সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া ও ঘৃণাই করতোয়া বাঁধের মাটি চুরি করে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ছাড়া এই মাটি ব্যবহার করা হচ্ছে শহরের বিভিন্ন স্থাপনায়। এতে ভাঙ্গন ঝুঁকিতে পড়েছে শহর রক্ষা বাঁধ। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাইফুল হাসান রনি বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টির সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বাঁধের মাটি যারা চুরি করছে তাদের চিহ্নিত ও চোরের হাত থেকে মাটি রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।
জানা যায়, খড়খড়িয়া নদীটি নীলফামারী জেলার সিংদই বিল থেকে উৎপত্তি হয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ীর ছোট যমুনা নদীতে মিলিত হয়েছে। এ নদীর বাম তীর অত্যন্ত স্পর্শকাতর। এই অংশে বিমানবন্দর, সেনানিবাস, দেশের বৃহৎ রেলওয়ে কারখানাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। অন্যদিকে, ঘৃণাই করতোয়া নদীর এক কিলোমিটারের মধ্যে সৈয়দপুর বিমানবন্দর ও সেনানিবাসের অবস্থান।
গুরুত্বপূর্ণ এ নদী দুটির পাঁচ কিলোমিটারজুড়ে কমপক্ষে ৫০টি স্থানে মাটি চুরি করছে চক্রটি। তারা এ কাজে ব্যবহার করছে ট্রাক্টর, ট্রলি ও ডাম্প ট্রাক। মাটি চুরির কারণে বর্ষাকালে বাঁধটি বন্যার তোড়ে ভেঙে গেলে ওই অংশ পানিতে তলিয়ে যাবে। বিশেষ করে ভৌগোলিক কারণে খড়খড়িয়া নদীর বন্যার পানির স্তর থেকে সৈয়দপুর শহরটি প্রায় এক মিটার নিচু। বাঁধে মাটি না থাকলে পানির তীব্র স্রোতে ভেঙে পানি লোকালয়ে ঢুকে যাবে। হাজার হাজার হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হবে। এতে করে শহর ও গ্রাম মিলিয়ে কয়েক লাখ মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সৈয়দপুর পওর বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আমিনুর রশিদ আজকের পত্রিকাকে জানান, বাঁধের মাটি পাহারা দেওয়ার মতো লোকবল নেই। চোরের হাত থেকে রক্ষা মাটি রক্ষা করতে স্থানীয় গ্রাম পুলিশ, জনপ্রতিনিধিসহ স্থানীয়দের প্রতি জনস্বার্থে সরকারের সম্পদ রক্ষায় ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। ঘটনাস্থলে পুলিশি টহল বাড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও অনুরোধ জানান এ কর্মকর্তা।
নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া ও ঘৃণাই করতোয়া বাঁধের মাটি চুরি করে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ছাড়া এই মাটি ব্যবহার করা হচ্ছে শহরের বিভিন্ন স্থাপনায়। এতে ভাঙ্গন ঝুঁকিতে পড়েছে শহর রক্ষা বাঁধ। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাইফুল হাসান রনি বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টির সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বাঁধের মাটি যারা চুরি করছে তাদের চিহ্নিত ও চোরের হাত থেকে মাটি রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।
জানা যায়, খড়খড়িয়া নদীটি নীলফামারী জেলার সিংদই বিল থেকে উৎপত্তি হয়ে দিনাজপুর জেলার ফুলবাড়ীর ছোট যমুনা নদীতে মিলিত হয়েছে। এ নদীর বাম তীর অত্যন্ত স্পর্শকাতর। এই অংশে বিমানবন্দর, সেনানিবাস, দেশের বৃহৎ রেলওয়ে কারখানাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। অন্যদিকে, ঘৃণাই করতোয়া নদীর এক কিলোমিটারের মধ্যে সৈয়দপুর বিমানবন্দর ও সেনানিবাসের অবস্থান।
গুরুত্বপূর্ণ এ নদী দুটির পাঁচ কিলোমিটারজুড়ে কমপক্ষে ৫০টি স্থানে মাটি চুরি করছে চক্রটি। তারা এ কাজে ব্যবহার করছে ট্রাক্টর, ট্রলি ও ডাম্প ট্রাক। মাটি চুরির কারণে বর্ষাকালে বাঁধটি বন্যার তোড়ে ভেঙে গেলে ওই অংশ পানিতে তলিয়ে যাবে। বিশেষ করে ভৌগোলিক কারণে খড়খড়িয়া নদীর বন্যার পানির স্তর থেকে সৈয়দপুর শহরটি প্রায় এক মিটার নিচু। বাঁধে মাটি না থাকলে পানির তীব্র স্রোতে ভেঙে পানি লোকালয়ে ঢুকে যাবে। হাজার হাজার হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হবে। এতে করে শহর ও গ্রাম মিলিয়ে কয়েক লাখ মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সৈয়দপুর পওর বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আমিনুর রশিদ আজকের পত্রিকাকে জানান, বাঁধের মাটি পাহারা দেওয়ার মতো লোকবল নেই। চোরের হাত থেকে রক্ষা মাটি রক্ষা করতে স্থানীয় গ্রাম পুলিশ, জনপ্রতিনিধিসহ স্থানীয়দের প্রতি জনস্বার্থে সরকারের সম্পদ রক্ষায় ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। ঘটনাস্থলে পুলিশি টহল বাড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও অনুরোধ জানান এ কর্মকর্তা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে