিপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ‘বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক জায়গায় জড়ো করে টিকাদান করায় কাউকে স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছিল না। আমাদের বিদ্যালয়ের সব শিক্ষক আজকের টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন, কিন্তু শিশু শিক্ষার্থীদের কোনোভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি।’
কাউনিয়ায় চলছে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এসব মানানোর কাজ কাদের তা নিয়ে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ ও প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে দায়িত্ব অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার খেলা চলছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সারা দেশের মতো কাউনিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ।
গতকাল শনিবার সকাল থেকে উপজেলার হারাগাছ পৌরসভা ভবনে শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। কেন্দ্রে টিকাপ্রত্যাশী শিক্ষার্থীদের জটলা ছিল চোখে পড়ার মতো। এখানে পৌরসভার আরিফ উদ্দিন উচ্চবিদ্যালয়, সারাই মুন্সিপাড়া উচ্চবিদ্যালয়, আইডিয়াল স্কুল ও পোদ্দারপাড়া উচ্চবিদ্যালয়ের অন্তত দেড় হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল।
সরেজমিন পৌর ভবনের সামনে ও আশপাশে শিক্ষার্থীসহ অভিভাবকদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। এ সময় অনেকের মুখে মাস্ক ছিল না। এমনকি কোনো সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি কাউকে। শিক্ষার্থীদের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে উদাসীন দেখা গেছে অভিভাবকদেরও। এ ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।
টিকা নিতে এসে নানা ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন একাধিক শিক্ষার্থী ও অভিভাবক। সারাই মুন্সিপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাহানারা পারভীন বলে, ‘সকাল থেকে গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি। কখন যে করোনাভাইরাস প্রতিরোধের টিকা পাব, তা-ও বলতে পারি না। এমন লম্বা লাইনে গাদাগাদি করে দাঁড়ানোতে তো করোনা সংক্রমণের আশঙ্কা থাকে।’
এ বিষয়ে দরদী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগ থেকে যদি বিদ্যালয়ভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালনা করা হতো, তাহলে হয়তো এ সমস্যা দেখা দিত না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, ‘হারাগাছ পৌরভবন কেন্দ্রে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানাতে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে, এটা আমি জানতে পেরেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’
মীর হোসেন জানান, স্বাস্থ্য বিভাগের কাজ টিকা দেওয়া, আর টিকা গ্রহণকারীদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানানো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কাজ, স্বাস্থ্য বিভাগের নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানানো আমাদের কাজ নয়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের কাজ।’
এ ব্যাপারে সারাই মুন্সিপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ‘বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক জায়গায় জড়ো করে টিকাদান করায় কাউকে স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছিল না। আমাদের বিদ্যালয়ের সব শিক্ষক আজকের টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন, কিন্তু শিশু শিক্ষার্থীদের কোনোভাবেই সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে