রিমন রহমান, রাজশাহী
কোনো মহা আয়োজন নেই, বিষয়গুলো খুবই সাদামাটা। গ্রামের বখাটে তরুণ-তরুণীরা যা যা করেন, তেমনই কর্মকাণ্ড। অথচ এসব কর্মকাণ্ড দেখিয়েই ইউটিউব চ্যানেলে এক কোটির বেশি গ্রাহক জুটিয়েছেন নওগাঁর নিয়ামতপুরের এক তরুণ। তাঁর চ্যানেল এখন ব্যক্তিপর্যায়ে দেশে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল।
মতিউর রহমান মিঠুন নামে এই তরুণের চার বছর আগেও ভালো একটি স্মার্টফোন ছিল না। বন্ধুর স্মার্টফোন ধার করে ভিডিও করতেন। এডিটও করতেন অন্যের স্মার্টফোনে। সেই মিঠুন এখন পুরোদস্তুর পেশাদার নির্মাতা। তাঁর চ্যানেলের নাম ‘মহা ফান টিভি’। সেখান থেকে মাসে আয় লাখ লাখ টাকা। ২০টি পরিবার চলে তাঁর চ্যানেলের আয়ে।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার কালাইডাঙ্গা গ্রামের এই তরুণ ইতিমধ্যে দেশের সব নামীদামি ইউটিউবারকে পেছনে ফেলে দিয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁর চ্যানেলে গ্রাহক (সাবস্ক্রাইবার) ছিল ১ কোটি ১৬ লাখ।
২০১৬ সালে নিয়ামতপুর ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করে ৫-৭ হাজার টাকা বেতনের একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু পাননি। এরপর সিদ্ধান্ত নেন ইউটিউবে ভিডিও দেবেন। এক বন্ধুর সঙ্গে মিলে স্থির করেন মজার মজার ভিডিও বানাবেন। যাতে কোনো কথা থাকবে না, শুধু অঙ্গভঙ্গি দেখেই মানুষ মজা পাবে। শুরু হলো সেই কাজ।
মিঠুন বলেন, ধীরে ধীরে দল বড় হতে থাকল। এখন দলে ২০ জন কাজ করেন। এদের একজন হলেন মোহাম্মদ শামীম। ভালো রেজুলেশনের ভিডিও করার জন্য শুরুতে এই শামীমের স্মার্টফোন ধার নিয়েছিলেন মিঠুন। সেই ফোনে চলত ভিডিও ধারণ এবং এডিটিংয়ের কাজ। মিঠুনসহ অভিনয় করতেন পাঁচজন। রাত জেগে মিঠুন এডিটিং শিখতেন ইউটিউবেরই ভিডিও দেখে দেখে। নিজের চ্যানেলে কিছু ভিডিও দেওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে ইউটিউব থেকে প্রথমবার আট হাজার টাকা আয় করেন। এরপরই ভিডিও বানানোর ঝোঁক বেড়ে যায়। কেনেন একটা পুরোনো ল্যাপটপ। দলে লোকের সংখ্যা বাড়ানো হয়। পরের মাসে আয় হয় ৪০ হাজার টাকা। এবার দুই তরুণীকেও দলে নেন। শুরুতে শুধু ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানান। পরে দেখলেন, তাঁর বানানো ভিডিও বিভিন্ন ফেসবুক পেজে আপলোড হচ্ছে। অন্যরা সেখান থেকে আয় করছে। এরপর ফেসবুকে পেজ খোলেন। এখন দুটো থেকেই আয় হচ্ছে।
মিঠুন জানালেন, প্রতি মাসে গড়ে পাঁচটি ভিডিও আপলোড করেন। পাঁচ-ছয় মিনিটের এসব ভিডিওতে থাকে একদল তরুণ ও দুই তরুণীর মজার সব কার্যকলাপ। বরেন্দ্র অঞ্চলের মাঠে-ঘাটে এসব ভিডিও ধারণ করা হয়। মিঠুনই এসব ভিডিওর ‘পরিচালক’। মিঠুনের দলে যাঁরা কাজ করেন তাঁরা মাসিক বেতনভুক্ত। এদের বাড়িভাড়া, খাবার, চিকিৎসা, যাতায়াত—সব খরচই দেন মিঠুন।
মিঠুনের ভিডিওতে নানা জিনিস ভেঙে চুরমার করতে দেখা যায়। মাঠে-ঘাটে এসব করতে দেখে গ্রামের লোকেরা একসময় তাঁকে পাগল বলতেন। মিঠুনের কথায়, গ্রামবাসী তাঁকে বখাটেও বলেছিলেন। সে কারণে দূরে গিয়ে লুকিয়ে লুকিয়ে শুটিং করতেন। এখন গ্রামের সবাই তাঁকে সহযোগিতাও করেন, গর্বও করেন।
মিঠুন বললেন, মাস্তি করেই পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের স্বপ্ন দেখেন তিনি।
কোনো মহা আয়োজন নেই, বিষয়গুলো খুবই সাদামাটা। গ্রামের বখাটে তরুণ-তরুণীরা যা যা করেন, তেমনই কর্মকাণ্ড। অথচ এসব কর্মকাণ্ড দেখিয়েই ইউটিউব চ্যানেলে এক কোটির বেশি গ্রাহক জুটিয়েছেন নওগাঁর নিয়ামতপুরের এক তরুণ। তাঁর চ্যানেল এখন ব্যক্তিপর্যায়ে দেশে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল।
মতিউর রহমান মিঠুন নামে এই তরুণের চার বছর আগেও ভালো একটি স্মার্টফোন ছিল না। বন্ধুর স্মার্টফোন ধার করে ভিডিও করতেন। এডিটও করতেন অন্যের স্মার্টফোনে। সেই মিঠুন এখন পুরোদস্তুর পেশাদার নির্মাতা। তাঁর চ্যানেলের নাম ‘মহা ফান টিভি’। সেখান থেকে মাসে আয় লাখ লাখ টাকা। ২০টি পরিবার চলে তাঁর চ্যানেলের আয়ে।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার কালাইডাঙ্গা গ্রামের এই তরুণ ইতিমধ্যে দেশের সব নামীদামি ইউটিউবারকে পেছনে ফেলে দিয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁর চ্যানেলে গ্রাহক (সাবস্ক্রাইবার) ছিল ১ কোটি ১৬ লাখ।
২০১৬ সালে নিয়ামতপুর ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করে ৫-৭ হাজার টাকা বেতনের একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু পাননি। এরপর সিদ্ধান্ত নেন ইউটিউবে ভিডিও দেবেন। এক বন্ধুর সঙ্গে মিলে স্থির করেন মজার মজার ভিডিও বানাবেন। যাতে কোনো কথা থাকবে না, শুধু অঙ্গভঙ্গি দেখেই মানুষ মজা পাবে। শুরু হলো সেই কাজ।
মিঠুন বলেন, ধীরে ধীরে দল বড় হতে থাকল। এখন দলে ২০ জন কাজ করেন। এদের একজন হলেন মোহাম্মদ শামীম। ভালো রেজুলেশনের ভিডিও করার জন্য শুরুতে এই শামীমের স্মার্টফোন ধার নিয়েছিলেন মিঠুন। সেই ফোনে চলত ভিডিও ধারণ এবং এডিটিংয়ের কাজ। মিঠুনসহ অভিনয় করতেন পাঁচজন। রাত জেগে মিঠুন এডিটিং শিখতেন ইউটিউবেরই ভিডিও দেখে দেখে। নিজের চ্যানেলে কিছু ভিডিও দেওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে ইউটিউব থেকে প্রথমবার আট হাজার টাকা আয় করেন। এরপরই ভিডিও বানানোর ঝোঁক বেড়ে যায়। কেনেন একটা পুরোনো ল্যাপটপ। দলে লোকের সংখ্যা বাড়ানো হয়। পরের মাসে আয় হয় ৪০ হাজার টাকা। এবার দুই তরুণীকেও দলে নেন। শুরুতে শুধু ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানান। পরে দেখলেন, তাঁর বানানো ভিডিও বিভিন্ন ফেসবুক পেজে আপলোড হচ্ছে। অন্যরা সেখান থেকে আয় করছে। এরপর ফেসবুকে পেজ খোলেন। এখন দুটো থেকেই আয় হচ্ছে।
মিঠুন জানালেন, প্রতি মাসে গড়ে পাঁচটি ভিডিও আপলোড করেন। পাঁচ-ছয় মিনিটের এসব ভিডিওতে থাকে একদল তরুণ ও দুই তরুণীর মজার সব কার্যকলাপ। বরেন্দ্র অঞ্চলের মাঠে-ঘাটে এসব ভিডিও ধারণ করা হয়। মিঠুনই এসব ভিডিওর ‘পরিচালক’। মিঠুনের দলে যাঁরা কাজ করেন তাঁরা মাসিক বেতনভুক্ত। এদের বাড়িভাড়া, খাবার, চিকিৎসা, যাতায়াত—সব খরচই দেন মিঠুন।
মিঠুনের ভিডিওতে নানা জিনিস ভেঙে চুরমার করতে দেখা যায়। মাঠে-ঘাটে এসব করতে দেখে গ্রামের লোকেরা একসময় তাঁকে পাগল বলতেন। মিঠুনের কথায়, গ্রামবাসী তাঁকে বখাটেও বলেছিলেন। সে কারণে দূরে গিয়ে লুকিয়ে লুকিয়ে শুটিং করতেন। এখন গ্রামের সবাই তাঁকে সহযোগিতাও করেন, গর্বও করেন।
মিঠুন বললেন, মাস্তি করেই পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের স্বপ্ন দেখেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে