বিরস
অনেক বছর আগের কথা। একজন রাজনৈতিক নেতা জনগণকে উদ্দীপিত করার জন্য জনসভায় বক্তৃতা করতে গিয়ে বললেন, ‘রাশিয়া জাগছে, চীন জাগছে, ব্রিটেন, জাপানও জাগছে আর আমেরিকা তো জাইগগাই আছে। কিন্তু আপনেরা কবে জাগবেন? সক্কলের...বাঁশ দিলে?’
নেতার কথায় জনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হলো। অনেকেই সভাস্থল ত্যাগ করতে শুরু করলেন।
নেতার একান্ত সহকারী তাঁর কানে কানে বলল, ‘স্যার, আপনি ওই শব্দটা উইথড্র করেন।’
নেতার জিজ্ঞাসা, ‘মুই কোনডা উইথড্র করমু,...না বাঁশডা?’
খ. হুরমত আলী খন্দকার একজন ডাকসাইটে রাজনৈতিক নেতা। তাঁর দল ছোট, কিন্তু তিনি নেতা অনেক বড়। তাঁর দলের আর কারও নাম মানুষ কখনো শুনেছে বলে জানা নেই। তাতে কী? তিনি শুধু একটি দলের নয়, একটি জোটেরও তিনি অন্যতম সদস্য। তো, এই নেতা তাঁর ছেলেকে শিখিয়েছেন, কেউ নাম জানতে চাইলে নিজের নাম বলার সঙ্গে সঙ্গে যেন এটাও বলে যে, আমি রাজনীতিবিদ হুরমত আলী খন্দকারের ছেলে।
কিন্তু ছেলেটির মা আবার ছেলেকে অন্য রকম শিক্ষা দিতে চান। ছেলে রাজনীতির পথে হাঁটুক, বাবার মতো অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার ধান্দা শিখুক, অহংকারী হোক—এসব চান না। তাই তিনি ছেলেকে বলেছেন, কেউ তার নাম জানতে চাইলে যেন শুধু নিজের নামই বলে, বাবার নাম বলার দরকার নেই।
একদিন নেতার সঙ্গে একজন দেখা করতে এসে নেতার ছেলেকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি হুরমত আলী খন্দকার সাহেবের ছেলে?
ছেলেটি জবাব দেয়, বাবা তো তা-ই বলতে বলেন, কিন্তু মা যে মানা করেন!
গ. দুই বন্ধু কথা বলছিল। বিষয় সংবাদপত্রের স্বাধীনতা। তবে মূল বিষয়ে যাওয়ার আগে প্রথম বন্ধু দ্বিতীয় জনের কাছে জানতে চায়, একটি পত্রিকা দিয়ে কি একটি আস্ত হাতি মোড়ানো সম্ভব?
দ্বিতীয় বন্ধু কিছু না ভেবেই জবাব দেয়: অবশ্যই, যদি সেই পত্রিকায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার বক্তৃতা ছাপা হয়।
ঘ. খোশগল্পে মেতে উঠেছে কয়েক বন্ধু। এর মধ্যে এসে গেল রাজনীতি ও দুর্নীতির প্রসঙ্গ। তার মধ্যে এক বন্ধু বলল, ‘বল তো, ডাকাত আর রাজনীতিবিদের মধ্যে তফাত কোথায়?’
‘খুব বেশি তফাত তো দেখি না। আগে ডাকাতেরা ডাকাতি করে জেলে যেত আর রাজনীতি করে রাজনীতিবিদদের জেলে কাটাতে হতো। এখন জেল থেকে বেরিয়ে ডাকাতও রাজনীতিবিদ হয়ে যায় এবং রাজনীতির নামেই বড় বড় ডাকাতি হয়।’
ঙ. একবার দোলপূর্ণিমার দিন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্র লাল রায়ের সাক্ষাৎ হয়। পরস্পর নমস্কার বিনিময়ের পর দ্বিজেন্দ্র লাল রায় হঠাৎ তাঁর জামার পকেট থেকে আবির বের করে কবিগুরুকে রাঙিয়ে দিলে তিনি কোনো আপত্তি করলেন না। রাগও করলেন না; বরং হাসি মুখে বললেন, ‘এত দিন জানতাম দ্বিজেনবাবু হাসির নাটক ও গান লিখে সবার মনোরঞ্জন করে থাকেন। আজ দেখছি শুধু মনোরঞ্জন নয়, দেহরঞ্জনেও তিনি সমান পারদর্শী।’
চ. একজন স্বৈরশাসক মৃত্যুশয্যায় শায়িত। তাঁর রাজনৈতিক জীবনের একজন ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী তাঁর শয্যাপাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। স্বৈরশাসক আয়তদৃষ্টিতে দেখলেন। তারপর সহকর্মীকে সান্ত্বনা দিয়ে ফিসফিস করে বললেন, ‘কেঁদো না। তোমার আনুগত্য দেখে আমি মুগ্ধ। কতজনের তো কত উপকার করলাম অথচ আজ তুমি ছাড়া আমার শয্যাপাশে আর কেউ নেই। আমি আমার বিষয় সম্পত্তি, গাড়ি-বাড়ি, জমিজমা সবকিছু তোমার নামে লিখে দিচ্ছি।’
গদগদ হয়ে সহযোগী বলল, ‘ধন্যবাদ লিডার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার জন্য এই মুহূর্তে যদি সামান্য কিছুও করতে পারতাম!’
অতিকষ্টে শ্বাস নিয়ে স্বৈরশাসক বললেন, ‘তুমি এই মুহূর্তে দয়া করে আমার অক্সিজেন টিউব থেকে তোমার পা সরাও। না হলে তো দানপত্রে সইও করতে পারব না।’
অনেক বছর আগের কথা। একজন রাজনৈতিক নেতা জনগণকে উদ্দীপিত করার জন্য জনসভায় বক্তৃতা করতে গিয়ে বললেন, ‘রাশিয়া জাগছে, চীন জাগছে, ব্রিটেন, জাপানও জাগছে আর আমেরিকা তো জাইগগাই আছে। কিন্তু আপনেরা কবে জাগবেন? সক্কলের...বাঁশ দিলে?’
নেতার কথায় জনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হলো। অনেকেই সভাস্থল ত্যাগ করতে শুরু করলেন।
নেতার একান্ত সহকারী তাঁর কানে কানে বলল, ‘স্যার, আপনি ওই শব্দটা উইথড্র করেন।’
নেতার জিজ্ঞাসা, ‘মুই কোনডা উইথড্র করমু,...না বাঁশডা?’
খ. হুরমত আলী খন্দকার একজন ডাকসাইটে রাজনৈতিক নেতা। তাঁর দল ছোট, কিন্তু তিনি নেতা অনেক বড়। তাঁর দলের আর কারও নাম মানুষ কখনো শুনেছে বলে জানা নেই। তাতে কী? তিনি শুধু একটি দলের নয়, একটি জোটেরও তিনি অন্যতম সদস্য। তো, এই নেতা তাঁর ছেলেকে শিখিয়েছেন, কেউ নাম জানতে চাইলে নিজের নাম বলার সঙ্গে সঙ্গে যেন এটাও বলে যে, আমি রাজনীতিবিদ হুরমত আলী খন্দকারের ছেলে।
কিন্তু ছেলেটির মা আবার ছেলেকে অন্য রকম শিক্ষা দিতে চান। ছেলে রাজনীতির পথে হাঁটুক, বাবার মতো অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার ধান্দা শিখুক, অহংকারী হোক—এসব চান না। তাই তিনি ছেলেকে বলেছেন, কেউ তার নাম জানতে চাইলে যেন শুধু নিজের নামই বলে, বাবার নাম বলার দরকার নেই।
একদিন নেতার সঙ্গে একজন দেখা করতে এসে নেতার ছেলেকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি হুরমত আলী খন্দকার সাহেবের ছেলে?
ছেলেটি জবাব দেয়, বাবা তো তা-ই বলতে বলেন, কিন্তু মা যে মানা করেন!
গ. দুই বন্ধু কথা বলছিল। বিষয় সংবাদপত্রের স্বাধীনতা। তবে মূল বিষয়ে যাওয়ার আগে প্রথম বন্ধু দ্বিতীয় জনের কাছে জানতে চায়, একটি পত্রিকা দিয়ে কি একটি আস্ত হাতি মোড়ানো সম্ভব?
দ্বিতীয় বন্ধু কিছু না ভেবেই জবাব দেয়: অবশ্যই, যদি সেই পত্রিকায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেতার বক্তৃতা ছাপা হয়।
ঘ. খোশগল্পে মেতে উঠেছে কয়েক বন্ধু। এর মধ্যে এসে গেল রাজনীতি ও দুর্নীতির প্রসঙ্গ। তার মধ্যে এক বন্ধু বলল, ‘বল তো, ডাকাত আর রাজনীতিবিদের মধ্যে তফাত কোথায়?’
‘খুব বেশি তফাত তো দেখি না। আগে ডাকাতেরা ডাকাতি করে জেলে যেত আর রাজনীতি করে রাজনীতিবিদদের জেলে কাটাতে হতো। এখন জেল থেকে বেরিয়ে ডাকাতও রাজনীতিবিদ হয়ে যায় এবং রাজনীতির নামেই বড় বড় ডাকাতি হয়।’
ঙ. একবার দোলপূর্ণিমার দিন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্র লাল রায়ের সাক্ষাৎ হয়। পরস্পর নমস্কার বিনিময়ের পর দ্বিজেন্দ্র লাল রায় হঠাৎ তাঁর জামার পকেট থেকে আবির বের করে কবিগুরুকে রাঙিয়ে দিলে তিনি কোনো আপত্তি করলেন না। রাগও করলেন না; বরং হাসি মুখে বললেন, ‘এত দিন জানতাম দ্বিজেনবাবু হাসির নাটক ও গান লিখে সবার মনোরঞ্জন করে থাকেন। আজ দেখছি শুধু মনোরঞ্জন নয়, দেহরঞ্জনেও তিনি সমান পারদর্শী।’
চ. একজন স্বৈরশাসক মৃত্যুশয্যায় শায়িত। তাঁর রাজনৈতিক জীবনের একজন ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী তাঁর শয্যাপাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। স্বৈরশাসক আয়তদৃষ্টিতে দেখলেন। তারপর সহকর্মীকে সান্ত্বনা দিয়ে ফিসফিস করে বললেন, ‘কেঁদো না। তোমার আনুগত্য দেখে আমি মুগ্ধ। কতজনের তো কত উপকার করলাম অথচ আজ তুমি ছাড়া আমার শয্যাপাশে আর কেউ নেই। আমি আমার বিষয় সম্পত্তি, গাড়ি-বাড়ি, জমিজমা সবকিছু তোমার নামে লিখে দিচ্ছি।’
গদগদ হয়ে সহযোগী বলল, ‘ধন্যবাদ লিডার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার জন্য এই মুহূর্তে যদি সামান্য কিছুও করতে পারতাম!’
অতিকষ্টে শ্বাস নিয়ে স্বৈরশাসক বললেন, ‘তুমি এই মুহূর্তে দয়া করে আমার অক্সিজেন টিউব থেকে তোমার পা সরাও। না হলে তো দানপত্রে সইও করতে পারব না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে