পীরগঞ্জ প্রতিনিধি
ধান কেটে নেওয়া ফাঁকা মাঠের মাঝখানে একটি কলাগাছ পোঁতা। গাছটির পাশে বসে আছে তুলা রাশির জাতক এক কিশোর। যার পরিচয় ‘পাতা’। তন্ত্র-মন্ত্রের কেরামতি দেখিয়ে তাকে নিজেদের দিকে টেনে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন কয়েকজন ওঝা।
কিশোর ছেলেটি একবার এই দিকে যাচ্ছে তো আরেকবার ওই দিকে যাচ্ছে। মাঠজুড়ে চলছে তার দৌড়াদৌড়ি। মাঝেমধ্যে পড়ে যাচ্ছে মাটিতে। দেখে মনে হয় সে আর তার নিজের ইচ্ছাশক্তির ওপরে নেই। অদৃশ্য কোনো শক্তির বলে চালিত হচ্ছে। শেষ পর্যন্ত সে কোন ওঝার বশে যাবে তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাঠের চারপাশে জড়ো হওয়া শত শত মানুষ।
পীরগঞ্জ সদর ইউনিয়নের ঝোরারঘাটে গত শনিবার শেষ বিকেলে দেখা গেল এই ঐতিহ্যবাহী ‘পাতা চালা খেলা’। ঝোরারঘাট সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে খেলাটির আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল, ঠিকাদার তৌফিকুর রহমান শাকিল প্রমুখ।
খেলায় পাতা হিসেবে আনা হয় তুলা রাশির আনারুল ইসলামকে। আনারুল এবার দাখিল পরীক্ষা দিয়েছে। সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুরের মহির উদ্দিনের ছেলে। তাঁর পরিবার এখন পীরগঞ্জের চতরা ইউনিয়নের ঘাসিপুর গ্রামে বসবাস করছে।
আনারুল বলে, ‘পাতা খেলায় শরীরে খুব বিষ উঠে। আর মাটিতে জোরে জোরে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই। তারপরও আমি এ খেলায় পাতা হিসেবে অংশ নিয়ে আমার লেখাপড়ার খরচ চালাই।’
খেলা দেখতে এসেছিল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দেওয়া মো. আবরার জুনায়েদ স্পন্দন। সে বলে, ‘জীবনে এমন খেলা প্রথম দেখলাম। খোলা মাঠে এত মানুষ খেলা দেখতে এসেছেন, দেখে আমি খুব মজা পেয়েছি। আজকে যে মজা পেলাম, সারা জীবন তা মনে রাখার মতো। সুযোগ পেলে গ্রামীণ খেলা আরও দেখব।’
শনিবারের খেলায় ছয়জন ওঝার দল অংশ নেয়। এতে উপজেলার চতরার আবদুল গোফফার মিয়ার দল প্রথম এবং কানঞ্চগাড়ী গ্রামের ওয়াহাব মিয়ার দল দ্বিতীয় হয়েছে। পুরস্কার হিসেবে প্রথম হওয়া দলকে একটি ছাগল আর দ্বিতীয় দলকে রাজহাঁস দেওয়া হয়।
ধান কেটে নেওয়া ফাঁকা মাঠের মাঝখানে একটি কলাগাছ পোঁতা। গাছটির পাশে বসে আছে তুলা রাশির জাতক এক কিশোর। যার পরিচয় ‘পাতা’। তন্ত্র-মন্ত্রের কেরামতি দেখিয়ে তাকে নিজেদের দিকে টেনে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন কয়েকজন ওঝা।
কিশোর ছেলেটি একবার এই দিকে যাচ্ছে তো আরেকবার ওই দিকে যাচ্ছে। মাঠজুড়ে চলছে তার দৌড়াদৌড়ি। মাঝেমধ্যে পড়ে যাচ্ছে মাটিতে। দেখে মনে হয় সে আর তার নিজের ইচ্ছাশক্তির ওপরে নেই। অদৃশ্য কোনো শক্তির বলে চালিত হচ্ছে। শেষ পর্যন্ত সে কোন ওঝার বশে যাবে তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাঠের চারপাশে জড়ো হওয়া শত শত মানুষ।
পীরগঞ্জ সদর ইউনিয়নের ঝোরারঘাটে গত শনিবার শেষ বিকেলে দেখা গেল এই ঐতিহ্যবাহী ‘পাতা চালা খেলা’। ঝোরারঘাট সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে খেলাটির আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল, ঠিকাদার তৌফিকুর রহমান শাকিল প্রমুখ।
খেলায় পাতা হিসেবে আনা হয় তুলা রাশির আনারুল ইসলামকে। আনারুল এবার দাখিল পরীক্ষা দিয়েছে। সে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুরের মহির উদ্দিনের ছেলে। তাঁর পরিবার এখন পীরগঞ্জের চতরা ইউনিয়নের ঘাসিপুর গ্রামে বসবাস করছে।
আনারুল বলে, ‘পাতা খেলায় শরীরে খুব বিষ উঠে। আর মাটিতে জোরে জোরে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাই। তারপরও আমি এ খেলায় পাতা হিসেবে অংশ নিয়ে আমার লেখাপড়ার খরচ চালাই।’
খেলা দেখতে এসেছিল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দেওয়া মো. আবরার জুনায়েদ স্পন্দন। সে বলে, ‘জীবনে এমন খেলা প্রথম দেখলাম। খোলা মাঠে এত মানুষ খেলা দেখতে এসেছেন, দেখে আমি খুব মজা পেয়েছি। আজকে যে মজা পেলাম, সারা জীবন তা মনে রাখার মতো। সুযোগ পেলে গ্রামীণ খেলা আরও দেখব।’
শনিবারের খেলায় ছয়জন ওঝার দল অংশ নেয়। এতে উপজেলার চতরার আবদুল গোফফার মিয়ার দল প্রথম এবং কানঞ্চগাড়ী গ্রামের ওয়াহাব মিয়ার দল দ্বিতীয় হয়েছে। পুরস্কার হিসেবে প্রথম হওয়া দলকে একটি ছাগল আর দ্বিতীয় দলকে রাজহাঁস দেওয়া হয়।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৩ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৫ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে