সম্পাদকীয়
শিল্পী সোহরাব হোসেনকে এখন সবাই নজরুলসংগীতশিল্পী হিসেবেই জানেন। মৃত্যুর আগপর্যন্ত সেটাই ছিল তাঁর পরিচয়। অথচ তিনি যখন গান শুরু করেছিলেন তখন আধুনিক, পল্লিগীতিও গাইতেন। তবে হ্যাঁ, নজরুলসংগীতটা ছিল তাঁর প্রাণের চেয়ে প্রিয়। কণ্ঠমাধুর্য আর কণ্ঠের কারুকাজ ছিল তাঁর অসাধারণ। ‘মেঘবরন কন্যা থাকে মেঘমালতীর দেশে’ গানটি যখন করতেন, দর্শক-শ্রোতারা তখন তন্ময় হয়ে শুনত। একই কথা অন্য গানগুলো নিয়েও।
শরীর খারাপ থাকলে মেজাজও খারাপ হতো তাঁর। ছায়ানটে যখন ‘সম্মানিত শিক্ষাগুরু’ করা হলো তাঁকে, তখন তাঁর শরীর খারাপ যাচ্ছিল। ক্লাস নেওয়ার সময় একবার একটু ঝামেলা তৈরি হলো। তিনি ছাত্রছাত্রীদের বললেন, ‘আমি শুক্কুরবারের ক্লাস নিতে পারব না, শনিবারে নেব।’ নিজে তো বলেছেন এই কথা, কিন্তু নিজেই গেছেন ভুলে। ফলে পরের শুক্রবার এসে হাজির হলেন ক্লাস নিতে, কোনো শিক্ষার্থী নেই। রেগেমেগে চোটপাট শুরু করলেন, ‘হ্যাঁ, আমি দুপুরে ভালো করে বিশ্রাম না নিয়ে ক্লাস নেবার জন্য ছুটে আসি আর ছেলেমেয়েরা নেই!’
তাঁকে বোঝানোর চেষ্টা করা হলো, তিনি নিজেই ছেলেমেয়েদের বলে দিয়েছেন, শুক্রবারের জায়গায় শনিবার ক্লাস নেবেন, কিন্তু কে শোনে কার কথা? রেগেমেগে চলে যাওয়ার আগে বলে গেলেন, ‘আমি আর ছায়ানটে আসব না।’
বুড়ো মানুষের মান ভাঙানো সোজা কথা নয়। তারপরও সন্জীদা খাতুন আর সাইফউদ্দৌলা গেলেন তাঁর বাড়িতে। মান ভাঙবে কি না, বোঝা যাচ্ছে না। তাঁর এক কথা, ক্লাস আর নেবেন না। সন্জীদা খাতুন তখন এক ফন্দি করলেন। সোহরাব হোসেনের স্ত্রীকে বললেন, ‘ভাবি, আজ ভাত খাব।’
সঙ্গে সঙ্গে মুরগি জবাই করা হলো। রান্না হলো। খাওয়া-দাওয়া হলো। খেয়ে উঠতে উঠতে প্রায় তিনটা। সংগীতবিদ্যায়তনের ক্লাসও তিনটা থেকে। তাঁরা দুজন বের হবেন যখন, তখন সোহরাব হোসেন বললেন, ‘চলো, আমি মোটরসাইকেল নিয়ে বের হচ্ছি।’
সূত্র: সন্জীদা খাতুন, স্মৃতিপটে গুণীজন, পৃষ্ঠা ২৭-২৮
শিল্পী সোহরাব হোসেনকে এখন সবাই নজরুলসংগীতশিল্পী হিসেবেই জানেন। মৃত্যুর আগপর্যন্ত সেটাই ছিল তাঁর পরিচয়। অথচ তিনি যখন গান শুরু করেছিলেন তখন আধুনিক, পল্লিগীতিও গাইতেন। তবে হ্যাঁ, নজরুলসংগীতটা ছিল তাঁর প্রাণের চেয়ে প্রিয়। কণ্ঠমাধুর্য আর কণ্ঠের কারুকাজ ছিল তাঁর অসাধারণ। ‘মেঘবরন কন্যা থাকে মেঘমালতীর দেশে’ গানটি যখন করতেন, দর্শক-শ্রোতারা তখন তন্ময় হয়ে শুনত। একই কথা অন্য গানগুলো নিয়েও।
শরীর খারাপ থাকলে মেজাজও খারাপ হতো তাঁর। ছায়ানটে যখন ‘সম্মানিত শিক্ষাগুরু’ করা হলো তাঁকে, তখন তাঁর শরীর খারাপ যাচ্ছিল। ক্লাস নেওয়ার সময় একবার একটু ঝামেলা তৈরি হলো। তিনি ছাত্রছাত্রীদের বললেন, ‘আমি শুক্কুরবারের ক্লাস নিতে পারব না, শনিবারে নেব।’ নিজে তো বলেছেন এই কথা, কিন্তু নিজেই গেছেন ভুলে। ফলে পরের শুক্রবার এসে হাজির হলেন ক্লাস নিতে, কোনো শিক্ষার্থী নেই। রেগেমেগে চোটপাট শুরু করলেন, ‘হ্যাঁ, আমি দুপুরে ভালো করে বিশ্রাম না নিয়ে ক্লাস নেবার জন্য ছুটে আসি আর ছেলেমেয়েরা নেই!’
তাঁকে বোঝানোর চেষ্টা করা হলো, তিনি নিজেই ছেলেমেয়েদের বলে দিয়েছেন, শুক্রবারের জায়গায় শনিবার ক্লাস নেবেন, কিন্তু কে শোনে কার কথা? রেগেমেগে চলে যাওয়ার আগে বলে গেলেন, ‘আমি আর ছায়ানটে আসব না।’
বুড়ো মানুষের মান ভাঙানো সোজা কথা নয়। তারপরও সন্জীদা খাতুন আর সাইফউদ্দৌলা গেলেন তাঁর বাড়িতে। মান ভাঙবে কি না, বোঝা যাচ্ছে না। তাঁর এক কথা, ক্লাস আর নেবেন না। সন্জীদা খাতুন তখন এক ফন্দি করলেন। সোহরাব হোসেনের স্ত্রীকে বললেন, ‘ভাবি, আজ ভাত খাব।’
সঙ্গে সঙ্গে মুরগি জবাই করা হলো। রান্না হলো। খাওয়া-দাওয়া হলো। খেয়ে উঠতে উঠতে প্রায় তিনটা। সংগীতবিদ্যায়তনের ক্লাসও তিনটা থেকে। তাঁরা দুজন বের হবেন যখন, তখন সোহরাব হোসেন বললেন, ‘চলো, আমি মোটরসাইকেল নিয়ে বের হচ্ছি।’
সূত্র: সন্জীদা খাতুন, স্মৃতিপটে গুণীজন, পৃষ্ঠা ২৭-২৮
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে