নাটোর প্রতিনিধি
প্রয়োজনের তুলনায় স্বল্প আখ প্রাপ্যতার ঝুঁকি নিয়ে উৎপাদনে যাচ্ছে নাটোর সুগার মিল। আজ শুক্রবার থেকে চলতি মৌসুমে চালু হচ্ছে সুগার মিলটি। নাটোর সুগার মিল কর্তৃপক্ষ বলছে এবার ৪ হাজার ৫৩০ একর জমিতে আখ চাষ করা হয়েছে। ৩ লাখ মেট্রিক টন আখ মাড়াইয়ের বিপরীতে ৯৭ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ।
জানা গেছে, নাটোর চিনিকল ও লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলের নিকট এ অঞ্চলের লক্ষাধিক চাষি আখ বিক্রি করেন। এর মধ্যে নাটোর চিনিকলের ৮টি সাব জোনের মোট ৪৭টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার চাষি আখ বিক্রি করেন। এ ছাড়া সুগার মিল কর্তৃপক্ষের কাছে আখ বিক্রি না করেন না এমন ৬০ হাজার চাষি রয়েছেন। পাওয়ার ক্রাশারের মাধ্যমে আখ মাড়িয়ে তাঁরা গুড় তৈরি করেন।
নাটোর সুগার মিল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাড়ে ৪ হাজার একর জমিতে আখ চাষ করা হয়েছে। আখ উৎপাদন ৯২ হাজার মেট্রিক টন ধরলেও ৫০ হাজার মেট্রিক টনের বেশি আখ উৎপাদন হবে না। প্রকৃতপক্ষে আখের উৎপাদন ৩০ হাজার মেট্রিক টন। এতে চিনি উৎপাদন হতে পারে দেড় হাজার থেকে আড়াই হাজার মেট্রিক টন। এবার আখ মাড়াই কার্যক্রম ৬৫ দিন চলার লক্ষ্যমাত্রা থাকলেও ৪৫ থেকে ৫০ দিনের বেশি মিল চালানো কঠিন হয়ে পড়বে এবং প্রয়োজনীয় পরিমাণ আখের অভাবে তাঁর আগেই এ কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
আগের দিনগুলোতে মাঠে পর্যাপ্ত আখ থাকার প্রেক্ষিতে চার থেকে পাঁচ মাস ধরে মিল চালু থাকত। সে সময় প্রতি মৌসুমে এ সুগার মিলকে কেন্দ্র করে এই অঞ্চলে কমপক্ষে ১০০ কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হতো। কিন্তু এখন সে অবস্থা আর নেই। অন্যান্য ফসলের তুলনায় কম লাভ হওয়ার কারণে আখচাষিরা এখন আখ চাষ ছেড়ে দিয়ে অন্যান্য লাভজনক ফসল উৎপাদনে আগ্রহী হচ্ছেন। ১৮ মাস মেয়াদি আখ চাষ করে একজন আখচাষি প্রতি বিঘায় খরচ বাদে পাচ্ছেন ১২ থেকে ১৩ হাজার টাকা। অথচ ওই একই সময়ে একই জমিতে ধান, গম, ভুট্টা, পাট বা অন্যান্য ফসল চাষাবাদ করে কৃষক পাচ্ছেন ৪৫ থেকে ৫৫ হাজার টাকা।
সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান গ্রামের কৃষক বাবর আলী বলেন, ‘আগে আখ চাষ করতাম। প্রথম প্রথম আখের উৎপাদন বেশি হলেও পরবর্তী সময়ে আখের উৎপাদন কমে যায়। ফলে লাভ হয় না দেখে ছেড়ে দিয়ে ধান, গম, ভুট্টা, মসুর, পাট চাষ করি।’
কেন্দ্রীয় আখচাষি ফেডারেশনের সহসভাপতি মোসলেম উদ্দীন বলেন, এক বিঘা জমিতে আখ উৎপাদন করে যে দাম সুগার মিল দেয় তাতে কোনো পরতা পড়ে না বা লাভ হয় না। কৃষক যেদিকে লাভ হবে সেদিকে যাবে। আখ উৎপাদন করতে ১৮ মাস সময় লাগে। এ সময়ে ১ বিঘা আখ উৎপাদন করে বিক্রি করে পাওয়া যায় ২০ হাজার টাকা। তা থেকে সার-কীটনাশক, জমি লিজ, বীজ ক্রয়, জমি নিড়ানি, আখ কাটাই বাবদ যে খরচ হয় তা বাদ দিয়ে সর্বসাকল্যে থাকে ৫ হাজার টাকা। সেখানে একই জমিতে অন্যান্য ফসল যেমন ধান, ভুট্টা, গম, মসুর ইত্যাদি তিনবার চাষ করা যায়। এতে কৃষক পায় ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। তারপর সুগার করপোরেশন আখ নেওয়ার পর যে টাকাটা আখচাষির পাওনা থাকে তা পরিশোধ করতে দীর্ঘদিন সময় লাগে। অথচ অন্যান্য ফসলে নগদ অর্থ পায়।
নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর বলেন, এবার এই মিলের আওতাধীন জমিতে ৫০ হাজার মেট্রিক টনের বেশি আখ উৎপাদন করা যায়নি। তবে আখের মূল্যবৃদ্ধি, সময়মতো প্রয়োজনীয় সার সরবরাহ ও মিলে আখ সরবরাহের সঙ্গে সঙ্গেই আখের মূল্য পরিশোধ করা হলে চাষিরা আবার আখ উৎপাদনে আগ্রহী হবে।
প্রয়োজনের তুলনায় স্বল্প আখ প্রাপ্যতার ঝুঁকি নিয়ে উৎপাদনে যাচ্ছে নাটোর সুগার মিল। আজ শুক্রবার থেকে চলতি মৌসুমে চালু হচ্ছে সুগার মিলটি। নাটোর সুগার মিল কর্তৃপক্ষ বলছে এবার ৪ হাজার ৫৩০ একর জমিতে আখ চাষ করা হয়েছে। ৩ লাখ মেট্রিক টন আখ মাড়াইয়ের বিপরীতে ৯৭ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ।
জানা গেছে, নাটোর চিনিকল ও লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলের নিকট এ অঞ্চলের লক্ষাধিক চাষি আখ বিক্রি করেন। এর মধ্যে নাটোর চিনিকলের ৮টি সাব জোনের মোট ৪৭টি কেন্দ্রে প্রায় ১৩ হাজার চাষি আখ বিক্রি করেন। এ ছাড়া সুগার মিল কর্তৃপক্ষের কাছে আখ বিক্রি না করেন না এমন ৬০ হাজার চাষি রয়েছেন। পাওয়ার ক্রাশারের মাধ্যমে আখ মাড়িয়ে তাঁরা গুড় তৈরি করেন।
নাটোর সুগার মিল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাড়ে ৪ হাজার একর জমিতে আখ চাষ করা হয়েছে। আখ উৎপাদন ৯২ হাজার মেট্রিক টন ধরলেও ৫০ হাজার মেট্রিক টনের বেশি আখ উৎপাদন হবে না। প্রকৃতপক্ষে আখের উৎপাদন ৩০ হাজার মেট্রিক টন। এতে চিনি উৎপাদন হতে পারে দেড় হাজার থেকে আড়াই হাজার মেট্রিক টন। এবার আখ মাড়াই কার্যক্রম ৬৫ দিন চলার লক্ষ্যমাত্রা থাকলেও ৪৫ থেকে ৫০ দিনের বেশি মিল চালানো কঠিন হয়ে পড়বে এবং প্রয়োজনীয় পরিমাণ আখের অভাবে তাঁর আগেই এ কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
আগের দিনগুলোতে মাঠে পর্যাপ্ত আখ থাকার প্রেক্ষিতে চার থেকে পাঁচ মাস ধরে মিল চালু থাকত। সে সময় প্রতি মৌসুমে এ সুগার মিলকে কেন্দ্র করে এই অঞ্চলে কমপক্ষে ১০০ কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হতো। কিন্তু এখন সে অবস্থা আর নেই। অন্যান্য ফসলের তুলনায় কম লাভ হওয়ার কারণে আখচাষিরা এখন আখ চাষ ছেড়ে দিয়ে অন্যান্য লাভজনক ফসল উৎপাদনে আগ্রহী হচ্ছেন। ১৮ মাস মেয়াদি আখ চাষ করে একজন আখচাষি প্রতি বিঘায় খরচ বাদে পাচ্ছেন ১২ থেকে ১৩ হাজার টাকা। অথচ ওই একই সময়ে একই জমিতে ধান, গম, ভুট্টা, পাট বা অন্যান্য ফসল চাষাবাদ করে কৃষক পাচ্ছেন ৪৫ থেকে ৫৫ হাজার টাকা।
সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান গ্রামের কৃষক বাবর আলী বলেন, ‘আগে আখ চাষ করতাম। প্রথম প্রথম আখের উৎপাদন বেশি হলেও পরবর্তী সময়ে আখের উৎপাদন কমে যায়। ফলে লাভ হয় না দেখে ছেড়ে দিয়ে ধান, গম, ভুট্টা, মসুর, পাট চাষ করি।’
কেন্দ্রীয় আখচাষি ফেডারেশনের সহসভাপতি মোসলেম উদ্দীন বলেন, এক বিঘা জমিতে আখ উৎপাদন করে যে দাম সুগার মিল দেয় তাতে কোনো পরতা পড়ে না বা লাভ হয় না। কৃষক যেদিকে লাভ হবে সেদিকে যাবে। আখ উৎপাদন করতে ১৮ মাস সময় লাগে। এ সময়ে ১ বিঘা আখ উৎপাদন করে বিক্রি করে পাওয়া যায় ২০ হাজার টাকা। তা থেকে সার-কীটনাশক, জমি লিজ, বীজ ক্রয়, জমি নিড়ানি, আখ কাটাই বাবদ যে খরচ হয় তা বাদ দিয়ে সর্বসাকল্যে থাকে ৫ হাজার টাকা। সেখানে একই জমিতে অন্যান্য ফসল যেমন ধান, ভুট্টা, গম, মসুর ইত্যাদি তিনবার চাষ করা যায়। এতে কৃষক পায় ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। তারপর সুগার করপোরেশন আখ নেওয়ার পর যে টাকাটা আখচাষির পাওনা থাকে তা পরিশোধ করতে দীর্ঘদিন সময় লাগে। অথচ অন্যান্য ফসলে নগদ অর্থ পায়।
নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর বলেন, এবার এই মিলের আওতাধীন জমিতে ৫০ হাজার মেট্রিক টনের বেশি আখ উৎপাদন করা যায়নি। তবে আখের মূল্যবৃদ্ধি, সময়মতো প্রয়োজনীয় সার সরবরাহ ও মিলে আখ সরবরাহের সঙ্গে সঙ্গেই আখের মূল্য পরিশোধ করা হলে চাষিরা আবার আখ উৎপাদনে আগ্রহী হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে