সাহিদুল ইসলাম চৌধুরী, ঢাকা
কি সরকারে, কি বিরোধী দলে—যেখানেই থাকুন না কেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং এসব দলের প্রভাবশালী নেতারা কখনো প্রকাশ্যে, আবার কখনো গোপনে যোগাযোগ রক্ষা করে চলেন ঢাকায় অবস্থান করা বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে। তাঁদের এই যোগাযোগ হয় রাষ্ট্রদূত, মিশনপ্রধান থেকে শুরু করে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে। আবার রাজনীতিবিদদের একাংশ নিজেদের তাগিদেও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে থাকেন, এমনটি হচ্ছে হরহামেশা।
তাহলে প্রশ্ন উঠতেই পারে, কী আলাপ করেন তাঁরা? আজকের পত্রিকার পক্ষ থেকে সেই প্রশ্ন করা হয়েছিল কয়েকজন কূটনীতিক ও রাজনীতিককে। তাঁরা বললেন, বিষয়টি নির্ভর করে কোনো রাষ্ট্রদূত বা কূটনীতিক কোন দেশের প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশের সঙ্গে সেই দেশের কী স্বার্থ আছে, তার ওপর।
তবে নিজ নিজ দেশে চর্চা করা গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের কারণে পশ্চিমা কূটনীতিকদের অধিকাংশের আলাপের বিষয় হয়ে দাঁড়ায় বাংলাদেশ গণতন্ত্র ও নির্বাচনের হালচাল ও মানবাধিকারের প্রসঙ্গগুলো। এ ক্ষেত্রে দূতাবাসগুলো দু্ই ধারায় বিভক্ত। এক পক্ষ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি; বিশেষ করে ভোট নিয়ে বেশ আগ্রহী, আরেক পক্ষ আছে যাদের এ নিয়ে কোনো আগ্রহই নেই।
যেমন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ হবে কি না, ভোট সুষ্ঠু হবে কি না, ভোটকেন্দ্রের পরিবেশ কেমন হওয়া দরকার, তা নিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা প্রকাশ্যেই কথা বলছেন।
আবার ঢাকায় ৫০টির মতো দূতাবাস আছে, যেগুলোর বাংলাদেশের স্থানীয় রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আগ্রহ কম। এই দেশগুলোর তালিকায় অন্যতম হলো সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, কুয়েত, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, ব্রাজিল, ভুটান, ব্রুনেই, মিসর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ এ প্রসঙ্গে বললেন, ‘কূটনীতিকেরা রাজনীতি নিয়ে আলাপ করতেই পারেন। তবে সেটা হয় একান্তে। এতে ফল ভালো হওয়ার সম্ভাবনা থাকে।’
স্থানীয় রাজনীতিকদের তরফে যে প্রবণতা, সে সম্পর্কে চীনে দায়িত্ব পালন করা বাংলাদেশের এই সাবেক রাষ্ট্রদূত বলেন, যে যখন বিরোধী দলে থাকে, সে চায় রাষ্ট্রদূতদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে কথা বলে সরকারকে বিব্রত করতে। দলগুলো নিজেরা আলাপ-আলোচনা করে রাজনৈতিকসহ বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস না থাকার ফলে এমনটা হয় বলে মনে করেন তিনি।
আজকাল বিদেশি রাষ্ট্রদূতেরা কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে রাজনীতি নিয়ে প্রকাশ্যে কথা বলে থাকেন উল্লেখ করে তিনি বলেন, অন্য অধিকাংশ দেশে এসব দেশের কূটনীতিকেরাই নিজেদের দেশের রাজনীতি নিয়ে কথা বলার সুযোগ পান না।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্পষ্ট করে বলেছেন, ‘বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের নিজেদের সরকার নির্বাচন করতে পারবে, এটাই যুক্তরাষ্ট্র চায়।’ গত ২৯ সেপ্টেম্বর ঢাকার একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২৮ দেশের প্রতিনিধিত্বকারী ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) ১০ দেশের রাষ্ট্রদূত ২ অক্টোবর বৈঠকে বসেছিলেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির সঙ্গে। দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠকের পর ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এক টুইটে ছবি যুক্ত করে বলেছেন, মিশনপ্রধানেরা ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাঁদের নিয়মিত বৈঠকগুলো চালিয়ে যাচ্ছেন’ বাংলাদেশের বিভিন্ন বিষয়ে জানার জন্য।
এর আগে নির্বাচন কমিশন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলাদা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানিসহ প্রভাবশালী একাধিক দেশের দূতেরা। কূটনৈতিক ও দলীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রতিটি বৈঠকের অধিকাংশ সময়জুড়ে আগামী নির্বাচন কেমন হতে পারে, কোন দলের কৌশল কী হবে, কী ন্যূনতম পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে যেতে পারে, তা বোঝার চেষ্টা ছিল কূটনীতিকদের। অবশ্য ৮ জুন নির্বাচন কমিশনে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে পিটার হাস বলেছিলেন, ‘কোন দল জিতল, তা নিয়ে মাথা ঘামাতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র।’
দুই প্রধান দলের অংশগ্রহণের মাধ্যমে ভোট অন্তর্ভুক্তিমূলক করার স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচনে যেতে বর্তমান সরকারের অবস্থান এবং নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপির দাবির মাঝামাঝি কোথাও আসা যায় কি না, নেপথ্যে এমন আলাপও করছেন কিছু কিছু কূটনীতিক। তবে এ নিয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের অধিকাংশই স্থানীয় রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে প্রকাশ্য বৈঠকে কথা বলতে চান না। তবে অন্য প্রভাবশালী ও সক্রিয় দেশগুলোর মধ্যে ভারত ও চীনের কূটনীতিকদের নেপথ্যে রাজনৈতিক আলাপের কথা শোনা যায়। পাকিস্তানও খোঁজখবর নেয়, তবে সেটা নেপথ্যে।
এখন প্রশ্ন হলো, রাজনীতিকেরা বিষয়টি কীভাবে দেখেন।
এ প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের কাছে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের, রাজনীতি, নির্বাচন এবং গণতন্ত্র কীভাবে শক্তিশালী হবে, সেই পথ নিজেদের উদ্ভাবন করতে হবে। বিএনপি-জামায়াতের মতো চিন্তা-চেতনার রাজনৈতিক দলগুলো নেতৃত্বের দেউলিয়াত্বের কারণে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ধরনা দেয়, নালিশ করে। বিদেশিরা কী বলবে, সেদিকে তাকিয়ে থাকার কারণেই কূটনীতিকদের কথা বলার সুযোগ সৃষ্টি হয়।
আর বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ প্রসঙ্গে বলেন, বহুদিন ধরেই নির্বাচন নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলাপ করার এই চল ও চর্চা আছে। রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক বিষয়ক কমিটি আছে। প্রবাসেও শাখা আছে। নিজ নিজ গঠনতন্ত্রের অধীনে তাঁরা এটা করে থাকেন। এটাকে খারাপভাবে দেখার কোনো কারণ নেই।
কি সরকারে, কি বিরোধী দলে—যেখানেই থাকুন না কেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং এসব দলের প্রভাবশালী নেতারা কখনো প্রকাশ্যে, আবার কখনো গোপনে যোগাযোগ রক্ষা করে চলেন ঢাকায় অবস্থান করা বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে। তাঁদের এই যোগাযোগ হয় রাষ্ট্রদূত, মিশনপ্রধান থেকে শুরু করে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে। আবার রাজনীতিবিদদের একাংশ নিজেদের তাগিদেও কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে থাকেন, এমনটি হচ্ছে হরহামেশা।
তাহলে প্রশ্ন উঠতেই পারে, কী আলাপ করেন তাঁরা? আজকের পত্রিকার পক্ষ থেকে সেই প্রশ্ন করা হয়েছিল কয়েকজন কূটনীতিক ও রাজনীতিককে। তাঁরা বললেন, বিষয়টি নির্ভর করে কোনো রাষ্ট্রদূত বা কূটনীতিক কোন দেশের প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশের সঙ্গে সেই দেশের কী স্বার্থ আছে, তার ওপর।
তবে নিজ নিজ দেশে চর্চা করা গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের কারণে পশ্চিমা কূটনীতিকদের অধিকাংশের আলাপের বিষয় হয়ে দাঁড়ায় বাংলাদেশ গণতন্ত্র ও নির্বাচনের হালচাল ও মানবাধিকারের প্রসঙ্গগুলো। এ ক্ষেত্রে দূতাবাসগুলো দু্ই ধারায় বিভক্ত। এক পক্ষ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি; বিশেষ করে ভোট নিয়ে বেশ আগ্রহী, আরেক পক্ষ আছে যাদের এ নিয়ে কোনো আগ্রহই নেই।
যেমন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ হবে কি না, ভোট সুষ্ঠু হবে কি না, ভোটকেন্দ্রের পরিবেশ কেমন হওয়া দরকার, তা নিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতেরা প্রকাশ্যেই কথা বলছেন।
আবার ঢাকায় ৫০টির মতো দূতাবাস আছে, যেগুলোর বাংলাদেশের স্থানীয় রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আগ্রহ কম। এই দেশগুলোর তালিকায় অন্যতম হলো সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, কুয়েত, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, আলজেরিয়া, ব্রাজিল, ভুটান, ব্রুনেই, মিসর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ এ প্রসঙ্গে বললেন, ‘কূটনীতিকেরা রাজনীতি নিয়ে আলাপ করতেই পারেন। তবে সেটা হয় একান্তে। এতে ফল ভালো হওয়ার সম্ভাবনা থাকে।’
স্থানীয় রাজনীতিকদের তরফে যে প্রবণতা, সে সম্পর্কে চীনে দায়িত্ব পালন করা বাংলাদেশের এই সাবেক রাষ্ট্রদূত বলেন, যে যখন বিরোধী দলে থাকে, সে চায় রাষ্ট্রদূতদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে কথা বলে সরকারকে বিব্রত করতে। দলগুলো নিজেরা আলাপ-আলোচনা করে রাজনৈতিকসহ বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে নিজেদের দক্ষতার ওপর বিশ্বাস না থাকার ফলে এমনটা হয় বলে মনে করেন তিনি।
আজকাল বিদেশি রাষ্ট্রদূতেরা কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে রাজনীতি নিয়ে প্রকাশ্যে কথা বলে থাকেন উল্লেখ করে তিনি বলেন, অন্য অধিকাংশ দেশে এসব দেশের কূটনীতিকেরাই নিজেদের দেশের রাজনীতি নিয়ে কথা বলার সুযোগ পান না।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্পষ্ট করে বলেছেন, ‘বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের নিজেদের সরকার নির্বাচন করতে পারবে, এটাই যুক্তরাষ্ট্র চায়।’ গত ২৯ সেপ্টেম্বর ঢাকার একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২৮ দেশের প্রতিনিধিত্বকারী ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) ১০ দেশের রাষ্ট্রদূত ২ অক্টোবর বৈঠকে বসেছিলেন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির সঙ্গে। দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠকের পর ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এক টুইটে ছবি যুক্ত করে বলেছেন, মিশনপ্রধানেরা ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাঁদের নিয়মিত বৈঠকগুলো চালিয়ে যাচ্ছেন’ বাংলাদেশের বিভিন্ন বিষয়ে জানার জন্য।
এর আগে নির্বাচন কমিশন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলাদা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানিসহ প্রভাবশালী একাধিক দেশের দূতেরা। কূটনৈতিক ও দলীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, প্রতিটি বৈঠকের অধিকাংশ সময়জুড়ে আগামী নির্বাচন কেমন হতে পারে, কোন দলের কৌশল কী হবে, কী ন্যূনতম পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে যেতে পারে, তা বোঝার চেষ্টা ছিল কূটনীতিকদের। অবশ্য ৮ জুন নির্বাচন কমিশনে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে পিটার হাস বলেছিলেন, ‘কোন দল জিতল, তা নিয়ে মাথা ঘামাতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র।’
দুই প্রধান দলের অংশগ্রহণের মাধ্যমে ভোট অন্তর্ভুক্তিমূলক করার স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচনে যেতে বর্তমান সরকারের অবস্থান এবং নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপির দাবির মাঝামাঝি কোথাও আসা যায় কি না, নেপথ্যে এমন আলাপও করছেন কিছু কিছু কূটনীতিক। তবে এ নিয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের অধিকাংশই স্থানীয় রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে প্রকাশ্য বৈঠকে কথা বলতে চান না। তবে অন্য প্রভাবশালী ও সক্রিয় দেশগুলোর মধ্যে ভারত ও চীনের কূটনীতিকদের নেপথ্যে রাজনৈতিক আলাপের কথা শোনা যায়। পাকিস্তানও খোঁজখবর নেয়, তবে সেটা নেপথ্যে।
এখন প্রশ্ন হলো, রাজনীতিকেরা বিষয়টি কীভাবে দেখেন।
এ প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের কাছে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের, রাজনীতি, নির্বাচন এবং গণতন্ত্র কীভাবে শক্তিশালী হবে, সেই পথ নিজেদের উদ্ভাবন করতে হবে। বিএনপি-জামায়াতের মতো চিন্তা-চেতনার রাজনৈতিক দলগুলো নেতৃত্বের দেউলিয়াত্বের কারণে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ধরনা দেয়, নালিশ করে। বিদেশিরা কী বলবে, সেদিকে তাকিয়ে থাকার কারণেই কূটনীতিকদের কথা বলার সুযোগ সৃষ্টি হয়।
আর বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ প্রসঙ্গে বলেন, বহুদিন ধরেই নির্বাচন নিয়ে কূটনীতিকদের সঙ্গে আলাপ করার এই চল ও চর্চা আছে। রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক বিষয়ক কমিটি আছে। প্রবাসেও শাখা আছে। নিজ নিজ গঠনতন্ত্রের অধীনে তাঁরা এটা করে থাকেন। এটাকে খারাপভাবে দেখার কোনো কারণ নেই।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে