সম্পাদকীয়
বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই সব কবির কাছেই বারবার ফিরে গিয়েছি, যাঁদের লেখায় নিজে অভিনয় করেছি গুরুত্বপূর্ণ চরিত্রে। যাঁরা গভীর, আবেদনময়, অনেক সময়ই গোপন। অধিক জনপ্রিয়, মাঠময়দানের কবিকে আমি এড়িয়ে গিয়েছি।
আমার দিদিমার শোয়ার ঘরে পুরস্কার প্রদান অনুষ্ঠান গোপনীয়তার কারণেই এক নিবিড় প্রভাব তৈরি করে। ব্লেক আমার সঙ্গে কথা বলতেন ওই ছোট্ট কালো ছেলেটির মাধ্যমে। সে-ই ছিল আমার ভেতরে পাওয়া স্বরের গোপন সূত্র। তাকে দেখা যেত না বা দেখা গেলেও তা ছিল অস্পষ্ট এক অবয়ব। কিন্তু আমি জানতাম, সে যা বলছে তা সত্যি, ওর নশ্বর দেহে রয়েছে উজ্জ্বল এক পবিত্রতা।
এটা বলছি তার কারণ, ওই কালো ছেলেটির মধ্যে কোনো প্রতিশোধস্পৃহা বা দোষারোপ করার ব্যাপার নেই। শুধু বিশ্বাস রয়েছে মৃত্যুর পরে সে পাবে এক সুন্দর নিখুঁত পৃথিবী, যেখানে সে যা ঠিক, সেভাবেই স্বীকৃত হবে। অবশ্যই এই আশা বাস্তবোচিত নয়; বরং বাস্তবকে সে অবজ্ঞা করে, শেষ পর্যন্ত কবিতাটি হয়ে ওঠে হৃদয়বিদারক এবং গভীরভাবে রাজনৈতিকও। যে ন্যায্য ক্রোধ এবং ক্ষত থেকে সেই কালো ছেলেটিকে তার মা বাঁচিয়ে রেখেছিল, ছেলেটি যা অনুভব করতে দেয়নি নিজেকে, তা গ্রাস করে পাঠক বা শ্রোতাকে।
যেসব কবিতায় গোটা জীবন ডুবে থেকেছি, সেগুলো খুবই ঘনিষ্ঠ স্বরে কথা বলে, গোপন ষড়যন্ত্রের মতো, যে কবিতায় পাঠক অথবা শ্রোতাও নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রেখে যায়, হয়ে ওঠে এক সহষড়যন্ত্রকারী। ডিকিনসন বলছেন, ‘আমি তো কেউ নই, তুমিও কি কেউ নও? কাউকে জানিয়ো না আমাদের জুটি হবে।’
টি এস এলিয়ট বলছেন, ‘চলো আমি আর তুমি, চলা যাক/ সন্ধ্যা আকাশের নিচে চাদর মেলেছে/ যেভাবে অসার এক রোগী টেবিলে রয়েছে ছড়িয়ে...।’ আসলে এলিয়ট তো কাউকে আহ্বান করছেন না, তিনি পাঠকের কাছ থেকে কিছু চাইছেন। অন্যভাবে বলা যায় শেক্সপিয়ারের ‘আমি কি তোমাকে তুলনা করব একটি গ্রীষ্ম দিবসের সঙ্গে?’
মার্কিন কবি-প্রাবন্ধিক লুইস গ্লুক ২০২০ সালে নোবেল পুরস্কার পান।
বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই সব কবির কাছেই বারবার ফিরে গিয়েছি, যাঁদের লেখায় নিজে অভিনয় করেছি গুরুত্বপূর্ণ চরিত্রে। যাঁরা গভীর, আবেদনময়, অনেক সময়ই গোপন। অধিক জনপ্রিয়, মাঠময়দানের কবিকে আমি এড়িয়ে গিয়েছি।
আমার দিদিমার শোয়ার ঘরে পুরস্কার প্রদান অনুষ্ঠান গোপনীয়তার কারণেই এক নিবিড় প্রভাব তৈরি করে। ব্লেক আমার সঙ্গে কথা বলতেন ওই ছোট্ট কালো ছেলেটির মাধ্যমে। সে-ই ছিল আমার ভেতরে পাওয়া স্বরের গোপন সূত্র। তাকে দেখা যেত না বা দেখা গেলেও তা ছিল অস্পষ্ট এক অবয়ব। কিন্তু আমি জানতাম, সে যা বলছে তা সত্যি, ওর নশ্বর দেহে রয়েছে উজ্জ্বল এক পবিত্রতা।
এটা বলছি তার কারণ, ওই কালো ছেলেটির মধ্যে কোনো প্রতিশোধস্পৃহা বা দোষারোপ করার ব্যাপার নেই। শুধু বিশ্বাস রয়েছে মৃত্যুর পরে সে পাবে এক সুন্দর নিখুঁত পৃথিবী, যেখানে সে যা ঠিক, সেভাবেই স্বীকৃত হবে। অবশ্যই এই আশা বাস্তবোচিত নয়; বরং বাস্তবকে সে অবজ্ঞা করে, শেষ পর্যন্ত কবিতাটি হয়ে ওঠে হৃদয়বিদারক এবং গভীরভাবে রাজনৈতিকও। যে ন্যায্য ক্রোধ এবং ক্ষত থেকে সেই কালো ছেলেটিকে তার মা বাঁচিয়ে রেখেছিল, ছেলেটি যা অনুভব করতে দেয়নি নিজেকে, তা গ্রাস করে পাঠক বা শ্রোতাকে।
যেসব কবিতায় গোটা জীবন ডুবে থেকেছি, সেগুলো খুবই ঘনিষ্ঠ স্বরে কথা বলে, গোপন ষড়যন্ত্রের মতো, যে কবিতায় পাঠক অথবা শ্রোতাও নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রেখে যায়, হয়ে ওঠে এক সহষড়যন্ত্রকারী। ডিকিনসন বলছেন, ‘আমি তো কেউ নই, তুমিও কি কেউ নও? কাউকে জানিয়ো না আমাদের জুটি হবে।’
টি এস এলিয়ট বলছেন, ‘চলো আমি আর তুমি, চলা যাক/ সন্ধ্যা আকাশের নিচে চাদর মেলেছে/ যেভাবে অসার এক রোগী টেবিলে রয়েছে ছড়িয়ে...।’ আসলে এলিয়ট তো কাউকে আহ্বান করছেন না, তিনি পাঠকের কাছ থেকে কিছু চাইছেন। অন্যভাবে বলা যায় শেক্সপিয়ারের ‘আমি কি তোমাকে তুলনা করব একটি গ্রীষ্ম দিবসের সঙ্গে?’
মার্কিন কবি-প্রাবন্ধিক লুইস গ্লুক ২০২০ সালে নোবেল পুরস্কার পান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে