চিরকুট লিখে কিশোরীর ‘আত্মহত্যা’

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮: ০১
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ৫২

ডামুড্যা উপজেলায় রাবেয়া আক্তার (১৭) নামে এক কিশোরী ‘আত্মহত্যা’র আগে ছবিসহ একটি চিরকুট লিখে গেছে। তার পরিবার চিরকুটটি উদ্ধার করেছে বলে জানা গেছে।

গতকাল সোমবার সকালে ডামুড্যা পৌরসভার কুলকুড়ি গ্রামের শরীফ মঞ্জিলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। রাবেয়া আক্তার কনেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুতলকাঠি গ্রামের বিল্লাল সরদারের মেয়ে।

চিরকুটে লেখা রয়েছে, ‘আমি রাবেয়া, আমার মৃত্যুর জন্য দায়ী জাকির আর জাকিরের ফ্যামিলির লোক। জাকিরের বাবা-মা বড় ভাই, ভাবি ও জাকিরের বোন। ওরা সকলেই আমার মৃত্যুর জন্য দায়ী। জাকির আমাকে যেমন এই পৃথিবীতে বাঁচতে দেয়নি আমি তার শাস্তি চাই, কঠিন শাস্তি চাই। আমাকে জাকির পৃথিবীতে থাকতে দেয়নি। আমিও চাই না যে জাকির পৃথিবীতে বেঁচে থাকুক। আমি জাকিরের মরণ চাই। সবার কাছে আমার একটা আবেদন, জাকিরের কঠিন শাস্তি চাই। আমাকে মরে যেতে বাধ্য করেছে জাকির।’

রাবেয়ার বাবা বিল্লাল সরদার বলেন, ‘আমার মেয়ে নিষ্পাপ। তাকে আত্মহত্যার জন্য বাধ্য করেছে জাকির এবং তাঁর পরিবার। আমি বিচার চাই।’

ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, ‘মরদেহটি মর্গে পাঠিয়েছি। চিরকুট উদ্ধার করেছি। এটি কিশোরীর হাতের লেখা কি না তা যাচাই-বাছাই করছে পুলিশ।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত