নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঘরে-বাইরে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ সংগঠকেরা। গতকাল শনিবার চট্টগ্রামে ‘জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন’ বিষয়ক এক কর্মশালায় এমন মন্তব্য করেন তাঁরা।
বক্তারা বলেন, ঘরে কিংবা বাইরে নারী ও কন্যাশিশুরা কোথাও নিরাপদ নয়। জনসমাগমস্থল ও চলার পথকে নারীদের জন্য নিরাপদ করার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।
নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে জনসচেতনতার বিকল্প নেই উল্লেখ করে তাঁরা বলেন, একজন নারীর নিরাপত্তা ও চলার পথকে মসৃণ করতে হলে, তাঁকে অবশ্যই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে।
ডিইসি ফাউন্ডেশনের আয়োজনে নগরীর স্টেশন রোডে এশিয়ান এস আর হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় চট্টগ্রামের ৪৭টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর সহযোগিতায় ছিল ইউএনডিপি, সিআরআই, ইয়ং বাংলা ও জাতীয় মানবাধিকার কমিশন। এতে সভাপতিত্ব করেন ডিইসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোমেন কানুনগো।
সভায় অংশগ্রহণকারী সংগঠনের নারী সদস্যরা জনবহুল স্থানে মুখোমুখি হওয়া অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এর থেকে সমাধানের উপায় নিয়েও কথা বলেন। পাশাপাশি অংশ নেওয়া ৮৪ জন যুব সংগঠক নারীর নিরাপদ চলাচল নিশ্চিতের অঙ্গীকার করেন।
কর্মশালায় আলোচনা করেন বিদ্যুৎ বড়ুয়া, তানভীর শাহরিয়ার, মো. শাহজাহান প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত এই ক্যাম্পেইনটি অনলাইন প্ল্যাটফর্মে সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। তবে বিশেষ বিবেচনায় ১০টি স্থানে সিআরআইয়ের ইয়ুথ প্ল্যাটফর্ম ইয়ং বাংলার ১০টি সংগঠনের মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত হচ্ছে।
ঘরে-বাইরে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তরুণ সংগঠকেরা। গতকাল শনিবার চট্টগ্রামে ‘জনস্থানে নারীর নিরাপত্তা ক্যাম্পেইন’ বিষয়ক এক কর্মশালায় এমন মন্তব্য করেন তাঁরা।
বক্তারা বলেন, ঘরে কিংবা বাইরে নারী ও কন্যাশিশুরা কোথাও নিরাপদ নয়। জনসমাগমস্থল ও চলার পথকে নারীদের জন্য নিরাপদ করার বিষয়টিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।
নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে জনসচেতনতার বিকল্প নেই উল্লেখ করে তাঁরা বলেন, একজন নারীর নিরাপত্তা ও চলার পথকে মসৃণ করতে হলে, তাঁকে অবশ্যই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এগিয়ে আসতে হবে তরুণ সমাজকে।
ডিইসি ফাউন্ডেশনের আয়োজনে নগরীর স্টেশন রোডে এশিয়ান এস আর হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় চট্টগ্রামের ৪৭টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর সহযোগিতায় ছিল ইউএনডিপি, সিআরআই, ইয়ং বাংলা ও জাতীয় মানবাধিকার কমিশন। এতে সভাপতিত্ব করেন ডিইসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোমেন কানুনগো।
সভায় অংশগ্রহণকারী সংগঠনের নারী সদস্যরা জনবহুল স্থানে মুখোমুখি হওয়া অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এর থেকে সমাধানের উপায় নিয়েও কথা বলেন। পাশাপাশি অংশ নেওয়া ৮৪ জন যুব সংগঠক নারীর নিরাপদ চলাচল নিশ্চিতের অঙ্গীকার করেন।
কর্মশালায় আলোচনা করেন বিদ্যুৎ বড়ুয়া, তানভীর শাহরিয়ার, মো. শাহজাহান প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত এই ক্যাম্পেইনটি অনলাইন প্ল্যাটফর্মে সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। তবে বিশেষ বিবেচনায় ১০টি স্থানে সিআরআইয়ের ইয়ুথ প্ল্যাটফর্ম ইয়ং বাংলার ১০টি সংগঠনের মাধ্যমে মাঠপর্যায়ে পরিচালিত হচ্ছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে