ময়মনসিংহ প্রতিনিধি
সারা দেশের সঙ্গে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে আজ বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষায় ৭০ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ২৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় বসছেন তাঁরা। আজ থেকে তত্ত্বীয় পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে শেষ হবে আগামী ৩০ ডিসেম্বর।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ময়মনসিংহ জেলা থেকে। আর সবচেয়ে কম পরীক্ষার্থী থাকছে শেরপুর জেলায়।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এইচএসসির প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রের আসন গ্রহণ করতে হবে। এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মাঝখানে কোনো বিরতি থাকবে না। সকালে নির্ধারিত পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা আর দুপুরে নির্ধারিত পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়েছে, স্ব স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতার নম্বর দিয়ে আগামী ৩ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহের ১৩৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। এর মধ্যে ১৭ হাজার ৯৯৭ জন ছাত্র এবং ১৭ হাজার ৫৯৮ জন ছাত্রী। জেলায় বিজ্ঞান বিভাগের চার হাজার ৮৩৭ জন ছাত্র, তিন হাজার ৪৩৭ জন ছাত্রী। মানবিক বিভাগের ১০ হাজার ৪৩৯ জন ছাত্র এবং ১৩ হাজার ১২১ জন ছাত্রী। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের দুই হাজার ৭২১ জন ছাত্র এবং ১ হাজার ৪০ জন ছাত্রী রয়েছেন।
নেত্রকোনা জেলার ৪৩টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে পাঁচ হাজার ৬৮৪ জন ছাত্র এবং ছয় হাজার ৭৫৩ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগের ৫০৮ জন ছাত্র এবং ৩৯৯ জন ছাত্রী, মানবিক বিভাগের চার হাজার ৭০৮ জন ছাত্র, ছয় হাজার ৯৯ জন ছাত্রী এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৬৮ জন ছাত্র ও ২৫৫ ছাত্রী রয়েছেন।
জামালপুর জেলার ৭৫টি প্রতিষ্ঠান থেকে মোট ১৪ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী ২২টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। তাঁদের মধ্যে ছয় হাজার ৮১৪ জন ছাত্র এবং সাত হাজার ৫১৬ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগের এক হাজার ৪৮২ জন ছাত্র ও এক হাজার ১৬৭ জন ছাত্রী, মানবিক বিভাগের চার হাজার ২৯১ জন ছাত্র ও পাঁচ হাজার ৮৫৫ জন ছাত্রী। আর ব্যবসায় শিক্ষা বিভাগের এক হাজার ৪১ জন ছাত্র এবং ৪৯৪ জন ছাত্রী রয়েছেন।
এদিকে শেরপুর জেলার ২৯টি প্রতিষ্ঠান থেকে আট হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী সাতটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে চার হাজার ১৩৫ জন ছাত্র এবং চার হাজার ৪৪৪ জন ছাত্রী। তাঁদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৯৬০ জন ছাত্র ও ৭১৮ জন ছাত্রী, মানবিক বিভাগের দুই হাজার ৪৫১ জন ছাত্র ও তিন হাজার ৩৬৪ জন ছাত্রী এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৭২৪ জন ছাত্র ও ৩৬২ জন ছাত্রী রয়েছেন।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে। বোর্ডের একাধিক পরিদর্শক দল গঠন করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা চলাকালে বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।
চেয়ারম্যান আরও বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা তড়িৎ ব্যবস্থা নেব। এ ছাড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি আমরা ভালোভাবেই পরীক্ষা নিতে পারব।
সারা দেশের সঙ্গে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে আজ বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষায় ৭০ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ২৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় বসছেন তাঁরা। আজ থেকে তত্ত্বীয় পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে শেষ হবে আগামী ৩০ ডিসেম্বর।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ময়মনসিংহ জেলা থেকে। আর সবচেয়ে কম পরীক্ষার্থী থাকছে শেরপুর জেলায়।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এইচএসসির প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কেন্দ্রের আসন গ্রহণ করতে হবে। এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মাঝখানে কোনো বিরতি থাকবে না। সকালে নির্ধারিত পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা আর দুপুরে নির্ধারিত পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়েছে, স্ব স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতার নম্বর দিয়ে আগামী ৩ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহের ১৩৪টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। এর মধ্যে ১৭ হাজার ৯৯৭ জন ছাত্র এবং ১৭ হাজার ৫৯৮ জন ছাত্রী। জেলায় বিজ্ঞান বিভাগের চার হাজার ৮৩৭ জন ছাত্র, তিন হাজার ৪৩৭ জন ছাত্রী। মানবিক বিভাগের ১০ হাজার ৪৩৯ জন ছাত্র এবং ১৩ হাজার ১২১ জন ছাত্রী। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের দুই হাজার ৭২১ জন ছাত্র এবং ১ হাজার ৪০ জন ছাত্রী রয়েছেন।
নেত্রকোনা জেলার ৪৩টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৪৩৭ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে পাঁচ হাজার ৬৮৪ জন ছাত্র এবং ছয় হাজার ৭৫৩ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগের ৫০৮ জন ছাত্র এবং ৩৯৯ জন ছাত্রী, মানবিক বিভাগের চার হাজার ৭০৮ জন ছাত্র, ছয় হাজার ৯৯ জন ছাত্রী এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৬৮ জন ছাত্র ও ২৫৫ ছাত্রী রয়েছেন।
জামালপুর জেলার ৭৫টি প্রতিষ্ঠান থেকে মোট ১৪ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী ২২টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। তাঁদের মধ্যে ছয় হাজার ৮১৪ জন ছাত্র এবং সাত হাজার ৫১৬ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগের এক হাজার ৪৮২ জন ছাত্র ও এক হাজার ১৬৭ জন ছাত্রী, মানবিক বিভাগের চার হাজার ২৯১ জন ছাত্র ও পাঁচ হাজার ৮৫৫ জন ছাত্রী। আর ব্যবসায় শিক্ষা বিভাগের এক হাজার ৪১ জন ছাত্র এবং ৪৯৪ জন ছাত্রী রয়েছেন।
এদিকে শেরপুর জেলার ২৯টি প্রতিষ্ঠান থেকে আট হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী সাতটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে চার হাজার ১৩৫ জন ছাত্র এবং চার হাজার ৪৪৪ জন ছাত্রী। তাঁদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৯৬০ জন ছাত্র ও ৭১৮ জন ছাত্রী, মানবিক বিভাগের দুই হাজার ৪৫১ জন ছাত্র ও তিন হাজার ৩৬৪ জন ছাত্রী এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৭২৪ জন ছাত্র ও ৩৬২ জন ছাত্রী রয়েছেন।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে। বোর্ডের একাধিক পরিদর্শক দল গঠন করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষা চলাকালে বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।
চেয়ারম্যান আরও বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা তড়িৎ ব্যবস্থা নেব। এ ছাড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি আমরা ভালোভাবেই পরীক্ষা নিতে পারব।
আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩৩ মিনিট আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১ ঘণ্টা আগেপ্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগে