তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহানে সরকারি জমি রক্ষার্থে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার দুপুরে এ অভিযানে শালবাহান ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের দখলে থাকা সাড়ে ৪ শতক জমিসহ ২৪ শতক খাস জমি উদ্ধার করা হয়। সে সঙ্গে একটি ক্লাবঘরও উচ্ছেদ করা হয়েছে।
শালবাহান ইউনিয়নের মাঝিপাড়ায় পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মণ্ডল এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি।
প্রশাসন থেকে জানা গেছে, মাঝিপাড়া এলাকায় কবরস্থানের খাস জমি দখল এবং সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে বাগান, বাংলো, ক্লাবঘর, দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন দখলকারীরা। এ ঘটনায় ২০১৯ সালের ৩ অক্টোবর উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
সম্প্রতি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রভাব খাটিয়ে উচ্ছেদ করা জায়গাটিতে দলীয় কার্যালয়ের ব্যানার ঝুলিয়ে পুনরায় দখল করেন অভিযুক্ত চেয়ারম্যান। বিষয়টি প্রশাসনের নজর এলে গত শুক্রবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে যুবলীগ নেতা ও শালবাহান ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে আমি একজনের কাছ থেকে স্ট্যাম্পে ডিড করে পজিশন ক্রয় করি। এরপর এ জমিতে আওয়ামী যুবলীগের অফিস করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছি। এখানে আরও ২০ থেকে ২৫ একর সরকারি খাস জমি রয়েছে। সেগুলো উদ্ধার না করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে।’
ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘ওই ব্যক্তির (চেয়ারম্যান আশরাফুল) দখলে থাকা জায়গাটি মাঝিপাড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। সরকারি জায়গায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়িত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসতঘর নির্মাণের জন্য উপজেলা টাস্কফোর্স কমিটিতে উত্থাপনের সিদ্ধান্তে গৃহীত হয়। এ কারণই উচ্ছেদ অভিযান চালানো হয়।’
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহানে সরকারি জমি রক্ষার্থে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার দুপুরে এ অভিযানে শালবাহান ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামের দখলে থাকা সাড়ে ৪ শতক জমিসহ ২৪ শতক খাস জমি উদ্ধার করা হয়। সে সঙ্গে একটি ক্লাবঘরও উচ্ছেদ করা হয়েছে।
শালবাহান ইউনিয়নের মাঝিপাড়ায় পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মণ্ডল এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি।
প্রশাসন থেকে জানা গেছে, মাঝিপাড়া এলাকায় কবরস্থানের খাস জমি দখল এবং সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে বাগান, বাংলো, ক্লাবঘর, দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন দখলকারীরা। এ ঘটনায় ২০১৯ সালের ৩ অক্টোবর উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
সম্প্রতি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রভাব খাটিয়ে উচ্ছেদ করা জায়গাটিতে দলীয় কার্যালয়ের ব্যানার ঝুলিয়ে পুনরায় দখল করেন অভিযুক্ত চেয়ারম্যান। বিষয়টি প্রশাসনের নজর এলে গত শুক্রবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে যুবলীগ নেতা ও শালবাহান ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে আমি একজনের কাছ থেকে স্ট্যাম্পে ডিড করে পজিশন ক্রয় করি। এরপর এ জমিতে আওয়ামী যুবলীগের অফিস করে দলীয় কার্যক্রম চালিয়ে আসছি। এখানে আরও ২০ থেকে ২৫ একর সরকারি খাস জমি রয়েছে। সেগুলো উদ্ধার না করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে।’
ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘ওই ব্যক্তির (চেয়ারম্যান আশরাফুল) দখলে থাকা জায়গাটি মাঝিপাড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। সরকারি জায়গায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়িত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসতঘর নির্মাণের জন্য উপজেলা টাস্কফোর্স কমিটিতে উত্থাপনের সিদ্ধান্তে গৃহীত হয়। এ কারণই উচ্ছেদ অভিযান চালানো হয়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে