গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে রসুনের সঙ্গে সাথি ফসল হিসেবে বাঙ্গি চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। রসুন চাষে ক্ষতির মুখে পড়লেও বাঙ্গিতে সেই ক্ষতি পুষিয়ে নিতে পেরে হাসি ফুটেছে কৃষকের মুখে। স্থানীয় চাহিদা মিটিয়ে গুরুদাসপুরের বাঙ্গি যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। চলতি বছর উপজেলায় ৩৫ মেট্রিক টন বাঙ্গি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি অফিস।
জানা গেছে, রসুনের সাথি ফসল হলেও চলতি মৌসুমে কৃষকদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে বাঙ্গি। কারণ রসুনে লোকসান গুনতে হচ্ছে। এবার বাজারে প্রতি মণ রসুন যে দরে বিক্রি হচ্ছে তাতে উৎপাদন খরচ উঠছে না। তবে সাথি ফসল বাঙ্গির ন্যায্য দাম পেয়ে রসুনের ক্ষতি পুষিয়ে নিয়ে লাভবান হওয়ায় খুশি চাষিরা। উপজেলার দক্ষিণ নাড়ীবাড়ি, পাটপাড়া, শিধুলী, নয়াবাজার ও সোনাবাজু এলাকায় বাঙ্গির আড়ত গড়ে উঠেছে।
বাঙ্গি কিনতে আড়তে আসা ব্যবসায়ী শাহারুল ইসলাম ও রানা জানান, চাষিদের কাছ থেকে ৫০-৬০ টাকা পিস হিসেবে বাঙ্গি কিনছেন তাঁরা। ঢাকার কারওয়ান বাজারে বিক্রির জন্য পাঠাবেন। এক ট্রাকেই প্রায় এক লাখ টাকার বাঙ্গি সরবরাহ হয়। এতে ২০ হাজার টাকার মতো লাভ থাকে।
বাঙ্গি ক্রেতা রব্বেল হোসেন জানান, গুরুদাসপুর থেকে প্রতি বছর বাঙ্গি কিনে সিলেটে নিয়ে যান। প্রতিদিন দুই গাড়ি বাঙ্গি কেনেন। গাড়ি প্রতি খরচ বাদ দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ হয়।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, প্রতিবছরের মতো এবারও রসুনের সঙ্গে বাঙ্গির চাষ করেছেন বেশির ভাগ কৃষক। রসুন ঘরে তোলার পর এখন কৃষকেরা বাঙ্গি তোলা ও বিক্রির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উপজেলার পাঁচশিসা গ্রামের কৃষক শাকিরুল্লাহ খোকন বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় ও পোকামাকড়ের আক্রমণে বাঙ্গির ফলন কম হয়েছে। কীটনাশক প্রয়োগ করেও কাজ হয়নি। তবে স্থানীয় বাজারে এবং পাইকারদের কাছে ভালো দাম পেয়ে বাঙ্গি বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, ‘গুরুদাসপুরে এবার ৭৯০ হেক্টর জমিতে বাঙ্গি ও ৭৬০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। রসুন ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এবার প্রতি বিঘা জমির বাঙ্গি ৬০-৭০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন কৃষক। মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।’
নাটোরের গুরুদাসপুরে রসুনের সঙ্গে সাথি ফসল হিসেবে বাঙ্গি চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। রসুন চাষে ক্ষতির মুখে পড়লেও বাঙ্গিতে সেই ক্ষতি পুষিয়ে নিতে পেরে হাসি ফুটেছে কৃষকের মুখে। স্থানীয় চাহিদা মিটিয়ে গুরুদাসপুরের বাঙ্গি যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। চলতি বছর উপজেলায় ৩৫ মেট্রিক টন বাঙ্গি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি অফিস।
জানা গেছে, রসুনের সাথি ফসল হলেও চলতি মৌসুমে কৃষকদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে বাঙ্গি। কারণ রসুনে লোকসান গুনতে হচ্ছে। এবার বাজারে প্রতি মণ রসুন যে দরে বিক্রি হচ্ছে তাতে উৎপাদন খরচ উঠছে না। তবে সাথি ফসল বাঙ্গির ন্যায্য দাম পেয়ে রসুনের ক্ষতি পুষিয়ে নিয়ে লাভবান হওয়ায় খুশি চাষিরা। উপজেলার দক্ষিণ নাড়ীবাড়ি, পাটপাড়া, শিধুলী, নয়াবাজার ও সোনাবাজু এলাকায় বাঙ্গির আড়ত গড়ে উঠেছে।
বাঙ্গি কিনতে আড়তে আসা ব্যবসায়ী শাহারুল ইসলাম ও রানা জানান, চাষিদের কাছ থেকে ৫০-৬০ টাকা পিস হিসেবে বাঙ্গি কিনছেন তাঁরা। ঢাকার কারওয়ান বাজারে বিক্রির জন্য পাঠাবেন। এক ট্রাকেই প্রায় এক লাখ টাকার বাঙ্গি সরবরাহ হয়। এতে ২০ হাজার টাকার মতো লাভ থাকে।
বাঙ্গি ক্রেতা রব্বেল হোসেন জানান, গুরুদাসপুর থেকে প্রতি বছর বাঙ্গি কিনে সিলেটে নিয়ে যান। প্রতিদিন দুই গাড়ি বাঙ্গি কেনেন। গাড়ি প্রতি খরচ বাদ দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ হয়।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, প্রতিবছরের মতো এবারও রসুনের সঙ্গে বাঙ্গির চাষ করেছেন বেশির ভাগ কৃষক। রসুন ঘরে তোলার পর এখন কৃষকেরা বাঙ্গি তোলা ও বিক্রির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
উপজেলার পাঁচশিসা গ্রামের কৃষক শাকিরুল্লাহ খোকন বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় ও পোকামাকড়ের আক্রমণে বাঙ্গির ফলন কম হয়েছে। কীটনাশক প্রয়োগ করেও কাজ হয়নি। তবে স্থানীয় বাজারে এবং পাইকারদের কাছে ভালো দাম পেয়ে বাঙ্গি বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, ‘গুরুদাসপুরে এবার ৭৯০ হেক্টর জমিতে বাঙ্গি ও ৭৬০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। রসুন ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এবার প্রতি বিঘা জমির বাঙ্গি ৬০-৭০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন কৃষক। মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে